বাইরে যাওয়ার সময় যে ভয়টি আপনার মনে সবচেয়ে বেশি কাজ করে, তা নিশ্চয়ই আপনার প্রিয় ত্বকখানি রোদে পুড়ে যাওয়ার ভয়? আর ত্বকে সেই কালো ছোপ বা সান ট্যান যদি পড়েই যায়, তাহলে তো মহা সমস্যা!
আপনি যদি খুব ব্যস্ত নারী হয়ে থাকেন, ঘর-সংসারের যাবতীয় সকল কাজ থাকে আপনার ঘাড়ে-তাহলে নিশ্চয়ই রোজ রোজ পার্লারে দৌড়ানোর মতো সময় আপনার হাতে থাকে না! আর আপনি কর্মজীবি নারী হয়ে থাকলে তো কথাই নেই! তাই আমি আজ আপনাকে বলে দিচ্ছি খুব সহজ ৫টি উপায়, যেগুলো ট্রাই করে ঘরে বসেই আপনি সারিয়ে তুলতে পারেন আপনার শত্রু সান ট্যানকে!
ঘরে বসে সান ট্যান দূর করুন মাত্র ৫টি উপায়ে
বাইরে ঘুরে ঘুরে রোদে পুড়ে গেছেন?কালো দাগছোপ পড়ে গেছে আপনার প্রিয় ত্বকটিতে?তাহলে এই লেখাটি আজ আমি লিখছি শুধুমাত্র আপনার জন্যই!
১.আলুর রস দূর করবে ত্বকের পোড়া দাগ
ত্বকের পোড়া ও কালচে দাগ দূর করতে আলুর রস খুবই কার্যকরী।
উপকরণ:
একটা আলুর কিছু টুকরো।
পদ্ধতি:
আলু স্ম্যাশ করে সেটা মুখ ও হাতে লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।উজ্জ্বল হয়ে উঠবে আপনার ত্বক কদিনের মধ্যেই।
২.সান ট্যান সরাতে পারে লেবুর রস ও মধু
এটি কিন্তু খুব ভালোভাবে কাজ করে।সান ট্যান এক্কেবারে ভ্যানিশ হয়ে যাবে।
উপকরণ:
৫-৬ চামচ লেবুর রস,২ চামচ মধু।
পদ্ধতি:
লেবুর রসের সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণটি মুখে,গলায় ও হাতে মেখে রাখুন।১০/১৫ মিনিট পর তা ঠান্ডা পানি দিয়ে ধুরে ফেলুন। এটি আপনার ত্বকের সান ট্যানকে দূরই করবে না,বরং প্রাকৃতিকভাবে ব্লিচিং এর কাজ করে এটি আপনার ত্বককেও করে তুলবে উজ্জ্বল ও কোমল।
৩.দ্রুত সান ট্যান সরাতে চাইলে মাখতে পারেন টকদই
ত্বকে একবার কালো ছোপ বা পোড়া দাগ পড়ে গেলে তা সহজে সারানো কঠিন।তবে সেই কঠিন কাজটিই আপনার জন্য সহজ করে দিতে পারে প্রাকৃতিক ব্লিচিং এর উপাদান সমৃদ্ধ টকদই।
উপকরণ:
২ চামচ টকদই।
পদ্ধতি:
প্রতিদিন রাতে ঘুমোবার আগে সারা মুখে টকদই মেখে নিন।১৫/২০ মিনিট পর তা ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিন।অল্প কিছুদিনের মধ্যেই আপনি নিজেই নিজের ত্বকের পরিবর্তন দেখতে পাবেন।
৪.ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল
ত্বকের পোড়া ভাব দূর করতে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।
উপকরণ:
৪-৫ চামচ অ্যালোভেরা জেল।
পদ্ধতি:
অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়ে তা আগেই ফ্রিজে রেখে দিন। এরপর বাসায় ফিরে সেই জেল মুখে লাগিয়ে রাখুন অন্তত ১০ মিনিট। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।এতে রোদে পোড়া ত্বকের কালচে দাগই শুধু দূর হবে না,বরং আপনার ত্বকও হয়ে উঠবে কোমল,মসৃণ আর উজ্জ্বল।
৫.দুধ এবং দুধের সর সান ট্যান সরাতে কার্যকরী
সান ট্যান সরাতে অন্যতম কার্যকরী ভূমিকা রাখে দুধ।
উপকরণ:
১টা ছোট কাপ দুধ,তুলা।
পদ্ধতি:
রাতের বেলায় টুকরো তুলায় করে সামান্য ঠান্ডা দুধ কিংবা দুধের সর পুরো মুখে লাগিয়ে রাখুন।২০ মিনিট পর সেটি ধুয়ে ফেলুন।আপনার ত্বক থেকে পোড়া কালচে ভাব দূর হবে কিছুদিনের মধ্যেই।
তাহলে জেনে নিলেন তো,কী করে ঘরে বসেই আপনি সরিয়ে দিতে পারেন আপনার প্রিয় ত্বক থেকে সান ট্যানের কালো দাগ!তবে শুধু এই ৫টি উপায়ই নয়।আরও নানা ঘরোয়া উপাদান দিয়েও আপনি সান ট্যান সরিয়ে ফেলতে পারেন।যেমন টম্যাটো পেস্ট,শসার রস,কাঁচা পেপের পেস্ট, পুদিনা পাতার রস,ভিনিগার এমনকি চায়ের লিকার নিয়মিতভাবে মুখে মাখলেও সান ট্যান দূর হবে।
এছাড়া প্রতিদিন অন্তত দুবার করে গোসল করুন ঠান্ডা পানি দিয়ে।আর হ্যা, বাইরে যাওয়ার সময় কড়া রোদ যেন আপনার ত্বকে খুব বেশি একটা ক্ষতি করতে না পারে,সেজন্য ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না যেন!তাহলে এখন থেকে নিশ্চয়ই আর সান ট্যানের দুশ্চিন্তায় ঘরে বসে থাকবেন না?
মন্তব্য করুন