দুর্গা পূজো কিন্তু চলেই এসেছে প্রায়। আর মাত্র কয়েকদিন পরেই উমা আমাদের ঘরে। তাই মাকে বরন করে নেবার প্রস্তুতিও তুঙ্গে। প্রস্তুত হচ্ছে বাংলা। তথা গোটা বিশ্ব। এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে দুর্গাপুজা। তাই এত বড়ো উৎসবের আনন্দে সবাই মেতে উঠতে চায়। প্রতি বছরই কিন্তু নতুন ভাবে সাজতে সবাই চায়। প্যান্ডেলের মধ্যমনি হবার ইচ্ছাটা কিন্তু সবারই থাকে। আর এবছরও তা বাদ যাবেনা। এবছরেরে নতুন ফ্যাশন কি? কি এসেছে বাজারে নতুন? এসব চিন্তা এখন থেকেই শুরু হয়ে গেছে।
বুটিকের শাড়ি
সময় পাল্টাবার সাথে সাথে পূজোর ফ্যাশনও পাল্টেছে। পূজোর সাজ হওয়া চাই একদম অন্যরকম। সারাবছর জিন্স কুর্তা। কিন্তু পূজা মানে আধুনিকতা আর আভিজাত্যের মেলবন্ধন। তাই পূজোয় শাড়ি পরার ঝোঁক বেশি। এখন অনেকেই বুটিকের পোশাক পছন্দ করেন। বেশ হালকা কিন্তু দারুন স্টাইল মেনটেন হয়। তাই এবার পূজোয় বুটিকের শাড়ির চাহিদা বেশ ভালো। এছাড়াও বেশি চলছে মঙ্গলগিরি কটন, মধুবনি, মাধবীলতা এসব শাড়িরও বেশ চাহিদা আছে। এছাড়াও আঁচল বা পাড়ে চেকস্ ফ্যাশনে ইন।
হ্যান্ডলুম বা তসরের শাড়ি
১৮ থেকে ৫৮ সকলেই আসছেন নতুন শাড়ির খোঁজে। আসলে পুজোর সময় সারাবছর জিন্স টপ পরা মেয়ে আজ শাড়িতেই যেন অনন্যা। বিক্রেতাদের মত পূজোর সময় একটু অন্য ধরনের খোঁজ চলে ক্রেতাদের। সবাই তাই নতুন কি এসেছে? এবারে নতুন ফ্যাশন কি সেটা জানতে চাইছেন। আসলে পূজোর দিনগুলো তারা একদম অন্য রকম সাজতে চান। তাই শাড়ি তাদের কাছে স্পেশাল। এবছর সিল্কের সঙ্গে হ্যান্ডলুম বা তসরের সঙ্গে হ্যান্ডলুম বেশ ইন ফ্যাশনে। এছাড়াও পাটলি পাল্লু, মাইসরি সিল্ক বেশ চলছে। এছাড়াও ঘিচার সঙ্গে ব্রোকেডের পার চলছে।
আন্তর্জাতিক ফ্যাশন
এবারের ফ্যাশনে আন্তর্জাতিক ফ্যাশনের একটু ছোঁয়াও রয়েছে। মত ফ্যাশন ডিজাইনারদের। ঘেরদেওয়া পালাজো এবারেও বেশ ইন। এছাড়াও কামিজ তার সঙ্গে লম্বা কোটি, কামিজ তার সঙ্গে স্কাট।এছাড়াও শাড়ির সঙ্গে কোর্ট বেশ ইন ফ্যাশনে। জিন্স ও কেনা হচ্ছে। এছাড়াও জর্জেট বা শিফনের শাড়ি, শাড়ির সঙ্গে কেইপ থাকছে, এছাড়াও কামিজ তার সঙ্গে শাড়ি বা হাতকাটা ফুলেল ছাঁটের কামিজ এবারে ফ্যাশনে আছে। এবছর ফেব্রিক ড্রেস সঙ্গে ওভার কোর্ট বেশ ভালো ইন। আর বিভিন্ন ধরনের প্রিন্টের চাহিদা ছিল প্রথম থেকেই। এবারও আছে।
শারদীয়ার জন্য পারফেক্ট শাড়ি
গরদ, সিল্ক, জামদানি আর সুতির পোশাকের চাহিদাতো সারা বছরই থাকে। পূজাতেও তা বাদ যায় না। পূজোর পোশাকের নক্সায় জমকালো ফিউশন নেই। কিন্তু পূজার বিভিন্ন জিনিস স্বস্তিকা, চক্র, বেলপাতা এছাড়াও আরও নানান পূজোর অনুসঙ্গ শাড়ি বা পোশাকে থাকলেই শারদীয়ার জন্য পারফেক্ট।
সাজগোজ
পূজোর সময় হালকা গরম থেকেই যায়। তাই সকালে অঞ্জলি দেবার জন্য হালকা সুতির পোশাক আরামদায়ক। আর যারা শাড়ি পড়তে চান গরদ বা তসরের শাড়ি অঞ্জলির জন্য বেশ ভালো। তার সঙ্গে যদি বেছে নেন মানানসই গোল্ড প্লেটের গয়না তাহলে দারুন মানাবে। একটা ট্র্যাডিশনাল খোঁপা তার একধারে বেলফুলের মালা একটা সুন্দর ট্র্যাডিশনাল লুক দেবে। এছাড়াও পোশাকের সঙ্গে যদি গাঢ় চোখের মেকআপ চান করতেই পারেন। তবে সেক্ষেত্রে ঠোঁট হবে হালকা ম্যাট ফিনিশ। আর যদি লিপস্টিকের রঙ গাঢ় চান তাহলে অ্যাই মেকআপ টা হালকাই ভালো লাগবে। চোখে শুধু মোটা করে কাজল ভালো লাগবে। তবে যারা গয়না পড়তে ভালোবাসেন তারা এইসময় জাঙ্ক গয়নার পরিবর্তে একটু ট্র্যাডিশনাল গয়না। বা এথনিক জুয়েলারী পরলে বেশি ভালো লাগবে পূজোর সময়।
তাহলে কি ভাবছেন? দোকানে ভিড় হবার আগেই শুরু করে দিন পূজোর শপিং। আর কিন্তু বেশি দেরি নেই।
মন্তব্য করুন