আজকাল বুঝি আয়নার সামনে দাঁড়িয়ে টের পাচ্ছেন যে আপনার বয়স বাড়ছে? গালের ত্বক কুঁচকে যাচ্ছে? বা আপনার অ্যাদ্দিনের মাখনের মতো টানটান ত্বকে বলিরেখা পড়ছে? ত্বকের উজ্জ্বলতা কমে আসছে? চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে তো? উঁহু, চাপ নেবেন না, টেনশনেরও কোনো কারণ নেই। ত্বকের যত্ন নিন ভালো করে। আজকের দেওয়া টিপস ট্রাই করুন আর পান মাখনের মত নরম ত্বক।
বেসন ফেস মাস্ক
বেসন ফেস্ক মাস্ক আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এটি যেকোনো রকম স্কিনের জন্যই খুব ভালো এবং কার্যকরী।
উপাদান
বেসন ২ চামচ, মধু ১ চামচ, নারকেল তেল ১ চামচ, কাঁচা হলুদ বাটা ১/২ চামচ, দুধ ২ চামচ।
পদ্ধতি
একটি পাত্রে পরিমান মত নারকেল তেল, বেসন, হলুদ, দুধ ও মধু ভালো করে মিশিয়ে ফেস মাস্কটি তৈরী করুন। প্রথমে মুখ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর ফেস মাস্কটি মেখে নিন। ২০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনি সপ্তাহে প্রতিদিনই ব্যবহার করতে পারেন ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে।
পটেটো ফেস মাস্ক
পটেটো ফেস মাস্কটি কিন্তু প্রাকৃতিক ব্লিচ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তাই চটজলদি উজ্জ্বল ত্বক চাইলে এই ফেস মাস্ক কিন্তু খুব কার্যকরী।
উপাদান
আলু একটি মাঝারি মাপের, গোলাপ জল ৪ চামচ, লেবুর রস ১ চামচ, মধু ১ চামচ।
পদ্ধতি
এটি মাঝারি মাপের আলুকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে গোলাপ জল সমেত মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এর সাথে পরিমান মত মধু ও লেবুর রস মিশিয়ে ফেস মাস্কটি বানিয়ে ফেলুন। আপনার ত্বক যদি খুব বেশি ড্রাই হয় তাহলে লেবু ব্যবহার না করাই ভালো। আর ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে মধু ব্যবহার না করলেও চলবে। এবার এই মাস্কটি মুখে মেখে রাখুন ১৫ মিনিট। আপনার মুখে যদি কোনো রকম সেন্সেশন হয় তাহলে ভয় পাবার কিছু নেই। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন এই মাস্ক ব্যবহার করা যেতে পারে।
রাইস ফ্লাওয়ার ফেস মাস্ক
আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রাইস ফ্লাওয়ার বা চালের আটা কিন্তু খুব উপকারী এবং কার্যকরী। এই ফেস মাস্ক নতুন সেল প্রোডাকশনে সাহায্য করে এবং কোলাজেনকে ইমপ্রুভ করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। রাইস ফ্লাওয়ার বাজারেই কিনতে পাওয়া যায়।
উপাদান
চালের আটা বা রাইস ফ্লাওয়ার ১ বড়ো চামচ, আটা ৩ বড়ো চামচ, ২ চামচ দুধ, একটি মাঝারি সাইজের টম্যাটোর জুস।
পদ্ধতি
প্রথমে একটি টম্যাটো মিক্সিতে দিয়ে জুস বের করে নিতে হবে। একটি পাত্রে পরিমান মত রাইস ফ্লাওয়ার, আটা ও দুধ নিয়ে তার সাথে টম্যাটোর জুস মিশিয়ে স্মুদ পেস্ট মত বানিয়ে নিন। এবার ভালো করে মুখ ধুয়ে মুখে এই ফেস মাস্কটি লাগান। পুরোপুরি শুকিয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৪ দিন ব্যবহার করলে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন।
এবার দেরী না করে শিগগিরি অ্যাপ্লাই করা শুরু করুন এই মারাত্মক টোটকা। দেখবেন ত্বকের উজ্জলতা বাড়বে সাথে সাথে কুঁচকোনো গালের দুঃখ ভুলে আবার আনন্দে আয়নার সামনে মেকআপ করবেন জলদি।
মন্তব্য করুন