পূজায় প্যান্ডেল হপিং এর প্ল্যানিং নিশ্চয়ই হয়ে গেছে? সারাদিন প্যান্ডেল হপিং করে বাড়ি ফিরে স্কিনের স্পেশাল কেয়ার কিভাবে নেবে ভেবেছ? সারাদিন ঘুরে এসে ক্লান্ত হয়ে মেকআপ না তুলেই শুয়ে পড়লে কিন্তু পরেরদিন স্কিন একদম ডাল লাগবে। মেকআপ রিমুভার নেই? নো চিন্তা কারণ তোমার বাড়িতেই আছে কিছু জিনিস, যা বাজার চলতি মেকআপ রিমুভারের থেকে অনেক ভালো কাজ করবে। দেখে নিন।
টকদই
পূজার দিন গুলিতে মিষ্টির সঙ্গে টকদই কিনে নিন। ফ্রিজে রেখে দিন।
উপকরন
১চামচ টকদই, ১চামচ ময়দা ও ১চিমটে হলুদ গুড়ো
তিনটি উপকরন মিশিয়ে পেস্ট তৈরি করে রাখুন। বাড়ি এসে জাস্ট এই পেস্টটি চার থেকে পাঁচ মিনিট ম্যাসাজ করে করে মেকআপ তুলুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। এটি সুন্দরভাবে ত্বকে জমে থাকা বাড়তি মেকআপ তুলে আনে।
নারকেল তেল
নারকেল তেল সবার বাড়িতেই থাকে। এটা শুধু মেকআপই তোলে না মুখের ময়েসচারকে ধরে রাখে।
উপকরন
১চামচ নারকেল তেল
পদ্ধতি
ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর জাস্ট নারকেল তেল মুখে ম্যাসাজ করুন ৩ থেকে ৪মিনিট। তারপর তুলো দিয়ে মুখ মুছে নিন। এটা ওয়াটার প্রুফ মেকআপের মত কঠিন মেকআপও সহজে তোলে।
অলিভ অয়েল
যাদের সেনসিটিভ স্কিন তারা যেকোনো জিনিস ব্যবহার করতে পারেন না। তারা নিশ্চিন্তে ব্যবহার করুন অলিভ তেল।
উপকরন
১চামচ অলিভ তেল ও ১চামচ গোলাপজল
পদ্ধতি
প্রথমে মুখে অলিভ তেল ভালো করে ম্যাসাজ করুন ৪মিনিট। তারপর গোলাপজলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। সমস্ত মেকআপ উঠে আসবে। এটি শুধু মেকআপ তোলে না, তার সাথে স্কিনের কেয়ারও নেয়।
শসা
স্কিনকে ফ্রেশ রাখতে শসার বিকল্প নেই। তার সঙ্গে মেকআপ তুলতেও ভালো কাজ করে।
উপকরন
১-২চামচ চামচ শসার রস ও ৪-৫ ফোঁটা অলিভ তেল বা দুধ।
পদ্ধতি
শসার রসের সঙ্গে কয়েকফোঁটা অলিভ তেল বা কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে তুলো ভিজিয়ে মুখে মেকআপ তুলুন। অ্যাই মেকআপও সুন্দর ভাবে তুলে নিন। মেকআপ তোলার পর স্কিন দেখবেন স্কিন কেমন ফ্রেশ লাগছে।
দুধ
মেকআপ তোলার জন্য দুধও ব্যবহার করতে পারেন। এটিও খুব ভালো কাজ করে।
উপকরন
১-২চামচ কাঁচা দুধ ও কয়েকফোঁটা আমণ্ড তেল
পদ্ধতি
কাঁচা দুধের সঙ্গে আমণ্ড তেল মিশিয়ে নিন। এরপর তুলোয় করে মুখে ম্যাসাজ করুন। দেখবেন সব মেকআপ নিমেষেই উঠে আসছে।
বেবি ওয়াইপ
অবাক লাগলেও বেবি অয়াইপ দিয়ে কিন্তু ভালভাবে মেকআপ রিমুভ করা যায়।
উপকরন
জাস্ট হাতে নিন দুটো বেবি ওয়াইপ
পদ্ধতি
সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে আসার পর জাস্ট বিছানায় বসেই, জাস্ট বেবি ওয়াইপ দিয়ে মুখ ঘষে নিন।
এগুলি প্রতিটাই খুব ভালো মেকআপ রিমুভ করে। শুধু মেকআপ রিমুভ নয়, স্কিনের স্পেশাল কেয়ারও নেয়। পরেরদিনের জন্য স্কিনকে রেডি করে তোলে। তবে মেকআপ রিমুভার লাগাবার আগে মুখ ধুয়ে নেবেন। এবং রিমুভার ধোয়ার পর টোনার লাগিয়ে নেবেন। এর জন্য শসা ও মধুও লাগাতে পারেন। এবং শেষে ময়েশচারাইজার লাগিয়ে শুয়ে পড়ুন। আর যদি এই ঘরোয়া উপাদান গুলি ব্যবহার করেন, তাহলে ময়েশচারাইজার না লাগালেও চলবে। এগুলো স্কিনকে এমনিতেই ময়েশ্চারাইজড রাখব
মন্তব্য করুন