নানা কারণে আমাদের ত্বকে অনেক সময় কালো ছোপ বা দাগ দেখা দেয়। যার ফলে দেখতে খুব খারপ লাগে। বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেও আশানুরূপ ফল পাওয়া যায় না।পলিউসান ত্বকের সবচেয়ে বড় দুশমান। ত্বক বিশেষ করে মুখে নানা রকম দাগ দেখতে খারপ লাগে। চিন্তা নেই। কয়েকটা ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী সেগুলো ব্যবহার করতে পারবেন।
১. পাতিলেবু
লেবু শরীরের সাথে সাথে ত্বকের যত্ন নিতে সাহায্য করে। ত্বকের যেকোনো সমস্যায় লেবু ব্যবহার করতে পারেন। খেয়াল করে দেখবেন শান বার্ন থেকে ব্রণও যেকোনো সমস্যার ঘরোয়া উপায়ে লেবুর কোন না কোন ভূমিকা থাকে। মুখে হওয়া কালো দাগের থেকে মুক্তিপেতে পাতিলেবুর চেয়ে ভালো কোন উপায় হয় না। কি কি ভাবে পাতিলেবু ব্যবহার করবেন, জেনে নিন।
চন্দনগুঁড়ো, পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে ১০মিনিট ফ্রিজে রাখুন।তারপর মুখ ঠাণ্ডা জলে ধুয়ে মুছে এই মিশ্রণটি লাগান ভালো করে। হালকা শুকিয়ে এলে ৫মিনিট মুখে ম্যাসাজ করুন। তারপর আরও ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩দিন একবার করে করলে মুখের দাগ দূর হয়ে যাবে সহজে।
২. হলুদ
হলুদ ত্বকের জন্য উপকারী আমরা সবাই জানি। যেকোনো দাগ দূর করতে হলুদ ব্যবহার করা যেতে পারে। ত্বকের সতেজতা বজায় রাখতেও হলুদের ব্যবহার হতে পারে।
কাঁচা হলুদ ভালো করে বেটে পেস্ট বানিয়ে নিন। এবার হলুদের পেস্টে অল্প নারকোল তেল মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। ৫ মিনিট ম্যাসাজ করে শুকনো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরমজলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার করুন। একমাসের মধ্য দেখতে পাবেন কালো দাগ দূর হয়ে গেছে।
হলুদের পেস্টের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের কালো ছোপ, ব্রণর থেকে হওয়া দাগ দূর হয়ে যায়।
৩. মুলতানি মাটি
মুলতানি মাটি ত্বকের যত্ন নিতে সহায়তা করে। মুলতানি মাটি ব্যবহার করলের ত্বকের জেল্লা বেড়ে যায়। পাশাপাশি ত্বকের কালো ছোপ অনায়াসে দূর হয়ে যায়।
মুলতানি মাটি নিন পরিমান মত। এবার তাতে ২চা চামচ গোলাপজল ও এক চা চামচ মধু নিন। মিশ্রণটি রেডি। ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা গরমজলে মুখ ধুয়ে নিন। নিয়মিত একমাস এই প্যাক ব্যবহার করলে দেখবেন আপনার ত্বকের কালো ছোপ ভ্যানিস।
৪. ডিম
ডিম চুলের যত্নের পাশাপাশি ত্বকের জন্য, বিশেষ করে কালো দাগ দূর করতে সাহায্য করে। ডিম মুখে লাগাতে একটু কষ্ট হবে গন্ধর জন্য। কিন্তু ত্বকের যত্ন নিতে এটুকু কষ্ট সহ্য করা জেতেই পারে।
ডিমের সাদা অংশ নিয়ে তাতে একটি গোটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিক্স করুন। এবার মুখে বা শরীরের যেখানে যেখানে কালো স্পট রয়েছে তাতে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে একবার করে ট্রাই করে দেখুন। দাগ সহজে দূর হয়ে যাবে।
৫. দুধ
দুধের সাহায্য ত্বকের বা শরীরের কালো দাগ সহজে দূর হয়ে যায়। পাশাপাশি ত্বক সতেজ ও উজ্জ্বল হয়ে ওঠে।
প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে অল্প টমেটোর পেস্টের সাথে পরিমান অনুযায়ী দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। মাসে ৫ থেকে ৬ বার করুন। দাগ দূর হওয়ার সাথে সাথে ত্বকের জেল্লা ফিরে আসবে।
মন্তব্য করুন