শীত আসা মানেই কিন্তু আপনার চুলের একগাদা সমস্যা।সে চুল পড়াই বলুন,কি খুশকিই বলুন,কি চুল রাফ হয়ে যাওয়াই বলুন।আর শীত মানেই আপনি স্নান করার পর,কি ঘুম থেকে উঠে দেখবেন বালিশে আর চিরুনিতে একগুচ্ছ চুল পড়ে আছে।শীতকালে চুল পড়ার সমস্যা থেকে আপনাকে পাকাপোক্ত ভাবে উদ্ধার করতে আমরা হাজির হেয়ার ফল আটকানোর সহজ টিপস নিয়ে।জেনে নিন।
১. দই আর লেবু
শীতকালে দই আর লেবুর হেয়ার প্যাক কিন্তু নাচারাল কন্ডিশনারের কাজ করে।শীতে চুল ড্রাই হয়ে যাওয়া আর খুশকির সমস্যা যদি থাকে,তাহলে এটা ব্যবহার করতেই পারেন।
উপকরণ
দই ১/২ কাপ,পাতিলেবু ১ টা।
পদ্ধতি
দই আর পাতিলেবু একসাথে ভালো করে মিশিয়ে নিন।তারপর এই প্যাকটা আপনার মাথার স্ক্যাল্পে আর চুলে ভালো করে লাগিয়ে নিন।২০-৩০ মিনিট রাখুন।তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে একদিন করুন।দেখবেন খুশকি ভ্যানিশ,আর সেইসাথে হেয়ার ফলও।
২. হট অয়েল ম্যাসাজ
চুল পড়া কমাতে হট অয়েল ম্যাসাজ কিন্তু দারুণ কাজ দেয়।তাই চুলে গ্লসি ভাব ফিরিয়ে আনতে এটা করুন।চুলে পুষ্টি ফিরিয়ে আনতেও এটা করতে পারেন।
উপকরণ
বাদাম তেল বা নারকেল তেল পরিমাণ মতো।
পদ্ধতি
যে কোনো তেল আপনার চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে হালকা করে গরম করুন।তারপর আপনার চুল আর স্ক্যাল্পে ১০ মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করুন যাতে তেল আপনার চুলের গোড়া অবধি যায়।এটা রাতে করে ঘুমোন।পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নেবেন।সপ্তাহে দু’দিন করুন।
৩. তেল আর কর্পূর
মাথা ঠাণ্ডা রাখতে আর চুল পড়া কমাতে তেল আর কর্পূরের মিশ্রণ খুব উপকারে লাগে।
উপকরণ
বাদাম তেল বা নারকেল তেল পরিমাণ মতো,কর্পূর পরিমাণ মতো।
পদ্ধতি
বাদাম তেল বা নারকেল তেল হালকা গরম করে ওতে কর্পূর দিন।তেলে কর্পূরটা ভালো করে মিশিয়ে আপনার চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান।সপ্তাহে একদিন করলে দেখবেন খুশকি তো কমবেই,সেই সাথে আপনার চুলের ইচিনেস কমিয়ে চুল পড়া কমাতেও এটা খুব কাজে দেয়।
৪. নিম আর নারকেল তেলের মিশ্রণ
নিম আর নারকেল তেলের মিশ্রণ কিন্তু খুব ভালো অ্যান্টি-ফাঙ্গাল উপাদান হিসেবে কাজ করে।তাই খুশকির জন্য যদি শীতে চুল পড়া বাড়ে,তাহলে এটা আপনার বেস্ট অপশন হতেই পারে।
উপকরণ
নিমপাতা বাটা ১ চামচ,নারকেল তেল চুলের মাপ অনুযায়ী।
পদ্ধতি
নারকেল তেল হালকা করে গরম করে নিন।তারপর ওতে নিমপাতা বাটা ভালো করে মেশান।এই মিশ্রণ চুলে সপ্তাহে একদিন মেখে দেখুন,আপনার সমস্ত ইনফেকশন,ইচিনেস আর খুশকি খুব তাড়াতাড়ি দূর হবে।আর চুল পড়াও অনেক কম হবে।
৫. পেঁয়াজ আর মধুর মিশ্রণ
পেঁয়াজ কিন্তু চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।আর মধু শীতকালে আপনার চুলের ড্রাইভাব কমিয়ে চুলকে ময়েশ্চারাইজ করে।
উপকরণ
কাঁচা পেঁয়াজ বাটা ১ টা,মধু ৩ চামচ।
পদ্ধতি
কাঁচা পেঁয়াজ বাটা আর মধু একসাথে মিশিয়ে চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান।৩০ মিনিট মতো রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।উপকার পাওয়ার জন্য সপ্তাহে অন্তত একদিন করে করুন।দেখবেন হেয়ার ফল তো কমবেই,আর নতুন চুল গজিয়ে এই শীতেই আপনার চুল একেবারে মোটা হয়ে উঠেছে।
ঘরোয়া উপাদান তো হল,এবার আসুন কয়েকটি প্রোডাক্ট দেখে নেওয়া যাক।
১. হিমালয়া হারবালস অ্যান্টি-হেয়ার ফল হেয়ার অয়েল,২০০ মি.লি.
হিমালয়ার নাম নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলে দিতে হবে না?এই হারবাল হেয়ার অয়েল কিন্তু আপনার চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায়।তাই নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন।
দাম ১৮০/-
অফারে দাম ১৪৮/-
২. ট্রেসেমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু,৫৮০ মি.লি.
ট্রেসেমির এই শ্যাম্পু কিন্তু কয়েকটি ওয়াশেই আপনার হেয়ার ফল কমাতে সাহায্য করে।ট্রাই করে দেখুন।উপকার পাবেন।
দাম ৩৮৫/-
অফারে দাম ৩০৮/-
৩. VLCC হেয়ার ফল রিপেয়ার শ্যাম্পু,৩৫০ মি.লি.
এই শ্যাম্পুর হাইড্রোলাইজড কেরাটিন ফর্মুলা আপনার চুলের গোড়া শক্ত মজবুত করে আর চুল পড়া কমায়।ব্যবহার করে দেখুন।
দাম ২৫৫/-
অফারে দাম ২১১/-
এবার থেকে শীতেও নিশ্চিন্ত থাকুন।কারণ আপনার চুল আর পড়বে না।বরং এই শীতেও থাকবে স্ট্রং আর গ্লসি।