সরকারী চাকরী করতে তো সবাই চায়। কিন্তু ঠিক কোন ধরণের চাকরী করবেন ভেবেছেন? অনেক ধরণের ডিপার্টমেন্টই তো আছে যেখানে চাকরীর জন্য আপনি আবেদন করতে পারেন। ভেবে দেখুন তো আপনি যদি ব্যাঙ্কে কাজ করতে পারেন! খুব ভালো হয় তাই না! কিন্তু আপনি এটাও ভাবছেন যে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও তো খুবই কঠিন। তার থেকে অন্য কোনো চাকরী দেখা যাক। আমি বলবো, না। ব্যাঙ্কের পরীক্ষার জন্যই আপনি প্রস্তুতি নেবেন আর সুযোগও পাবেন। শুধু আজকের টিপস অনুযায়ী চলুন।
কী কী পোস্টের জন্য পরীক্ষা দিতে পারেন?
ব্যাঙ্কে বেশ কিছু পোস্ট আছে যার জন্য আপনি আবেদন করতেই পারেন। ধাপে ধাপে আপনার বেতনও বাড়বে। কিন্তু শুরুতেই যে কোনো নতুন চাকরীতে নিযুক্ত ব্যক্তি মূলত তিনটি ক্ষেত্রে ব্যাঙ্কে কাজ করতে পারবেন। যেমন ক্লার্ক (Clerk) বা সিঙ্গল উইনডো অপারেটর (Single Window Operator), প্রবেশনারি অফিসার (Probationary Officer) আর স্পেশালিস্ট অফিসার (Specialist Officer)। কিন্তু আস্তে আস্তে যোগ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার পদোন্নতিও হবে।
কী কী থাকে পরীক্ষায়?
মূলত তিনটি ধাপে পরীক্ষা হয়, প্রিলিমিনারি, মেইন আর ইন্টারভিউ। প্রিলিমিনারির ক্ষেত্রে থাকে যেমন English Language, Quantitative Ability আর Reasoning। আবার মেইনের ক্ষেত্রে যুক্ত হয় General Awareness আর Computer Aptitude। তাহলে বুঝতেই পারছেন তো পরীক্ষা কতখানি কঠিন হতে চলেছে। তাই এবার জমিয়ে প্রস্তুতি নিন। কীভাবে নেবেন? সেটাই তো জানাবো আজ।
প্রস্তুতি নেওয়ার হাল-হকিকত
পরীক্ষার সিলেবাস যেমন দেখলেন, তাতে বুঝতেই পারছেন যে প্রস্তুতি ঠিক কী পর্যায়ে নিতে হবে। খুবই মন দিয়ে নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আসুন কয়েকটি পদ্ধতি বলে দিই।
আগের বছরের প্রশ্ন দেখুন
প্রস্তুতি শুরুর আগে তো কীভাবে কী জন্য প্রস্তুতি নেবেন তা দেখতে হবে। তাই আগের বছরের প্রশ্ন ভালো ভাবে দেখুন। কী প্যাটার্নে প্রশ্ন হয় সেটা দেখুন। তাহলেই তো বুঝতে পারবেন আপনাকে ঠিক কীসের জন্য প্রস্তুতি নিতে হবে।
ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য প্রস্তুতি
আপনি সেই ছোট থেকেই ইংরাজি পড়ে আসছেন। ভাবতেই পারেন তাও আলাদা করে আবার কেন ইংরাজি পড়বো। কিন্তু চাকরীর পরীক্ষার জন্য আপনাকে আলাদা করে ইংরাজির দিকে নজর দিতে হবে। আপনাকে রোজ ইংরাজি সংবাদপত্র পড়তে হবে। ব্যাকরণের দিক থেকে ইডিয়ম, প্রিপোজিশন এই সব দেখতে হবে আর এইসব রোজ অভ্যেস করতে হবে।
রিজনিং-এর জন্য প্রস্তুতি
রিজনিং শুধু ব্যাঙ্ক নয়, যে কোনো সরকারী চাকরীর পরীক্ষায় দরকার হয়। তাই আপনি একটা ভালো রিজনিং-এর বই কিনে রোজ নির্দিষ্ট সময় ধরে অভ্যেস করতে থাকুন। আর রোজই ঘড়ি দেখে সময় আস্তে আস্তে কমিয়ে আনুন। মানে স্পিড বাড়ান। পরীক্ষার হলে এতে আপনার সুবিধা হবে।
জেনারেল নলেজের জন্য প্রস্তুতি
সত্যি কথা বলতে কি, এর জন্য আপনার স্বল্পকালীন প্রস্তুতি বা নির্দিষ্টকালীন প্রস্তুতি যথেষ্ট নয়। আপনাকে অনেক বছর ধরে এই বিষয়টা রপ্ত করতে হবে। তার সঙ্গে আপডেটেড থাকার জন্য রোজ তো সংবাদপত্র পড়তেই হবে। সংবাদপত্র থেকে দরকারী ঘটনা একটা খাতায় টুকে রাখুন আর রোজ দেখুন। এটা আপনাকে সাহায্য করবে।
অনেকে বলেন সরকারী চাকরীর পরীক্ষা নাকি খুবই কঠিন। আমি বলবো একটু কষ্ট করে সময় দিন বেশী করে প্রস্তুতিকে। অন্য কিছু না হয় খানিক সরিয়ে রাখুন। দেখবেন এমন কিছু কঠিন নয় পাওয়া ব্যাঙ্কের চাকরী।
মন্তব্য করুন