আমরা অনেক সময়েই আমাদের মুখের দাগ-ছোপ তোলার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাই। আর এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ি আমরা ব্ল্যাকহেডস নিয়ে। ব্ল্যাকহেডস হলে আমাদের মুখ বা স্কিন খুবই খারাপ দেখায়, আস্তে আস্তে তা নির্জীব হয়ে যায়। সব সৌন্দর্যই চলে যেতে শুরু করে যেন। অনেক কিছু ব্যবহার করে শুধু টাকা খরচই হয়েছে, কী বলেন!
আজ আপনাদের জানাবো ৭টি আমেরিকান পদ্ধতি যার মাধ্যমে আপনারা ব্ল্যাকহেডস সহজেই দূর করতে পারবেন আর মুখ হয়ে উঠবে সুন্দর, ঝকঝকে।
১. স্ক্রাব করুন
স্ক্রাব করলে ব্ল্যাকহেডস খুব সহজেই উঠে যায়। ১০ মিনিট যদি স্ক্রাব করা যায়, তাহলে কিন্তু ব্ল্যাকহেডসের সমস্যা অনেক কমে যাবে। আপনি স্ক্রাব করার উপাদানটি বাড়িতেই বানাতে পারেন।
উপকরণঃ
২ চামচ বেকিং সোডা, ১/২ চা চামচ নুন, জল।
পদ্ধতিঃ
সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন পেস্ট তৈরি হবে। স্ক্রাব করার আগে মুখে গরম জলের ভাপ বা স্টিম নিয়ে নিন। এরপর ওই মিশ্রণ দিয়ে স্ক্রাব করে নিন। হাল্কা হাতে ম্যাসাজ করতে হবে। তারপর উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
২. ওটমিল মাস্ক
ব্ল্যাকহেডস দূর করার জন্য আপনি কিন্তু ওটমিল মাস্ক ব্যবহার করতে পারেন। এটি খুবই কার্যকরী।
উপকরণঃ
১ চা চামচ বেকিং সোডা, ৩ চামচ অ্যালোভেরা জেল, ১ কাপ ওটমিল
পদ্ধতিঃ
দোকান থেকে খুব ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিনতে পারেন। বা বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকেও রস বের করে নিতে পারেন। এবার সবকটি উপকরণ মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করুন আর মুখে ব্যবহার করুন। এটি শুকোতে দিন। তারপর উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন মুখ। বেশ কয়েক দিন করলে উপকার পাবেন।
৩. ডিমের পেস্ট
এটিও কিন্তু আপনার মুখের ব্ল্যাকহেডস তুলে দিতে খুবই ভালো কাজ দেয়।
উপকরণঃ
১ চা চামচ মধু, ১টি ডিম
পদ্ধতিঃ
এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখে নিতে হবে যেন কোনও লাম্প না থাকে। তারপর এই মিশ্রণ মুখে ব্যবহার করে কিছুক্ষণ রেখে দিতে হবে। যেই এই মিশ্রণ শুকোতে শুরু করবে তখনই মুখ হাল্কা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটি সপ্তাহে দু বার করুন ভালো ফল পেতে।
৪. অ্যালোভেরা পেস্ট
অ্যালোভেরা ত্বকের জন্য যে কতটা ভালো সেটা তো নতুন করে বলার কিছু নেই। ব্ল্যাকহেডস দূর করতে তাই অ্যালোভেরা ব্যবহার করা কিন্তু মাস্ট।
উপকরণঃ
পরিমাণ মতো অ্যালোভেরার রস।
পদ্ধতিঃ
বাড়িতে গাছ থাকলে একটি পাতা নিন আর তার থেকে রস বের করে নিন। এবার এই রস মুখে মেখে রাখুন ১০ মিনিট। তারপর শুকিয়ে আসলে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ত্বক সঙ্গে সঙ্গেই ফ্রেশ করবে আর ব্ল্যাকহেডস দূর করবে।
৫. গ্রিন টি’র প্যাক
গ্রিন টিও কিন্তু ব্ল্যাকহেডস খুব ভালো করে দূর করতে পারে।
উপকরণঃ
২ চামচ গ্রিন টি, জল।
পদ্ধতিঃ
গ্রিন টি জল দিয়ে মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে ব্যবহার করুন আর শুকোনোর জন্য রেখে দিন ২০ মিনিট মতো। শুকিয়ে আসলে তারপর মুখ গরম জল দিয়ে ধুয়ে নিন। এর পর কিন্তু অবশ্যই মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
৬. আমন্ড মাস্ক
এটিও একটি খুব ভালো উপকরণ যা দিয়ে আপনি ব্ল্যাকহেডস দূর করে ফেলতে পারেন।
উপকরণঃ
১ কাপ ওটমিল, ১ চামচ গুঁড়ো করা আমন্ড, জল।
পদ্ধতিঃ
সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ মুখে মেখে নিন আর হাল্কা হাতে খানিক মুখ ঘষুন। তারপর এটি শুকোতে দিন। গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু দিন এটি অবশ্যই করুন।
৭. অ্যাসপিরিন
উপকরণঃ
অ্যাসপিরিনের ৪টি পিল, জল, আমন্ড অয়েল (ড্রাই স্কিনের জন্য) বা লেবুর রস ( তৈলাক্ত ত্বকের জন্য)
পদ্ধতিঃ
অ্যাসপিরিনের পিল গুঁড়ো করে নিন। এর মধ্যে আমন্ড অয়েল বা লেবুর রস মেশান আর জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি তারপর মুখে ব্যবহার করুন। রেখে দিন ১৫ মিনিট মতো। তারপর সাধারণ ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন সঙ্গে সঙ্গেই মুখ পরিষ্কার লাগছে আর নিয়মিত ব্যবহার করলে ব্ল্যাকহেডসের সমস্যা আর থাকবেই না।
এখন থেকে তাহলে আর ব্ল্যাকহেডসের দিকে তাকিয়ে মুখ কালো করে বসে থাকার দিন শেষ। এর মধ্যে যে কোনও একটি ব্যবহার শুরু করুন আর দেখুন ফলাফল।
মন্তব্য করুন