আপনি কি সদ্য মা হয়েছেন? বাচ্ছাকে সামলাতে গিয়ে নিজের চুল সামলাতে হিমশিম খাচ্ছেন? চুল আঁচড়াতে গেলে বা স্নান করার পর দেখছেন গোছা গোছা চুল উঠে আসছে? ভয় নেই। ঘাবড়েও যাবেন না। মা হবার পর বাচ্ছাকে তো আপনাকেই সামলাতে হবে। কিন্তু আপনার চুলকে সামলানোর দায়িত্ব নিয়ে এবার হাজির আমরা। জেনে নিন গর্ভাবস্থার পর সেরা ৫ টি শ্যাম্পুর হদিশ।
গর্ভাবস্থার পর চুল কেন পড়ে?
গর্ভাবস্থার পর শরীরে নানারকম সমস্যা দেখা যায়। যার মধ্যে অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যাওয়া হল প্রধান। প্রেগন্যান্সির সময় আপনার শরীরে ইস্ট্রোজেনের যে আধিক্য দেখা গিয়েছিল, তার ফলে নতুন চুল গজানো, বা চুলের বৃদ্ধি এক্কেবারে বন্ধ হয়ে গিয়েছিল। চুলের এটা রেস্টিং পিরিয়ড বা বিশ্রামের সময়, যার ফলে চুল পড়াও প্রেগন্যান্সির সময় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। গর্ভাবস্থার পর আপনার শরীরে ইস্ট্রোজেনের মাত্রাও এক ধাক্কায় কমে যায়, যার ফলে চুলের রেস্টিং পিরিয়ডও শেষ হয়ে যায়। ফলে গর্ভাবস্থার পর একসাথে অনেক চুল হঠাৎ করে পড়তে শুরু করে।
ভালো করে খাওয়া দাওয়া তো প্রেগন্যান্সির পর করবেনই, কিন্তু চুল পড়া থামাতে এবার দেখে নিন পাঁচ পাঁচটি শ্যাম্পু, যা আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবে আর আপনার চুলকে ও চুলের গোড়াকে মজবুত আর শক্তপোক্ত করে তুলবে।
ক্লিনিক প্লাস স্ট্রং অ্যান্ড লঙ হেলথ শ্যাম্পু
নাম শুনেই বুঝতে পারছেন আপনার চুলকে তার গোড়া থেকে শক্তিশালী করার জন্য এই শ্যাম্পু। ক্লিনিক প্লাস কোম্পানি দাবী করে যে এই শ্যাম্পু আপনার চুলকে নাকি গোড়া থেকে প্রায় ৩৫ গুণ বেশী শক্ত করে। তাই প্রেগন্যান্সির পর যখন অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, তখন আপনি এটা ট্রাই করে দেখতেই পারেন। তাছাড়া আপনার চুল ড্রাই হোক, কি নর্মাল—সব ধরণের চুলের জন্যই এই শ্যাম্পু কাজ দেয়। আর আপনি যদি রোজ শ্যাম্পু করতে চান, তাহলে ক্লিনিক প্লাস স্ট্রং অ্যান্ড লঙ হেলথ শ্যাম্পুর মতো মাইল্ড শ্যাম্পুই আপনার ব্যবহার করা উচিত।
ট্রিচাপ হারবাল শ্যাম্পু
কেমিক্যাল শ্যাম্পুর থেকে হারবাল শ্যাম্পুই চুলের জন্য সবথেকে বেশী ভালো। সেটা তো আপনিও মানবেন। আপনার চুলের সমস্ত ড্যামেজ, চুল পড়া, চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া—প্রেগন্যান্সির পর সাধারণত যা যা আপনার চুলকে খারাপ করতে পারে, তার সবকটাই ঠিক করে আপনার চুলকে আগের সিল্কি অ্যান্ড শাইনি অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে এই শ্যাম্পু। এই শ্যাম্পুর মধ্যে উপাদান হিসেবে অ্যালোভেরা আর হেনা ব্যবহার করা হয়। চুলকে ভেতর থেকে পুষ্টি যোগাতে অ্যালোভেরার উপকারিতার কথা তো আপনারা সব্বাই জানেনই। তাছাড়া ট্রিচাপ শ্যাম্পু আপনার চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজও করে, যার ফলে চুলের রুক্ষতা দূর হয়।
গার্নিয়ার ফ্রুক্টিস লঙ অ্যান্ড স্ট্রং শ্যাম্পু
প্রেগন্যান্সির পর আপনার চুল দুর্বল হয়ে পড়ে। তাই চুলকে গোড়া থেকে যদি স্ট্রং করতে চান তাহলে গার্নিয়ার ফ্রুক্টিস লঙ অ্যান্ড স্ট্রং শ্যাম্পু আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আপনার চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে পুষ্টি যোগাতে ও আগের মতো সিল্কি নরম করে তুলতে এই শ্যাম্পু আপনাকে সাহায্য করবে।
ট্রেসেমি ময়েশ্চার রিচ শ্যাম্পু
ট্রেসেমির সব শ্যাম্পুই প্রফেশনাল কোয়ালিটির হয়। তাই ঘরে বসে আপনার চুলকে যদি প্রফেশনাল টাচ দিতে চান, তাহলে আপনি নিশ্চিন্তে ট্রেসেমি শ্যাম্পু ইউজ করতে পারেন। প্রেগন্যান্সির পরে চুলকে ভেতর থেকে পুষ্টি যোগাতে, ময়েশ্চারাইজ করতে, চুলের শুষ্কতা ও রুক্ষতাকে দূর করতে হলে চোখ বুজে ট্রেসেমি ইউজ করুন। গ্যারান্টি দিচ্ছি ফল পাবেনই।
ল’রিয়াল প্যারিস ফল রিপেয়ার 3X শ্যাম্পু
প্রেগন্যান্সির পর চুলকে ভেতর থেকে শক্তিশালী করে চুল পড়া বন্ধ যদি করতে চান, তাহলে ল’রিয়াল প্যারিস ফল রিপেয়ার 3X শ্যাম্পু ব্যবহার করুন। এটা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি যোগাবে ও চুল পড়া বন্ধ করে আপনার চুলকে ৩ গুণ বেশী শক্তিশালী করে তুলবে।
তাহলে জেনে নিলেন আপনার গর্ভাবস্থার পর কোন কোন শ্যাম্পু আপনার চুল পড়া কমাতে ও বন্ধ করতে সাহায্য করে। এবার টেনশন আর নয়। চুল আর আপনার ছোট্ট সোনা—দু’জনকে নিশ্চিন্তে সামলান আর আনন্দে বাড়তে দিন।
বরের বিয়ার বেঁচে গেলে ফেলবেন না চুল শ্যাম্পু করে নিন বিয়ার দিয়ে
মন্তব্য করুন