আগের পর্বে আমরা বিশেষত তৈলাক্ত ত্বক, ব্রনর সমস্যায় উপকারি কিছু প্যাক দেখে ছিলাম। আজ দেখবো শুষ্ক, সেনসিটিভ ত্বকের জন্য কিছু উপকারি প্যাক। ত্বক শুষ্ক হলে নানান সমস্যা হয় ত্বক একেবারে প্রাণহীন হয়ে পরে। স্বাভাবিক উজ্জ্বলতা চলে যায়। তাই আজ শেয়ার করব এমন কিছু ফেস প্যাক যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা করতে কার্যকরী।
পেঁপে ও মধুর প্যাক
প্রথমে কয়েক টুকরো পাকা পেঁপে নাও। এর সঙ্গে যোগ কর এক থেকে দুচামচ কাঁচা দুধ ও একচামচ মধু। ভালো করে পেস্ট বানিয়ে পুরো মুখে লাগাও। তারপর ২০ মিনিট মত রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেল। সপ্তাহে দুবার করলেই দেখবে, ত্বকের শুষ্কতা কমবে। ত্বক অনেক বেশি নরম ও কোমল থাকবে।
পেঁপে ও লেবুর প্যাক
স্কিন একদম ব্রাইট নয়? চিন্তা নেই, কয়েকটি পাকা পেঁপে ও একচামচ লেবুর রস ভালো করে মিশিয়ে পেস্ট বানাও। এবার এই পেস্টটা পুরো মুখে লাগাও। ১০ মিনিট রেখে ধুয়ে ফেল। এটা সপ্তাহে দু থেকে তিন দিন করতে পার। স্কিন ব্রাইট হবে। এছাড়াও ব্ল্যাক স্পট থাকলেও এটি থেকে উপকার পাবে।
পেঁপে ও অ্যাভোকাডোর প্যাক
শুষ্ক ত্বক হলে ত্বক প্রাণহীন হয়ে যায়। স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। কিন্তু উজ্জ্বল ত্বক পেতে তো সবারই ইচ্ছা করে তাইনা। এর জন্য কয়েক টুকরো পাকা পেঁপে ও অ্যাভোকাডোর পেস্ট বানাও। তারপর সেটি মুখে লাগিয়ে রাখো ১৫ থেকে ২০ মিনিট। সপ্তাহে দুদিন কর। ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হবে।
পেঁপে ও চন্দনের প্যাক
ত্বক ভেতর থেকে ফর্সা করতে, কয়েক টুকরো পাকা পেঁপের সঙ্গে যোগ কর চন্দন পাউডার। ঘন পেস্ট বানাও। এটি লাগিয়ে রাখো ১০ থেকে ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলো। ভালো ফল পেতে এটি সপ্তাহে দু থেকে তিন করতে পার। ত্বক শুধু ফর্সাই নয় উজ্জ্বলও করবে।
পেঁপে ও কাঠ বাদামের প্যাক
ত্বককে ফর্সা উজ্জ্বল করতে আরেকটি উপকারি প্যাক হল পেঁপে ও কাঠ বাদামের প্যাক। এর জন্য কয়েকটি কাঠ বাদাম গুড়ো করে কাঁচা দুধে মেশাও। এবার এই পেস্টে যোগ কর পাকা পেঁপের পাল্প। ঘন পেস্ট বানিয়ে মুখে লাগাও। ২০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলো। প্যাকটি লাগাবার পর একটা ইনস্ট্যান্ট গ্লো চোখে পড়বে।
পেঁপে ও অ্যালভেরার প্যাক
যাদের সেনসিটিভ স্কিন তাদের খুব সমস্যায় পড়তে হয়। তাদের জন্য, প্রথমে কয়েকটি পাকা পেঁপের টুকরো নিয়ে তাতে একচামচ লেবুর রস মেশাও। পেস্ট বানিয়ে প্রথমে মুখে এটি দু থেকে তিন মিনিট হালকা হাতে ম্যাসাজ কর। তারপর এটি লাগিয়ে রাখো ১৫ থেকে ২০ মিনিট। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলো। এতে ত্বক যেমন পরিষ্কার হবে, তেমনি সেনসিটিভ ত্বকের বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও বেশ উপকারি।
পেঁপে কলা ও শসার প্যাক
কয়েক টুকরো পাকা পেঁপে, শসা ও কলা নিয়ে ভালো করে পেস্ট বানান। তারপর এটি মুখে ও গলায় ভালো করে লাগিয়ে রাখো ১৫ মিনিট। তারপর প্রথমে একটু হালকা গরম জলে ধুয়ে, তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নাও। এতে ত্বক কোমল নরম হবে। এবং অ্যান্টি এজিং হিসাবেও কাজ করে। এছাড়াও যদি ট্যান পরে যায় তাহলেও এই প্যাকটি উপকারি।
পেঁপে, আপেল, দই ও কলার প্যাক
কয়েক টুকরো পাকা পেঁপে, কলা, আপেলের পেস্ট বানাও। তারপর এতে যোগ কর দুচামচ দই। ভালো করে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখো ২০ মিনিট মত। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলো। এটি ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো আনবে। এটি সব ধরনের ত্বকের জন্যই উপকারি। তবে সেনসিটিভ ত্বকের জন্য বেশি উপকারি।
এই সব কটি ফেস প্যাকই বেশ উপকারি। সপ্তাহে দু থেকে তিন দিন কর খুব ভালো ফল পাবার জন্য। সামনেই তো পূজো তাই ত্বককে সুন্দরতো রাখতেই হবে তাইনা। তাই এখন থেকেই শুরু করে দাও প্রস্তুতি।
মন্তব্য করুন