চুলের কাটিং কতদিন অন্তর করা চুলের জন্য ভালো

বাড়িতে ঠাকুমা দিদিমাদের কৃপায় ছোটো বেলায় মাঝে মাঝেই নিশ্চয়ই চুলের সেই আলটিমেট কাট, মানে ন্যাড়া হতে হয়েছে মোটামুটি আমাদের সকলকেই। কারণ এতে নাকি চুলের গোছ বাড়ে! মানে মাথায় যাতে অনেক বেশী করে চুল গজায় তাই ৩-৪ বার মাথা ভর্তি চুলের স্যাক্রিফাইস আমরা সকলেই করেছি। চুলের সমস্যায় হেয়ার কাট  এখনো কিন্তু চুল পড়া শুরু হলে বা … পড়তে থাকুন চুলের কাটিং কতদিন অন্তর করা চুলের জন্য ভালো