ব্ল্যাকহেডস একটা বিরক্তিকর সমস্যা। একবার হলে এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। তাই তো? কিন্তু আমি বলব না খুব সহজ। লাগবে মাত্র একমাস। তাও আবার বাড়িতে বসেই। তাই যারা ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল তারা মন দিয়ে পড়ুন আজকের লেখা।
১. বেকিং সোডা
তেল ময়লা জমে ব্ল্যাকহেডস হয়। আর বেকিং সোডা মুখ পরিষ্কার করে ব্ল্যাকহেডস দূর করতে বেশ কার্যকরী।
উপকরন
১চামচ বেকিং সোডা
পদ্ধতি
জাস্ট একটু বেকিং সোডা জলে গুলে ব্ল্যাকহেডসের জায়গায় লাগান। হালকা ম্যাসাজ করে কিচ্ছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিনদিন করুন।
২. দারুচিনি ১
ব্ল্যাকহেডস দূর করতে আরেকটি খুব উপকারি উপাদান হল দারুচিনি।
উপকরন
১চামচ দারুচিনি পেস্ট
পদ্ধতি
দারুচিনির পেস্ট তৈরি করুন। সেটি ব্ল্যাকহেডসের জায়গায় লাগান। তারপর বেশ কিচ্ছুখন রাখুন। সারারাত রাখতে পারলে আরও ভালো। পরদিন সকালে ধুয়ে ফেলুন। টানা একসপ্তাহ করুন উপকার পাবেন।
৩. দারুচিনি ২
উপকরন
১চামচ দারুচিনি, ১চামচ লেবুর রস, ও ১চিমটে হলুদ গুড়ো।
পদ্ধতি
সবকটি উপকরন ভালো করে মেশান। পেস্ট বানান। এটি লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন।
৪. ডিম
ডিমের সাদা অংশও ব্ল্যাকহেডস সরানোর ক্ষেত্রে বেশ উপকারি। এবং এটি ব্ল্যাকহেডসের বার বার ফিরে আসাও আটকায়।
উপকরন
একটি ডিমের সাদা অংশ ও ১চামচ মধু
পদ্ধতি
ডিম ও মধু ভালো করে মেশান। এবার এই মিশ্রণটা ব্ল্যাকহেডসের জেয়গায় লাগান। শুকিয়ে এলে ধুয়ে নিন। সপ্তাহে এক থেকে দুবার করুন। ব্ল্যাকহেডস থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন।
৫. অ্যালভেরা
অ্যালভেরা স্কিনকে পরিষ্কার করে ও অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে। অ্যালভেরা শুধু ব্ল্যাকহেডসের ক্ষেত্রে উপকারি নয়, ব্রণ এছাড়াও স্কিনের আরও নানান সমস্যার ক্ষেত্রেও কাজ করে।
উপকরন
১চামচ অ্যালভেরা জেল
পদ্ধতি
ফ্রেশ অ্যালভেরা জেল জাস্ট মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর হালকা গরমজলে ধুয়ে ফেলুন। এভাবে রোজই মুখ পরিষ্কার করতে পারেন। এতে মুখও পরিষ্কার হবে আবার ব্ল্যাকহেডসের সমস্যাও দূর হবে।
৬. হলুদ
হলুদের রয়েছে অ্যান্টিসেপটিক গুণ। যা স্কিনের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। স্কিনের যেকোনো সমস্যার ক্ষেত্রে দারুন কাজ করে।
উপকরন
১চামচ হলুদ ও ১চামচ পুদিনার রস
পদ্ধতি
এই দুটো উপকরনই ভালো করে মিশিয়ে নিন। তারপর ওই জায়গায় লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরমজলে ধুয়ে ফেলুন। তারপর অবশ্যই কোন ময়েশচারাইজার লাগিয়ে নেবেন। এটি সপ্তাহে এক বা দুদিন করুন। উপকার পাবেন।
৭. মধু
মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা ব্ল্যাকহেডস দূর করতে সহায়ক। এর সঙ্গে চিনি স্কিনকে দারুন এক্সফলিয়েট করে।
উপকরন
১চামচ মধু, ১চামচ লেবুর রস ও ১চামচ চিনি
পদ্ধতি
সবকটি উপকরন ভালো করে ঘন মিশ্রণ বানান। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন গরম জলে। সপ্তাহে তিনদিন করুন।
৮. কাঁচা দুধ
দুধে আছে লাকটিক অ্যাসিড যা স্কিনের মরা কোষ দূরে সরিয়ে ব্ল্যাকহেডস দূর করে।
উপকরন
কাঁচা দুধ
পদ্ধতি
জাস্ট কাঁচা দুধ নিয়ে ব্ল্যাকহেডসের জায়গায় লাগান। হালকা ম্যাসাজ করুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি রোজই করতে পারেন। আস্তে আস্তে ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাবেন। তবে দুধে অ্যালার্জি থাকলে অন্য অন্য উপাদান গুলি ব্যবহার করুন।
৯. লেবু দই ও নুন
লেবু ও দইএর মিশ্রণ দারুন কাজ করে ব্ল্যাকহেডসের সমস্যায়। আর এর সঙ্গে যোগ করুন একটু নুন। যেটা দারুন এক্সফলিয়েটের কাজ করে।
উপকরণ
১চামচ লেবুর রস, ১চামচ দই ও হাফ চামচ নুন
পদ্ধতি
উপকরন গুলি ভালো করে মিশিয়ে ঘন পেস্ট বানান। এবার এই পেস্টটি ব্ল্যাকহেডসের জায়গায় লাগান। ১০ থেকে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিনদিন করুন।
এই সবকটা উপকরনই খুব উপকার ব্ল্যাকহেডস সমস্যার ক্ষেত্রে। সপ্তাহে দুদিন করে এক একদিন এক একটা উপকরন ব্যাবহার করুন। তবে পর পর দুদিন নয় মাঝে ছাড় দিন। এইভাবে করুন তারপর দেখবেন একমাসেই ব্ল্যাকহেডস উধাউ।
https://dusbus.com/bn/chokher-niche-kali-bybohar-korechen-ki-ei-ghoroya-tips/
শসার ফেস প্যাক ১০টি ঘরে বানিয়ে নিন, রূপচর্চার ক্ষেত্রে ব্যবহারে।
মন্তব্য করুন