কি, প্রেম টিকছে না বুঝি? একের পর এক প্রেম ভেঙে যাচ্ছে? ঘনিষ্ঠ মুহূর্তে যখন সাহস করে পার্টনারকে কাছে টানছেন, তখনই কি দূরে সরে যাচ্ছেন তিনি? কেন? ভাবুন ভাবুন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার বগলের দুর্গন্ধই আপনার ও আপনার পার্টনারের ঘনিষ্ঠ মুহূর্তের শত্রু হয়ে উঠছে! না না। এর জন্য আপনার টেনশনে মাথার চুল ছিঁড়ে ফেলার কোনো কারণ নেই। আপনার বগলের গন্ধ দূর করতে আমরা, টীম ‘দাশবাসে’র পক্ষ থেকে নিয়ে এলাম মুশকিল আসান টিপস। পড়ুন, আর নিমেষে দূর করুন আপনার বগলের গন্ধকে।
বগলে গন্ধ কেন হয়?
গরমকালে ঘাম হবার প্রবণতা যদি আপনার থেকে থাকে তাহলেই সাবধান। ডাক্তাররা কিন্তু বলেন যে ঘামের নিজস্ব কোনো গন্ধই নেই। ঘাম বিভিন্ন ব্যাকটেরিয়া, মৃত কোষ ইত্যাদির সাথে মিশে দুর্গন্ধ তৈরি করে। তাই বগলে ব্যাকটেরিয়া যাতে না জন্মায় সেই চেষ্টাই আপনাকে করতে হবে। বগলের গন্ধকে দূর করার জন্য আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবেই। নিয়ম করে তাই সাবান মেখে স্নান করুন। ডিওডোর্যান্ট তো ব্যবহার করতেই পারেন, কিন্তু সেটা আপনাকে কোনো পার্মানেন্ট সলিউশন দেবে না। তাছাড়া ঘাম কম হবার জন্য অ্যান্টি-পার্সপির্যান্টও ব্যবহার করতে পারেন।
লেবুর রস
পাতিলেবুর রসে থাকা অ্যাসিড ত্বকের পি.এইচ. লেভেলকে ঠিক রাখে। এছাড়া ওই অ্যাসিড বগলের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকেও দূর করে ও আপনার বগলকে দুর্গন্ধের হাত থেকে বাঁচায়। একটা পাতিলেবু নিয়ে হাফ করে কেটে একটা অংশ নিয়ে আপনার বগলে ভালো করে ঘষুন। দেখবেন লেবুর রস যেন আপনার ত্বকে ঢুকতে পারে। শুকিয়ে গেলে স্নান করে ফেলুন। প্রতিদিনই নিয়ম করে এটা করে যান। উপকার পাবেন। পাতিলেবুর রস সরাসরি ত্বকে লাগালে অনেকসময় নানারকম সমস্যা হয়, জ্বালা করে। সেক্ষেত্রে হাফ কাপ জলে অর্ধেক লেবুর রস চিপে সেই মিশ্রণটিও তুলো দিয়ে বগলে লাগাতে পারেন।
অ্যাপল সিডার ভিনিগার
নাম শুনে ঘাবড়াবেন না। অ্যাপল সিডার ভিনিগার কিন্তু আপনার বগলের গন্ধকে দূর করার ‘ওয়ান্ডার রেমেডি’ হতে পারে। আপনার পারফিউমকে টাটা বলতে যদি চান, তাহলে অ্যাপল সিডার ভিনিগারকে আপনার বন্ধু বানান আজই। আপনি যেকোনো ডিপার্টমেন্টাল স্টোরেই এটা পেয়ে যাবেন। অ্যাপল সিডার ভিনিগার আপনার ত্বকের পি.এইচ.-এর মাত্রাকে ঠিক রাখে ও ব্যাকটেরিয়াকে দূর করে। তুলোতে করে অ্যাপল সিডার ভিনিগার নিয়ে আপনার বগলে ভালো করে লাগান। ২-৩ মিনিট রাখার পর স্নান করে নিন। এটা রোজ দুবার করে লাগান। তাছাড়া স্নানের জল হালকা করে গরম করে তাতে এক কাপ অ্যাপল সিডার ভিনিগার দিয়ে রোজ স্নান করুন। উপকার পাবেনই।
বেকিং সোডা
বেকিং সোডা আপনার ত্বকের বাড়তি আর্দ্রতাকে টেনে নিতে সাহায্য করে। ফলে আপনার ঘামও কম হবে। তাছাড়া বেকিং সোডা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। একচামচ বেকিং সোডা ও একচামচ পাতিলেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণটা বগলে লাগান। মিনিট ২-৩ রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর স্নান করে নিলে দেখবেন বগলের দুর্গন্ধ ভ্যানিশ। নিয়ম করে এটা করে যান, ফল পাবেন।
গোলাপজল
গোলাপজলের সুন্দর গন্ধ কিন্তু আপনার বগলের দুর্গন্ধকে তাড়ানোর জন্য একদম পারফেক্ট। বগলের তলায় গোলাপজল তুলোয় করে লাগাতে থাকুন নিয়ম করে। দিনে ২-৩ বার এটা করতে পারেন। দেখবেন আপনার বগলের গন্ধ আপনাকে বাইবাই করে পালাচ্ছে।
টোম্যাটো
টোম্যাটোর রসও কিন্তু আপনার বগলের গন্ধকে দূর করতে পারে। টোম্যাটোর রস নিয়ে বগলে লাগান। ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। তফাৎ নিজেই বুঝতে পারবেন। ফল পেতে সপ্তাহে ৩-৪ বার করে এটা করুন।
অ্যালকোহল
আজ্ঞে হ্যাঁ। ঠিকই শুনেছেন। অ্যালকোহল কিন্তু আপনার বগলের গন্ধকে সহজে দূর করতে পারে। কীভাবে? অ্যালকোহল আপনার ত্বকের ‘পোর’গুলিকে বন্ধ করে। অ্যালকোহল সহজে উবে যায় ও বগলের গন্ধ তাড়ায়। এছাড়া এক মগ জলে খানিকটা অ্যালকোহল নিয়ে বগলে ভালো করে লাগিয়ে পরিষ্কার করুন। সপ্তাহে দুদিন করলেই ম্যাজিক দেখতে পাবেন।
আর লাইফস্টাইলকে পালটান। অ্যালকোহল, ড্রাগস, ক্যাফেইন যুক্ত পানীয়, যেমন কফি অত্যধিক মাত্রায় খাবার অভ্যেস থাকলে ছাড়ুন। অতিরিক্ত স্পাইসি খাবারও এড়ান। টাইট জামাকাপড় বেশী পড়বেন না। আর বেশী করে জল খান। স্ট্রেস আর টেনশন ফ্রি থাকলে এমনিতেই ঘাম কম হবে। ফলে ব্যাকটেরিয়াও হবে না!
তাহলে জেনে নিলেন আপনার বগলের গন্ধকে দূর করার সহজ উপায়। দেরী কীসের? এবার অ্যাপ্লাই করুন জলদি করে আর বগলের গন্ধকে বলুন টাটা। দেখবেন আপনার পার্টনার এবার আপনার কাছ থেকে আর সরতেই চাইছেন না!
https://dusbus.com/bn/rate-bra-pore-ghumonor-ovyas-ache-apnar-tahole-aji-charun/
মন্তব্য করুন