শীত আসা মানেই পা ফাটার জ্বালায় আপনিও নাজেহাল!স্টাইলের বদলে ফাটা পা নিয়ে রাতদিন মোজা পরে ঘুরে বেড়াতে তো আপনার রীতিমতো নাজেহাল অবস্থা।তার থেকে ভালো হয় না,যদি এই শীতে আপনি ঘরে বসে কয়েকটা টোটকা ব্যবহার করে আর ৬টি দারুণ ক্রিম ব্যবহার করে আপনার ফাটা পা-কে মাখনের মতো মোলায়েম করে তুলতে পারেন?জেনে নিন তার উপায়।
১.ভেজিটেবল অয়েল
রান্নায় তো এতদিন ভেজিটেবল অয়েল ব্যবহার করেই এসেছেন।এবার পায়ের যত্নে না হয় ভেজিটেবল অয়েল ব্যবহার করেই দেখুন না।অলিভ অয়েল,তিলের তেল,নারকেল তেল বা যে কোনো হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলই আপনি আপনার ফাটা পায়ে ব্যবহার করতে পারেন।
উপকরণ
পরিমাণ মতো যে কোনো ভেজিটেবল অয়েল।
পদ্ধতি
প্রথমে আপনার পা হালকা গরম সাবান জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে পিউমিক স্টোন দিয়ে পরিষ্কার করে ফেলুন।এরপর পা শুকনো করে মুছে কোনো একটা ভেজিটেবল অয়েল পরিমাণ মতো নিয়ে ভালো করে লাগিয়ে নিন আপনার পায়ের গোড়ালিতে বা ফাটা অংশে।এবার মোজা পরে ঘুমিয়ে পরুন।পরদিন সক্কালে উঠে দেখবেন পা কি সুন্দর নরম হয়ে গেছে।আর পা ময়েশ্চারাইজড হওয়ার ফলে অনেক কম ফাটছে।রোজ নিয়ম করে করে যান এই শীতে।দেখবেন আপনার পা আর কোনোদিনই ফাটছে না!
২.পাতিলেবু
পাতিলেবুতে থাকা ভিটামিন সি আর অ্যাসিড কিন্তু আপনার ফাটা পা-কে অনেকটাই সারিয়ে তুলতে পারে।
উপকরণ
একবালতি হালকা গরম জল,লেবুর রস পরিমাণ মতো।
পদ্ধতি
বালতির জলে লেবুর রস মিশিয়ে ওতে আপনার পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট মতো।তবে জল যেন অতিরিক্ত গরম করবেন না।এরপর একটা পিউমিক স্টোন দিয়ে পা পরিষ্কার করে ফেলুন।নিয়ম করে করলে দেখবেন পা ফাটা এক্কেবারে ভ্যানিশ হয়ে গেছে।
৩. গোলাপজল আর গ্লিসারিন
গোলাপজল আর গ্লিসারিনের মিশ্রণ কিন্তু আপনার ফাটা পা-কে অনেকটাই সারিয়ে তুলতে পারে।কারণ গ্লিসারিন আপনার রুক্ষ শুকনো চামড়াকে এমনিতেই নরম করে,এবং গোলাপজলে থাকা ভিটামিন এ, বি৩,সি, ডি,ই আর অ্যান্টি-অক্সিড্যান্ট আপনার পা-কে মসৃণ করে তোলে।
উপকরণ
৩ চামচ গ্লিসারিন,৩ চামচ গোলাপজল।
পদ্ধতি
গ্লিসারিন আর গোলাপজল নিয়ে একসাথে মিশিয়ে ফেলুন।তারপর ঘুমোতে যাবার আগে আপনার পায়ের ফাটা অংশে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন।নিয়ম করে ব্যবহার করেই দেখুন।দেখবেন উপকার পাচ্ছেন।
৪. কলা
কলা শুনেই চমকাবেন না প্লিজ!সস্তায় পায়ের জন্যে পুষ্টিকর কিছু যদি ব্যবহার করতে চান,তাহলে পাকা কলা কিন্তু বেস্ট অপশন হতে পারে।কলায় থাকা ময়েশ্চারাইজার আপনার পা-কে নরম আর মসৃণ করে তুলতে সাহায্য করে।
উপকরণ
পাকা কলা ১ টা।
পদ্ধতি
১ টা কলাকে নিয়ে স্মুদ পেস্ট করুন।তারপর পা ভালো করে পরিষ্কার করে ফাটা জায়গায় কলা চটকানোটা লাগিয়ে নিন।এরপর মিনিট ১৫ রেখে প্রথমে হালকা গরম জলে ধুয়ে নিন।তারপর ঠাণ্ডা জলে ৫-১০ মিনিট ডুবিয়ে রেখে শুকনো করে মুছে ফেলুন।ফাটা পায়ের জ্বালা থেকে মুক্তি পেতে নিয়ম করে ব্যবহার করুন।
৫.মধু
মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল আর ময়েশ্চারাইজিং গুণ কিন্তু আপনার ফাটা পা-কে আবার আগের মতো মোলায়েম করে তুলতে পারে খুব সহজেই।কীভাবে?দেখে নিন।
উপকরণ
মধু পরিমাণ মতো।
পদ্ধতি
১ বালতি হালকা গরম জলে ১ কাপ মধু নিয়ে মেশান।তারপর আপনার পা ওতে ডুবিয়ে বসে থাকুন ১৫-২০ মিনিট।এরপর পা হালকা করে স্ক্রাব করে নিন।সপ্তাহে ২-৩ বার ধরে নিয়ম করে একমাস অন্তত করে যান।ফলাফল?আপনি নিজেই দেখতে পাবেন।
পা ফাটা সারাতে কয়েকটি দারুণ ক্রিমের খবরাখবর জেনে নিন ঝটপট
আর ঘরোয়া টোটকা যদি ব্যবহার করতে না চান?তাহলে আপনার জন্য কয়েকটি দারুণ ক্রিমের খবর দিলাম আজকের লেখায়।দেখে নিন জলদি।
১. খাদি জ্যাসমিন অ্যান্ড গ্রিন টি হারবাল ফুট ক্র্যাক ক্রিম,৫০ গ্রাম
খাদির এই ক্রিমটা আপনি নিয়ম করে ব্যবহার করলে কিন্তু পা ফাটার সমস্যা অনেকটাই কমবে।আর যারা হারবাল প্রোডাক্ট ব্যবহার করতে চান,তাঁদের জন্য এই ক্রিমটা কিন্তু বেস্ট অপশন।
দাম ১৪০/-
২. হিমালয়া ওয়েলনেস ফুট কেয়ার ক্রিম,৫০ গ্রাম
হিমালয়ার এই ক্রিম কিন্তু পুরোপুরি হারবাল।তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
দাম ১২১/-
৩. ক্র্যাক ক্রিম,২৫ গ্রাম
৭টা দারুণ হার্বস দিয়ে তৈরি এই ক্রিম কিন্তু আপনার ফাটা পা থেকে আপনাকে কয়েকদিনেই মুক্তি দিতে পারে।বেশ কম দাম।
দাম ৮০/-
৪. পতঞ্জলি ক্র্যাক হিল ক্রিম,৫০ গ্রাম
পতঞ্জলির ক্র্যাক হিল ক্রিম কিন্তু এখন মার্কেটে দারুণ হিট।ট্রাই করে দেখবেন নাকি আপনিও?
দাম ৬০/-
৫. বডি হারবালস লেমন ফুট ক্রিম ফর রাফ অ্যান্ড ক্র্যাকড হিল,১০০ গ্রাম
শিয়া বাটার,বি ওয়াক্স আর লেবুর এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি এই ক্রিম কিন্তু আপনার পা ফাটাকে এক নিমেষে সারিয়ে দিতে পারে।খুব কম দামেই অ্যামাজনে পেয়ে যাবেন।
দাম ৩৯৯/-
৬. ফিট আপ অ্যাডভান্সড ক্র্যাকড হিল রিপেয়ার ফুট ক্রিম,৭৫ মি.লি.
আপনার যে কোনো রকম স্কিনের জন্য এই ক্রিম কিন্তু পারফেক্ট।
দাম ৩৭৬/-
এবার ক্রিম আর ঘরোয়া টোটকায় আপনার ফাটা পা-কে এই শীতে সারিয়ে তুলুন সহজে,আর মোজা পরে নয়,এবার না হয় মোজা ছাড়াই স্টাইল জমুক।
মন্তব্য করুন