গ্রহণ জিনিসটি সম্পূর্ণই বৈজ্ঞানিক। কিন্তু যারা শাস্ত্রে বিশ্বাসী তারা বরাবরই বলে এসেছেন গ্রহণ খুব একটা শুভ ফল দেয় না। তার ওপর এই গ্রহণ আবার বেশ খারাপ। তাই আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিৎ ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ ২১শে জু, সেই সূর্য গ্রহণের প্রভাব কোন রাশির ওপর কীভাবে পড়ছে।
এই সূর্যগ্রহণ নিয়ে কিছু বিশেষ তথ্য
গ্রহণের কারণ নিয়ে পুরাণ বা শাস্ত্র কি বলছে তা আমরা সবাই মোটামুটি জানি। রাহু আর কেতু সূর্য আর চাঁদকে অভিশাপ দেওয়ার জন্যই তাদের গ্রহণ লাগে। আমাদের প্রাণের কারক গ্রহ রবি বা সূর্য আর মনের কারক গ্রহ চন্দ্র এই সময় তাই দুর্বল হয়ে যায়। তাই এই গ্রহণের প্রভাব কি হতে পারে সেটা জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম জ্যোতিষাচার্য পুরুষোত্তম গৌড় আর অঙ্ক জ্যোতিষ আর বাস্তু বিশেষজ্ঞ সুরভি গুপ্তার সঙ্গে।
জ্যোতিষ পরিষদ আর শোধ সংস্থানের নির্দেশক পুরুষোত্তম গৌড় বলেন, এই গ্রহণ ভূমণ্ডলে ঘটবে সকাল ৯.১৬ থেকে বিকেল ৩.০৪ পর্যন্ত। মূলত পূর্ব-দক্ষিণ ইউরোপ, উত্তর অস্ট্রেলিয়া, মধ্য-পূর্ব এশিয়ার সব দেশ মানে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আরব, চিনের দক্ষিণ অংশ, ফিলিপাইনস সব জায়গায় দেখা যাবে।
ভারতে দেখা যাবে সকাল ৯.৫৫ থেকে দুপুর ২.৩৫ পর্যন্ত। রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ডের উত্তর দিক, পাঞ্জাবের কিছু অংশে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও ভারতের দক্ষিণ দিকে আংশিক গ্রহণ দেখা যাবে। গ্রহণ শুরু হওয়ার কয়েক মিনিট আগেই চারদিক অন্ধকার হয়ে যাবে, পাখি বা অন্য পশু ঘরে ফিরে আসবে, অদ্ভুত আচরণ করবে পশুরা আর সূর্যের গায়ে হীরক খণ্ডের মতো উজ্জ্বল কিছু জিনিস দেখা যাবে।
কী হতে পারে এই গ্রহণের ফলে?
এই পূর্ণ সূর্যগ্রহণের সময়ে শুক্র সূর্য থেকে ২৫ অংশ পশ্চিমে, বুধ ১৪ অংশ পূর্ব দিকে থাকবে। মঙ্গল, বৃহস্পতি আর শনি এই সময় নীচস্থ থাকবে। এই গ্রহণ মৃগশিরা আর আদ্রা নক্ষত্রে আর মিথুন রাশিতে হচ্ছে। গ্রহণের সময় মঙ্গল সূর্য, বুধ, চন্দ্র আর রাহুকে দৃষ্টি দেওয়ার জন্য অশুভ যোগ তৈরি হচ্ছে। এছাড়া গ্রহণের সময়ে শনি, বৃহস্পতি, বুধ আর শুক্র বক্রি হয়ে যাচ্ছে। তাই ভালো কিছু হবে তো নাইই, বরং বেশ খারাপ হতে পারে।
প্রাকৃতিক দুর্যোগঃ
অনেক গ্রহ বক্রি বা অশুভ স্থানে যাওয়ার জন্য অত্যধিক বর্ষা অর্থাৎ বন্যা, সমুদ্রে বেশি ঘূর্ণিঝড়, মহামারি, ভুমিকম্প এই সব হবে। আমরা এখনই এই সবের প্রভাব দেখতে পাচ্ছি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কায় জুনের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝির মধ্যে খুব ভারী বর্ষা হতে পারে। খাদ্য সংকট দেখা যেতে পারে। ভারতে কিন্তু আমফান, নিসর্গ ইত্যাদি দুর্যোগ, পঙ্গপাল হানা হচ্ছে। তাই এগুলো অবশ্যই মানুন।
পশ্চিমের দেশে ভয়াবহ পরিস্থিতিঃ
ভারতের পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তানে ভয়াবহ অবস্থা হবে। আমরা জানি পঙ্গপালের জন্য এখনই অবস্থা সঙ্গিন। আরও পশ্চিমে ইউরোপে আর আমেরিকায় মহামারী হতে পারে। করোনায় যে প্রভাব পড়েছে তা বাড়তে পারে। এখনও অবধি আমেরিকা কিন্তু করোনায় শীর্ষে।
রাজনৈতিক অস্থিরতাঃ
ইরান, ইরাক এই দেশের রাজনৈতিক টালমাটাল অবস্থা বাড়তে পারে। ভারত মহাসাগরে চিনের জন্য খানিক দুর্ভোগ পোহাতে হতে পারে ভারতকে। শনি, মঙ্গল আর বৃহস্পতির মিলিত প্রভাবে বিশ্ব জুড়ে আর্থিক হানির আর মন্দার যোগ প্রবল।
রাশি অনুযায়ী প্রভাবঃ
এবার দেখা যাক কোন রাশির উপর এই গ্রহণের কি কি বিশেষ প্রভাব পড়বে।
- মেষ – আর্থিক লাভ
- বৃষ – বৈভব বৃদ্ধি
- মিথুন – শারীরিক কষ্ট
- কর্কট – ধন হানি
- সিংহ – উন্নতি আর লাভ
- কন্যা – সুখ, সমৃদ্ধি
- তুলা – গুপ্তশত্রু জনিত চিন্তা
- বৃশ্চিক – দুর্ঘটনার ভয়
- ধনু – দাম্পত্য অশান্তি
- মকর – কার্যসিদ্ধি
- কুম্ভ – চিন্তা পীড়া
- মীন – রোগ ভয়।
সুরভি গুপ্তার মতে কয়েকটি রাশির জন্য এই গ্রহণ ভালো আর কিছু রাশির জন্য এই গ্রহণ খারাপ। যেমন, মেষ, মকর, কন্যা আর সিংহ রাশির জন্য মোটামুটি ভাল। আর বৃষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, ধনু, কুম্ভ, মীনের জন্য খুব একটা ভালো নয়।
কী করবেন আর কী করবেন না
গ্রহণের খারাপ ফল যাতে আপনার উপর বেশি না পড়ে তার জন্য সুরভি গুপ্তা কিছু দিক নির্দেশ দিয়েছেন।
- গ্রহণের সময়ে একান্ত দরকার না হলে বাইরে যাবেন না।
- গ্রহণের সময়ে জলে গঙ্গাজল মিলিয়ে পান করুন।
- গ্রহণের সময়ে আদিত্য হৃদয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, গুরু মন্ত্র বা শিবের মন্ত্র জপ করুন।
- গরীবকে আনাজ, কাপড় দান করতে পারেন।
- রবিবার বলে অনেকের চুল দাঁড়ি কাঁটার দিন। কিন্তু এই রবিবার কাটবেন না।
নির্দিষ্ট রাশি অনুযায়ী দান
দান করার কথা তো বললাম। কিন্তু জেনে নিন কোন রাশির মানুষ কি দান করলে বেশি উপকার পাবেন।
- মেষ – সাত রকমের মিশ্রিত আনাজ।
- বৃষ – সাদা রঙের মিষ্টি।
- মিথুন – গোটা মুগ ডাল।
- কর্কট – পাখিদের আনাজ খাওয়ান।
- সিংহ – গুড় দান করুন।
- কন্যা – বস্ত্র দান করুন।
- তুলা – চাল বিতরণ করুন।
- বৃশ্চিক – মুসুর ডাল অবশ্যই দান করুন।
- ধনু – গুড় আর হলুদ কাপড়।
- মকর – সর্ষের তেল দান করুন।
- কুম্ভ – বিউলির ডাল দিন গরীবদের।
- মীন – গুড় দেওয়া ভালো।
যদি খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন যা যা লেখা আছে তা কিন্তু ঘটছে। তাই আপনি যদি জ্যোতিষীর কথা মেনে চলেন আখেরে আপনারই লাভ। এই গ্রহণে তাই নিয়ম মেনে পুজো করে সময় কাটান।
অনুবাদকঃ অভীক সরকার
মন্তব্য করুন