পুজো তো চলেই এলো তাই রূপচর্চাও নিশ্চই পুরোদমে চলছে? তবে পুজোর আগে কাজকর্মও অনেক বেড়ে যায়। তাই সবসময় পার্লারে যাবার সময় পাওয়া যায়না। কিন্তু পুজোর দিনগুলোতে সুন্দর দেখানোটাও তো জরুরি| চিন্তার কোনো কারণ নেই। আপনি বাড়িতেই কিন্তু সহজেই ফেসিয়াল করে ফেলতে পারেন কারণ এর উপাদান গুলি প্রত্যেক টি প্রাকৃতিক এবং সহজলভ্য|
বাড়িতে ফেসিয়াল করার জন্য কি করতে হবে তা আমরা আগেই আলোচনা করেছি| আজ থাকছে কতগুলি ফেসিয়াল ম্যাসাজ ফেসপ্যাক যা আপনার ত্বকে রাতারাতি জেল্লা এনে দেবে যাতে পুজোর দিনগুলিতে আপনার সৌন্দর্য্য সবার দৃষ্টি আকর্ষণ করে|
১.জেল্লাদার ত্বক পেতে পেঁপে ও মধুর ফেসপ্যাক
উপকরণ
পাকা পেঁপে অর্ধেক, মধু ৩-৪ চামচ|
পদ্ধতি
ফ্রুটস ফেসিয়াল আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী, কারণ এর ফলে আপনি খুব তাড়াতাড়ি জেল্লাদার ত্বক পেয়ে যাবেন| পাকা পেঁপে মিক্সিতে বেটে নিয়ে এর সাথে মধু মিশিয়ে মুখে ভালো করে মেখে রাখুন| ১৫ থেকে ২০ মিনিট পর হাতে অল্প জল নিয়ে হালকা করে ম্যাসাজ করুন| এবার হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন, তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন| ঘরোয়া ফেসিয়াল করার জন্য পেঁপেও মধুর মিশ্রন ম্যাসাজ করার জন্য ব্যবহার করলে ৫ থেকে ১০ দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন|
২. স্কিন টোন হালকা করতে দুধ ও মধুর ফেসপ্যাক
উপকরণ
দুধ ১/২ কাপ, মধু ৩-৪ চামচ|
পদ্ধতি
দুধ আমাদের স্কিন টোন কে হালকা করে| তাই প্রাচীনকাল থেকেই দুধ রূপচর্চার একটি প্রধান উপাদান| ১/২ কাপ বিশুদ্ধ দুধ ও ৩-৪ চামচ মধু একসাথে মিশিয়ে মুখে মেখে রাখুন| কিছুক্ষণ রাখার পর হাতে অল্প গোলাপ জল নিয়ে ১৫ থেকে ২০ মিনিট সার্কুলার মোশনে ভালো করে ম্যাসাজ করুন| পরে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন| বাড়িতে ফেসিয়াল করতে ম্যাসাজ করার জন্য এই মিশ্রন অত্যন্ত লাভ জনক|
৩. মসৃন ও সুন্দর উজ্জল ত্বক পেতে কলা দই ও আলমন্ড ফেসপ্যাক
উপকরণ
পাকা কলা ১ টি, ২-৩ চামচ দই, ১ চামচ আলমন্ড অয়েল|
পদ্ধতি
কলা ভিটামিন সি তে পরিপূর্ণ ও আলমন্ড অয়েল ভিটামিন ই, ভিটামিন এ ও ভিটামিন ডি তে পরিপূর্ণ। ফলে এই ফেসপ্যাক আপনার ত্বকের নমনীয়তা রক্ষা করে ত্বক মসৃন ও স্কিন টোন হালকা করে ত্বকের উজ্জলতা বাড়িয়ে তোলে| একটি বড় পাকা কলা, দই ও ১-২ চামচ আলমন্ড অয়েল একসাথে মিশিয়ে নিন| এবার ভালো করে মুখে মেখে ২০ মিনিট মত রেখে হাতে অল্প ঠান্ডা দুধ নিয়ে ভালো করে ম্যাসাজ করুন| এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন|
৪. চটজলদি ত্বকের উজ্জলতা বাড়িয়ে তুলতে কমলালেবু, মধু ও দুধের ফেসপ্যাক
উপকরণ
কমলার খোসার গুঁড়ো ৪ চামচ, দুধ ৩-৪ চামচ, মধু ২ চামচ|
পদ্ধতি
নিমেষে উজ্জল ও জেল্লাদার ত্বক পেতে চাইলে অবশ্যই এই ফেসপ্যাক টি ফেসিয়াল করার সময় ম্যাসাজ প্যাক হিসেবে ব্যবহার করতে হবে| কমলালেবুর খোসা আগে থেকে শুকিয়ে পাউডার মত বানিয়ে রেখে দিন| এর সাথে দুধ ও মধু ভালো করে মিশিয়ে একটি মসৃন পেস্ট মত বানিয়ে নিন| মুখে ভালো করে লাগিয়ে নিয়ে পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন| এবার হাতে অল্প দুধ নিয়ে হালকা হাতে ভালো করে ১৫ থেকে ২০ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে|
৫. নমনীয় ত্বকের জন্য শশা এবং দুধের ফেসপ্যাক
উপকরণ
শশা একটি মাঝারি মাপের, দুধ ৩-৪ চামচ, মধু ১ চামচ|
পদ্ধতি
পথমে শশা খোসা ছাড়িয়ে মিক্সি তে ভালো করে বেটে নিন| এর সাথে দুধ ও মধু মিশিয়ে পেস্ট মত বানিয়ে নিন| মুখে ভালো করে মেখে ২০ মিনিট মত রেখে ভালো করে ম্যাসাজ মুখ করে ধুয়ে ফেলুন| এই মিশ্রণ আপনার স্কিন কে হাইড্রেড করে রুক্ষ ত্বককে নমনীয়তা দান করে|
পুজোর সময় জেল্লাদার স্কিন চাইলে এগুলির ব্যবহার শুরু করুন| তবে একবারে একসাথে সব গুলি ব্যবহার না করাই ভালো| এর প্রত্যেক টি সব রকম স্কিনের জন্যই ব্যবহার করতে পারেন| সাধারণত ফেসিয়াল মাসে এক বার করাই ভালো তবে আলাদা ভাবে স্কিন ম্যাসাজ করার জন্য প্রয়োজন মত ফেসপ্যাক ব্যবহার করলে ভালো ফল পেয়ে যাবেন| এগুলি ছাড়াও আজকাল বাজারে নানা ধরনের ফেসিয়াল কিট পাওয়া যায়| নিজের স্কিন টাইপ অনুযায়ী বেছে নিয়ে বাড়িতেই ফেসিয়াল করে ফেলতে পারেন| তবে প্রাকৃতিক উপাদান গুলি ব্যবহার করলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়|
মন্তব্য করুন