অনেক সময় আমাদের অসাবধানতার জন্য কাপড়ে চা, কফি আরও নানা রকম দাগ লেগে যায়। আবার ছোটদের কাপড়ে দাগ লাগাতো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা হল এই সব দাগ কিছুতেই যেতে চায় না। তাই আজ শেয়ার করব এই সব দাগ তোলার কিছু ঘরোয়া টিপস।
লোহার মরচের দাগ
লোহার আলমারিতে অনেকদিন ধরে জামাকাপড় রেখে দিলে, লোহার মরচের দাগ পড়ে যায়। এই দাগ যেতেই চায় না। চিন্তা নেই ব্যবহার করুন ভিনিগার ও নুন। একটু ভিনিগার ও নুন ভালো করে মেশান। তারপর কাপড়ের দাগ লাগা জায়গাতে সেটি দিয়ে চড়া রোদে রাখুন বেশ কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন।
ঘামের দাগ
যারা অতিরিক্ত ঘামেন তাদের জামায় এক রকমের দাগ পড়ে যায়। সেই দাগ খুব সহজে তোলার জন্য একটি জায়গায় জল নিয়ে বেকিং সোডা মেশান।
তারপর কাপড়টি সেই মিশ্রণে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এবং দাগ লাগা জায়গা একটু ঘষে দিন। দাগ উঠে যাবে।
কালির দাগ
জামায় কালির দাগ খুব জেদি হয়। এই জেদি দাগ তুলতে ব্যবহার করতে পারেন দুধ। একটু স্পঞ্জ জাতীয় কিছু বা অনেকটা তুলো দুধে ভিজিয়ে সেই জায়গায় ঘষতে পারেন। বা টম্যাটোর ব্যবহার করতে পারেন। এক টুকরো টম্যাটো নিয়ে দাগ লাগা জায়গায় ঘষুন। তারপর এক থেকে দেড় ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
চায়ের দাগ
চা খেতে গিয়ে আপনার সুন্দর জামাটায় পড়ে গেছে? এরপর সেই দাগ তোলা নিয়ে চিন্তা? এত চিন্তার কারণ নেই এর জন্য ব্যবহার করুন চিনি। অনেকটা চিনি নিয়ে জলে গুলুন। তারপর দাগ লাগা জায়গায় ঘষুন। এক থেকে দু ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন আপনার ডিটারজেন্ট দিয়ে।
মেহেন্দির দাগ
অনেক সময় মেহেন্দি করতে দিয়ে অসাবধান হলে জামায় পরে যায়। সেই জন্য ব্যবহার করুন বেকিং সোডা। একটু জলে ভালো করে বেকিং সোডা গুলে নিন। তারপর ওই জায়গায় লাগিয়ে রাখুন। একটু শুকিয়ে এলে ধুয়ে দিন। ধোয়ার সময় একটু ঘষে নিতে পারেন।
কফি বা অন্যান্য জুসের দাগ
জামায় কফি বা নরম পানীয় বা যেকোনো জুসের দাগ তোলার জন্য। জলে কিছুটা ডিটারজেন্ট গুলে নিন।
তারপর এটি জামায় লাগিয়ে রাখুন এক থেকে দু ঘণ্টা মত। তারপর সেটি গরম জলে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
রক্তের দাগ
অনেক সময় অসাবধানতার জন্য হাত বা পা কেটে গেলে জামায় রক্তের দাগ লেগে যেতে পারে। এবং এই দাগ তোলা বেশ কষ্টকর। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে নুন। একটু নুন নিয়ে জলে গুলুন। তারপর কাপড়টি সেই জলে একটু ভিজিয়ে রেখে, ওই জায়গাতে নুন দিয়ে একটু ঘষে দিন। দাগ চলে যাবে।
চকোলেটের দাগ
যদি জামায় চকলেট জাতীয় কিছু পড়ে যায়। বা চকোলেটের দাগ তোলার জন্য, জামাটি ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন এক থেকে দু ঘণ্টা। তারপর ধুয়ে ফেলুন। এতে তেমন কাজ না হলে, সেই ডিটারজেন্ট জলে একটু স্যানিটাইজার মিশিয়ে জামাটি ভিজিয়ে রাখতে পারেন। তারপর সেই জল দিয়ে ধুয়ে ফেলুন।
কলারের দাগ
কলারের হলদেটে দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন শ্যাম্পু। শ্যাম্পু দিয়ে ভালো করে কলারটি ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। উঠে যাবে।
তেলের দাগ
জামায় লাগা তেলের দাগ তোলার জন্যও ব্যবহার করতে পারেন শ্যাম্পু।
শ্যাম্পু দিয়ে ভালো করে ওই জায়গাটি ঘষে ধুয়ে ফেলতে হবে। এছাড়াও বালিশে তেলের দাগ, বালিশের ওপর কোন কাপড় বা তোয়ালে দিয়ে তার ওপর মাথা রাখুন। এতে তেলের দাগ পরবে না বালিশে।
তাহলে জেনে গেলেন দাগ তোলার উপায়। এবার দাগ পড়লেও তাই চিন্তা না করে এই ঘরোয়া টিপস গুলো ব্যবহার করে দেখতে পারেন।
মন্তব্য করুন