মুসুর ডাল খাওয়ার সাথে সাথে মুখেও মাখুন— কি হলো অবাক হচ্ছেন? আপনি কি জানেন মুসুর ডাল মুখে মেখে মাত্র ১০ থেকে ১৫ দিনে আপনি পেয়ে যেতে পারেন উজ্জ্বল ও সুন্দর ত্বক| বিশ্বাস হচ্ছে না তো? আপনার সব প্রশ্নের উত্তর পাবেন আজকের লেখায়| সামনেই পুজো তাই আপনার রূপচর্চার কথা মাথায় রেখে আজ থাকছে মুসুর ডালের অত্যন্ত সহজ এবং কার্যকরী ৫ টি ফেস প্যাক| আমাদের ত্বক যেমন আলাদা হয় তেমনি ত্বকের সমস্যা গুলিও আলাদা| আপনার প্রয়োজন মত ফেস প্যাকটি বেছে নিন ও মাত্র কয়েক দিনের মধ্যেই সুন্দর উজ্জ্বল ত্বক পেয়ে যান|
১. আন্টি ট্যান ফেস প্যাক
• উপকরণ
মুসুর ডাল ১/২ কাপ, কাঁচা দুধ ১/২ কাপ।
• পদ্ধতি
প্রয়োজন মতো মুসুরির ডালকে ধুয়ে নিয়ে একটি পাত্রে সারা রাত ভিজিয়ে রাখুন। সকাল হলে জলে ভেজানো মুসুর ডাল ভালো করে বেটে মসৃন পেস্টের মতো বানিয়ে নিন। এবার ১/২ কাপ ঠান্ডা কাঁচা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভালো করে মুখে ও গলার অংশে মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি অত্যন্ত উপকারী আন্টি ট্যান ফেস প্যাক। এছাড়া এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করলে স্কিন কমপ্লেকশন উজ্জ্বল হয়।
২. আন্টি ট্যান ও ডিপ ক্লিনসিং ফেস প্যাক
• উপকরণ
মুসুর ডাল ২ বড় চামচ, ব্যাসন ১ বড় চামচ, দই ১ বড় চামচ|
• পদ্ধতি
পরিমান মত মুসুর ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে নিয়ে বেটে তার সাথে ১ বড় চামচ ব্যসন ও ১ বড় চামচ দই ভালো করে মিশিয়ে নিন| এবার এই মিশ্রণটি মুখে ও গলার অংশে লাগিয়ে নিন| মিশ্রণটি আপনার মুখে পুরোপুরি শুকিয়ে গেলে হাতে অল্প জল নিয়ে ভালো করে হালকা করে ঘষে ফেস প্যাকটি তুলে ফেলুন| এতে আপনার ত্বক গভীর ভাবে পরিষ্কার হয় ও ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার হয় এছাড়া সান ট্যান থাকলে তা উঠে যায় এবং ত্বক উজ্জল বা জেল্লাদার হয়ে ওঠে| মুখের সাথে সাথে শরীরের অন্য অংশে ট্যান হলে এই ফেস প্যাক ব্যবহার করতেই পারেন| সপ্তাহে ৩ দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন|
৩. স্কিন টোন হালকা করার ফেসপ্যাক
• উপকরণ
মুসুর ডাল ৩ বড় চামচ, ঘি ২ বড় চামচ|
• পদ্ধতি
এই ফেস প্যাকটি আমাদের ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করে এবং গভীরে গিয়ে ত্বককে পরিষ্কার করে। এর ফলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায় এবং স্কিন টোন হালকা হয়| এই ফেস প্যাকটি বানানোর জন্য আপনাকে আগে থেকে ভিজিয়ে বেটে রাখা মুসুর ডালের সাথে ২ চামচ ঘি মিশিয়ে নিতে হবে| এক্ষেত্রে বাড়িতে তৈরী ঘি বেশি কার্যকরী| মিশ্রণটি মেখে ১৫ মিনিট রেখে হালকা করে ঘষে তুলে ফেলুন এবং জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন| এই ফেস প্যাক আপনি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারেন|
৪. ডেড সেল ক্লিনসিং ফেস প্যাক
• উপকরণ
মুসুর ডাল পাউডার ৩-৪ চামচ, মধু ৩ চামচ|
• পদ্ধতি
২ থেকে ৩ চামচ মুসুর ডাল পাউডার এর সাথে ৩ হেকে ৪ চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি মুখে ও গলার অংশে ভালো করে মেখে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা করে ঘষে ফেসপ্যাকটি তুলে ফেলুন। এরপর ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি আমাদের ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে। এর ফলে আমাদের ত্বক জেল্লাদার ওঠে। এছাড়া এটি ত্বককে মসৃন করে। এই ফেসপ্যাক টি আপনি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে পারেন|
৫. মুখের কালো ছোপ দূর করার ফেসপ্যাক :
• উপকরণ
মুসুর ডাল ৩-৪ চামচ ,দুধ ১/২ কাপ এবং আলমন্ড অয়েল ৪-৫ ড্রপ|
• পদ্ধতি
মুখের কালো ছোপ আমাদের সৌন্দর্য্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই ফেসপ্যাক টি আমাদের এই সমস্যার সমাধান করার সাথে সাথে ত্বকের উজ্জলতাও বাড়িয়ে তোলে। ৩-৪ চামচ মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে বেটে রাখুন। এবার তার সাথে ১/২ কাপ দুধ ও ৩ থেকে ৪-৫ ফোঁটা আলমন্ড অয়েল মিশিয়ে নিন। এই ফেস প্যাকটি মেখে ২০ মিনিট পর হাতে অল্প জল নিয়ে হালকা করে ঘষে মুখ পরিষ্কার করুন। যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তারা আলমন্ড অয়েল এর পরিবর্তে গোলাপ জল ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাক আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন|
দেখছেন তো কত সহজ এখন উজ্জল ত্বক পাওয়া| হাতের কাছে এমন সহজ উপায় রয়েছে আর আপনি ছুটছেন পার্লারে| ত্বকের ধরন অনুযায়ী ফেস প্যাক গুলি বেছে নিন| এগুলি প্রত্যেকটি অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক এবং সব রকম ত্বকের জন্য প্রযোজ্য| কিন্তু এগুলি ব্যবহার করার পরও যদি কোনো ফল না পান বা কোনো রকম ত্বকের সমস্যা হয় তবে অবিলম্বেই চিকিৎসকের পরামর্শ নিন| তবে পুজো আসতে কিন্তু আর মাত্র কয়েকটি দিন তাই নজরকারা সৌন্দর্য পেতে আজ থেকেই শুরু করুন রূপচর্চা আর আপনার সঙ্গী হোক মুসুর ডাল|
মন্তব্য করুন