এখন আমরা বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাই। কাজের সময় বাদেও অনেকটা সময় আমাদের হাতে থেকে যায় এখন। এছাড়া যেহেতু কলেজ এখন বন্ধ তাই ছাত্রদের হাতেও অনেক সময়। এই অতিরিক্ত সময় আমরা যদি কোনও কোর্স করে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। এতে যেমন নতুন জিনিস শেখা হবে, তেমনই আমাদের কাছে সিভিতে যোগ করার জন্য একটা অতিরিক্ত জিনিস হয়ে যাবে। আজকের প্রতিযোগিতামূলক বাজারে এর দাম কিন্তু বেশ অনেক।
১. ল্যাঙ্গুয়েজ কোর্স
বাংলা, ইংরেজি ছাড়াও অনেক ভাষা আছে যেগুলি আমাদের অনেক কাজে আসতে পারে। আমরা সেরকম কিছু ভাষা কিন্তু অনলাইনে শিখে নিতে পারি। এর মধ্যে বিদেশী ভাষা শেখার গুরুত্ব অনেক বেশি। জার্মান, স্প্যানিশ, চাইনিজ, রাশিয়ান এই ভাষাগুলির চাহিদা খুব বেশি। আপনি এগুলির মধ্যে অন্তত একটিও যদি শিখে নিতে পারেন তাহলে আপনি অন্য কাউকে সেটি শেখাতে পারবেন। যেহেতু খুব বেশি লোক এই ভাষা শেখেন না তাই আপনি ভালই অর্থ পেতে পারেন। অনেক বিদেশি কোম্পানি এই ভাষা জানা থাকলে বিদেশে চাকরি দেয়। সেক্ষেত্রেও ভালই বেতন থাকে। অনেক সময়ে অনুবাদের কাজেও খুব ভাল এগিয়ে যাওয়া যায়।
২. ডিজিটাল মার্কেটিং কোর্স
এখন ডিজিটালের যুগ। আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে এই বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আপনি কেন একটা এই কোর্স করে নেবেন না! মূলত মার্কেটিং বা অ্যাডভারটাইসমেন্টের ওপর এই কোর্স হয়। আমরা তো জানি যে আজকের দিনে সব কিছু চলে মার্কেটিং-এর ওপর। এই কোর্স করা থাকলে বিভিন্ন অ্যাড এজেন্সি আপনাকে ডাকতে পারে কাজের জন্য।
৩. ডেটা সায়েন্স কোর্স
বলা হয়, আজকের দিনে নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ডেটা বা তথ্য। এটি নাকি আমাদের আজকের দুনিয়ার মূল চালিকা শক্তি। এই ডেটা কীভাবে আধুনিক পদ্ধতিতে ব্যবহার করা যায়, তার শিক্ষা নিয়ে রাখলেও কিন্তু আজকের দিনে বেশ কাজের কাজ হবে। কিছু বেসিক জিনিস আপনি শিখে নিতেই পারেন। যেমন ধরুন পাইথন, ডেটা অ্যানালিসিস, মেশিন লার্নিং এগুলি জানলে অনেক বিজনেস হাউজে আপনি প্রথম কাজ শুরু করতে পারেন, অন্তত ইন্টার্ন হিসেবে তো বটেই।
৪. ফাইনান্স ম্যানেজমেন্ট কোর্স
আপনার যদি নিজস্ব ছোট ব্যবসা থাকে তাহলে এই কোর্স করে নিতে পারেন। শুনতে ভারী মনে হলেই কোর্সটি কিন্তু ফাইনান্স বা মানি ম্যানেজমেন্টের বেসিক কিছু শিক্ষা আপনাকে দিয়ে দেবে। নতুন নতুন কিছু পদ্ধতি বা বলা ভাল নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি মানি, তার মুলো আর ম্যানেজ করা শিখে যাবেন। এতে ব্যবসার স্ট্র্যাটেজি সাজাতে অনেক সুবিধে হবে।
৫. কনটেন্ট রাইটিং
এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা নিতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আমাদের প্রোডাক্ট তাঁদের কাছে পৌঁছে দিতে হবে। ডিজিটাল মাধ্যম হোক বা মার্কেটিং, যে কোনও ভাবেই এই কাজ করতে যাই না কেন, কন্টেন্ট আমাদের লাগবেই। তাই মাল্টি ন্যাশনাল কোম্পানি আজকাল কন্টেন্ট রাইটার বেশি খোঁজেন। আপনি এতদিন হয়ত টুকটাক কন্টেন্ট লিখেছেন। কিন্তু কীভাবে কি কি শব্দ বা কি ওয়ার্ড যোগ করলে আপনার লেখা সবার ওপরে আসবে, এ.সি.ও কীভাবে দেবেন এই সব শিখে নিলে আপনার প্রফেশনালিজম অনেক বেড়ে যাবে।
৬. প্রোগ্রামিং কোর্স
আপনি কম্পিউটার নিয়ে হয়তো পড়াশোনা করেছেন। ভাল আইটি কোম্পানিতে কর্মরত। কিন্তু লে-অফ হওয়ার ভয় তো সবারই আছে, বিশেষ করে এই করোনার আর্থিক মন্দার সময়ে। অন্য এমপ্লয়িদের থেকে আপনাকে তাই এগিয়ে থাকতে হবে। আর এগিয়ে থাকার জন্য করে নিন প্রোগ্রামিং কোর্স। ওয়েবের নানা রকম কাজ আরও আধুনিক পদ্ধতির মাধ্যমে কীভাবে করা যায় সেটাও জেনে যাবেন।
৭. গ্রাফিক ডিজাইনিং কোর্স
যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, সঙ্গে যদি থাকে কম্পিউটারে কাজ করার খানিক দক্ষতা তাহলে এই কোর্স আপনার জন্য। এই কোর্সের মাধ্যমে শিক্ষা নিয়ে আপনি হয়তো কোনও বিখ্যাত কোম্পানির লোগো ডিজাইন করলেন। আপনি হয়তো কোনও বিশেষ অ্যাজেন্ডার পোস্টার তৈরি করলেন। এতে কিন্তু সুনাম আর অর্থ দুইই ভাল আসে। বিশেষ করে বিদেশে কিন্তু খুব চল এই সবের।
৮. ডিজিটাল জার্নালিজম
জার্নালিজম কোর্স তো অনেকেই করেন। কিন্তু যেহেতু প্রিন্ট মিডিয়ার থেকেও এখন বেশি চল ডিজিটাল মিডিয়ার, তাই এই বিষয়ে একটু জ্ঞান থাকা উচিত। তাই ডিজিটাল জার্নালিজমের কোর্স করে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন অনেকে থমসন রয়টার্স থেকে এই কোর্স করছে। এটি করা থাকলে ডিজিটাল মিডিয়ায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
৯. প্যারেন্টিং স্কিল কোর্স
এতদিন তো সারাদিন বাইরে থেকে বিকেলে বাড়ি ফিরে ছোট বাচ্চাকে সামলে হয়ে গেছে। কিন্তু এখন তো আপনার সন্তানও বাড়িতে, আপনিও বাড়িতে। আর তাতেই সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন। কত নতুন নতুন বিষয় জানতে পারছেন আপনার সন্তান সম্বন্ধে যা কিভাবে সামলাবেন হয়তো বুঝতে পারছেন না। এই কোর্স আপনাকে জানাবে বাচ্চার বয়সের কোন স্টেজে আপনাকে কীভাবে মিশতে হবে বাচ্চার সঙ্গে, কীভাবে তার মন বুঝতে হবে। এই নিয়ে বিদেশে অনেক কাজ হয়। সেই সব কিছুর সঙ্গেও পরিচিত হবেন। প্যারেন্টিং কিন্তু একটা আর্ট, অন্তত আজকের দিনে। তাই এটি শিখে নিন।
১০. এসডিজি কোর্স
এসডিজি কথার অর্থ হল সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল। আমাদের গোটা বিশ্ব এখন এই নিয়ে চিন্তিত। কি করে আমরা আমাদের পরিবেশ বাঁচিয়ে রাখব, দূষণ কম করব, সার্বিক উন্নতি ঘটাব আমাদের চারপাশের সেই নিয়ে সবাই চিন্তিত। আপনি যদি এই বিষয়ের সঙ্গে পরিচিত না হন তাহলে আপনি কিন্তু সচেতন নাগরিক হলেন না। এই কোর্স করুন আর আপনার চারপাশ কীভাবে সুন্দর করা যায় তার পাঠ নিন।
এই দশটি কোর্সের মধ্যে অনেকগুলিই বিনামূল্যে করা যায়। টাকা লাগলেও খুব বেশি লাগবে না। কিন্তু এই কোর্সের মাধ্যমে আপনি যা শিখবেন তা কিন্তু আপনার চলার পথ অনেক সুগম করবে।
মন্তব্য করুন