সুশ্রী এবং নমনীয় হাতের অধিকারিনী হতে আমরা প্রত্যেক নারীরাই চাই। কিন্তু চাইলেই কি পাই? নিয়মিত বাসন মাজা, রান্না করা, খাওয়া দাওয়া প্রভৃতি সাত সতেরো কাজের জন্যই, আমাদের হাতের ত্বক, শুষ্ক বা খসখসে হয়ে ওঠে। কিন্তু আমাদের দেওয়া এই পাঁচটি টিপস এর মধ্যে যেকোনো একটি টিপস, যদি আপনি সঠিকভাবে ফলো করেন, কথা দিচ্ছি, আপনার শুষ্ক বা খসখসে হাত অনায়াসেই, নরম এবং উজ্জ্বল হয়ে উঠবে।
ভ্যাসলিনেই ভ্যানিশ
![ভ্যাসলিন, আপনার হাতে](https://dusbus.com/wp-content/uploads/2018/12/soft-hand.jpg)
ভ্যাসলিনের উপকারিতা আমরা প্রায় প্রত্যেকেই জানি। রাত্রি বেলা ঘুমানোর আগে, মোটা প্রলেপ করে ভ্যাসলিন, আপনার হাতে লাগিয়ে, ভালো করে দুই থেকে তিন মিনিট, ম্যাসেজ করুন। ব্যাস। সকালে ঘুম থেকে উঠে, নিজেই হাতের পরিবর্তন, লক্ষ্য করুন। প্রত্যেকদিন নিয়ম করে এটি ব্যবহার করুন।
মধু-র মোহ
হাতের শুষ্কতা দূরীকরণে মধু! ধুর, তাই হয় নাকি? হ্যাঁ, এক চামচ পাতি লেবু এবং মধু, মিক্সড করে, দুপুরে ও রাতে নিয়মিত ১০ থেকে ১৫ মিনিট ধরে, হাতে ম্যাসেজ করলে, আপনার খসখসে হাতের শুষ্কতা সহজেই ভ্যানিশ হবে। অতঃপর ঈষদুষ্ণ জলে হাত ধুয়ে ফেলুন। সঙ্গে আমার টিপসের সত্যতা যাচাই করুন।
অলিভ অয়েল-এর যাদু
দু-চামচ চিনি এবং এক চামচ অলিভ অয়েল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। দিনে অন্তত একবার এই মিশ্রণটি হাতে লাগিয়ে, জাস্ট এক মিনিট, ভালো করে স্ক্রাব করুন। অতঃপর ঈষদুষ্ণ জলে হাতটি ধুইয়ে কয়েক ফোঁটা গ্লিসারিন লাগিয়ে নিন।
হাতের যত্নে কাঠ বাদাম
![হাতের যত্নে কাঠ বাদাম](https://dusbus.com/wp-content/uploads/2018/12/almond-oil-in-hand.jpg)
হালকা গরম জলে কাঠ বাদাম ভিজিয়ে, তা থেকে খোসা তুলে, প্রথমেই ভালো করে পিষে নিন। অতঃপর এর সঙ্গে মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ফেলুন। এবার এই পেস্টটিকে হাতে লাগিয়ে, দুই থেকে তিন মিনিট ভালো করে ম্যাসেজ করুন এবং হালকা গরম জলে হাতটি ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে, আপনার শুষ্ক বা রুক্ষ হাত সফট হতে বাধ্য।
শুষ্কতা দূরীকরণে খেজুর
শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি! কয়েকটি খেজুর মিহি করে কেটে, বেটে নিন। অতঃপর, পরিমাণমতো আমন্ড অয়েলের সঙ্গে খেজুর বাটা মিশিয়ে ফোটান। ঘন হয়ে এলে, এটিকে নামিয়ে ঠান্ডা করে, একটি কাচের পাত্রে রেখে দিন। প্রতিদিন দিন, অন্তত দু-বার এই মিশ্রণটিকে হাতে লাগিয়ে, ৫ থেকে ৬ মিনিট ধরে ম্যাসেজ করুন। দারুন ফল পাবেন, গ্যারান্টি।
মন্তব্য করুন