আমার মত তোমরাও কি চোখকে হাইলাইট করতে বেশি ভালোবাসো? আর চোখকে হাইলাইট করতে ভালো একটা কাজল কিন্তু মাস্ট। তাহলে এবার পুজোয় তো একটা স্পেশাল কাজল দরকার তাই না? যার দ্বারা তোমার চোখে মুগ্ধ হবে সবাই। তাই কাজল কেনার আগে চটপট একবার দেখে নাও, কোন কাজলটা তোমার জন্য বেস্ট হবে।
ল্যাক্মে
ল্যাক্মে অ্যাইকনিক
জাস্ট দুবার লাগালেই একটা ঘন কালো টেক্সচার দেবে ল্যাক্মে অ্যাইকনিক। এবং স্মাজ হয়ে যাবার কোন চিন্তা নেই। অনেকক্ষণ ঠিক থাকে। তাই কোন টাচ আপের দরকার হয়না। ৯ থেকে ১০ ঘণ্টা অবধি ঠিক থাকে। দাম পড়বে ১৮০।
ল্যাক্মে এবসলিউট আলটিমেট
যারা কাজলও ম্যাট ফিনিশ চাইছ তারা কিনে নাও ল্যাক্মি এবসলিউট আলটিমেট। বেশ কালো একটা ম্যাট টেক্সচার দেয়। জাস্ট একবার টানলেই কাজ হবে। এটিও থাকবে ৯ থেকে ১০ ঘণ্টা। এবং এটা ওয়াটার প্রুফ। দাম পড়বে ৮০০।
ল্যাক্মে কাজল
এটা ল্যাক্মের সব থেকে পুড়নো কাজল। অনেকেই এটা ব্যবহার করেছ। যাদের বাজেট একটু কম কিন্তু ল্যাক্মেকে হাতছাড়া করতে চাইছ না, তাদের জন্য এটা খুব ভালো অপশন। এটাও দু থেকে তিনবার টানেই দেবে ঘন কালো চোখ। ৩ থেকে ৪ ঘণ্টা একদম ঠিক থাকবে। মাত্র ১২০ টাকাতেই পেয়ে যাবে এই কাজলটি।
এলেইটইন অ্যাই ড্রামা কাজল
বাজারে একদম নতুন ও সাধ্যর মধ্যে সাধ পূরণ। এক থেকে দু টানেই দেবে একটা ঘন কালো ক্রিমি একেক্ট। ৯ থেকে ১০ ঘণ্টা ঠিক থাকবে কোন টাচ আপ ছাড়া। দামও সাধ্যর মধ্যে মাত্র ১৩৫ টাকা। যারা সাধ্যর মধ্যে একটু বোল্ড লুক চাইছ তারা কিনে নিতেই পার এই কাজলটি।
মেবিলাইন কাজল
ব্যবহার করে দেখতে পার মেবিলাইন কাজলটি। এতে আছে অ্যালোভেরা। যা চোখের কোন ক্ষতি করে না। আবার ঘন কালো বোল্ড লুক দেয়। জাস্ট একবার এই কাজল লাগিয়ে নাও, সারাদিন আর কোন টাচ আপের দরকার নেই। দাম পড়বে ১৮০।
হিমালয়া হারবাল কাজল
যারা হারবাল কাজল খুঁজছ তারা বেঁছে নিতেই পার এটি। এতে আছে ক্যাস্টর অয়েল এবং আমণ্ড অয়েল। যদি চোখের পাতা বাড়াবার ইচ্ছা থাকে তাতেও সাহায্য করবে এটি। চোখের জন্য একদম ভালো। মাত্র ১২০ টাকাতেই পেয়ে যাবে।
বায়োটিক বায়ো কাজল
এছাড়াও হারবাল হিসাবে বেঁছে নিতে পার বায়োটিক বায়ো কাজলকে। আমণ্ড অয়েল, আমলকী ও আরও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। গাঢ় কালো রঙও দেবে। দাম পড়বে মাত্র ৯৯ টাকা।
লরিয়াল প্যারিস(magique) কাজল
ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ কাজল যদি চাও তাহলে বেছে নাও লরিয়াল প্যারিসের এই কাজলটি। প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত স্মকি লুক দেবে। আর এতে আছে ভিটামিন ই, কোকোবাটার ও অলিভ অয়েল। যা চোখের জন্য খুব ভালো। দাম পড়বে ২৪৫ মত।
র্যাভ্লন কালার স্টে কাজল
যদি নতুন কোন ব্র্যান্ডের সন্ধানে থাকো তাহলে বেছে নিতে পার র্যাভ্লনের এই কাজলটি। এটিও ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ। এতে আছে অলিভ অয়েলের গুণ। এর গাঢ় ব্ল্যাক রঙ দেবে একটা স্মকি লুক। ৮ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত ঠিক থাকবে। দাম পড়বে ৪৯০ মত।
এই প্রতিটা কাজলই খুব ভালো। একটুও ক্ষতিকর নয়। অনেকক্ষণ থাকে এবং দেবে গাঢ় কালো রঙ। তাহলে আমি তো সন্ধান দিয়ে দিলাম সবচেয়ে ভালো কাজলগুলোর, এবার তোমার বেছে নেওয়ার পালা।
মন্তব্য করুন