আমাদের জামা কাপড় এবং বই পত্রকে পোকার থেকে সুরক্ষিত রাখার জন্য আমাদের বেশ কয়েকটা পদ্ধতি অনুসরণ করা দরকার। উলের জামা কাপড়ে সব চেয়ে বেশি পোকা ধরার প্রবণতা থাকে।অনেক দামি এবং প্রিয় জামা কাপড়েও পোকা ধরলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর বই তো আমাদের অত্যন্ত প্রিয়।পোকা বইকে কেটে দিলে বই সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই আজ আমরা কয়েকটি পদ্ধতি জেনে নেব যা আমাদের বই পত্র এবং জামা কাপড়কে সুরক্ষিত রাখবে।
পোকা বংশ ধ্বংস
পোকার সংক্রমণের নির্দিষ্ট জায়গা বাছা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পোকার প্রথম উৎসকেই নষ্ট করতে হবে। তাই সবসময় খেয়াল রাখতে হবে যে জামা কাপড়ে বা বইয়ে কোনো ফুটো হয়ে গেছে কিনা, জামা কাপড় বা বই পত্রতে পোকার ডিম দেখা দিয়েছে কিনা ইত্যাদি। জায়গা নির্ধারণ করা হয়ে গেলে যত শীঘ্র সম্ভব বই বা জামা কাপড়গুলো বের করে আলমারিটা ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে।
জামা কাপড় ভালো করে ধুতে হবে
পোকার হাত থেকে আমাদের জামা কাপড়কে বাঁচানোর জন্য আমাদের আলমারিতে থাকা সব জামা কাপড় ধুয়ে ফেলতে হবে। জামা কাপড় ড্রাই ক্লিনিং এ দিতে হবে। ড্রাই ক্লিনিং এ দেওয়ার সময় যেন বলে দেওয়া হয় যে কাপড় কাটার পোকার ডিম দূর করতে হবে তাই সেইমতো কেমিক্যাল দিয়ে যেন পরিষ্কার করা হয়। এছাড়া আলমারিতে থাকা সব ছোট খাটো জামার জিনিস ১২০° ডিগ্রি গরম জলে ধুতে হবে।
বইয়ে থাকা পোকা তাড়ানোর জন্য বইগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। এক একটা করে পাতা মুছতে হবে যাতে বইতে কাগজ কাটার পোকা না রয়ে যায়।
ফোরমন ট্র্যাপ
ফোরমন ট্র্যাপ কিনে লাগাতে হবে।পোকারা ওই ফোরমন ট্র্যাপ আঠায় আটকে যায়। আবার ফোরমন মত ট্র্যাপ পুরুষ পোকাদের পাখায় পাউডার লাগিয়ে দেয় যার ফলে তাদের মহিলাজাতীয় পোকাদের মতো দেখায়। এর ফলে পুরুষ পোকা এবং মহিলা পোকাদের মধ্যে পার্থক্য করা সম্ভব হয় না। এর ফলে পোকাদের বংশবৃদ্ধিও লোপ পায় কারণ মহিলা পোকারা পুরুষ পোকাদের চিনতেই পারেনা।
ন্যাপথলিনের বল বই এবং জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে।
ন্যাপথলিন
বই এবং জামা কাপড় সুরক্ষিত রাখার জন্য ন্যাপথলিন খুবই কার্যকরী। ন্যাপথলিন খনিজ আলকাতরা বা অপোরিশোধিত তেল দিয়ে তৈরি হয়। দিন যাওয়ার সাথে সাথে ন্যাপথলিনের বল একটি বিষাক্ত গ্যাসে পরিবর্তিত হয়ে যায়। সেই গ্যাসে কিট পতঙ্গ যখন শ্বাস নেয় তখন তাদের অঙ্গের কোষ এবং টিস্যু ভেঙে যায়। এর ফলে পোকাদের বিনাশ ঘটে।
জামা কাপড় এবং বই রোদে দিতে হবে
সব কিছু করার পরও অনেক সময় পোকার ডিম রয়ে যেতে পারে। পোকা সম্পূর্ন ভাবে দূর করার জন্য জামা কাপড় এবং বই কয়েকদিন রোদে দেওয়া দরকার। রোদে দিলে আমাদের জিনিস পত্র সব ধরণের পোকার থেকে মুক্তি পায়। পোকার ডিমগুলো রোদের তাপে নষ্ট হয়ে যায়।
এই ছিল কয়েকটি পদ্ধতি যা আমরা মেনে চললে আমরা আমাদের সব জিনিস পত্রকে পোকা মুক্ত করতে পারি এবং সুরক্ষিত রাখতে পারি।
ন্যাপথলিন ব্যবহারের সাথে কিন্তু কয়েকটি অতি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে
- ন্যাপথলিন কিন্তু আমাদের জন্যও খুবই ক্ষতিকারক তাই বাচ্চাদেরকে ন্যাপথলিনের থেকে দূরে রাখতে হবে।
- কোনোভাবেই ন্যাপথলিন যেন মুখের ভিতর না যায়।
- বেশি দিন জামা কাপড়ে ন্যাপথলিন থাকলে সেই জামা কাপড় যেন ধুয়ে পড়া হয়।
- যদি ন্যাপথলিন রাখার পর তার গন্ধ থেকে কোনো রকমের মাথা ঘোরা,মাথা ব্যাথা বা বমি ভাব হয় তাহলে বই পত্রতে এবং জামা কাপড়ে ন্যাপথলিন রাখা বন্ধ করতে হবে।
মন্তব্য করুন