ত্বকের যত্নে মুলতানি মাটি তো আপনারা সব্বাই ব্যবহার করেছেন। এর নানা গুণাগুণও আপনাদের জানা। ব্রণর বাজে দাগই বলুন বা বিভিন্ন দাগ-ছোপ দূর করতে মুলতানি মাটির জুড়ি নেই। তাছাড়া আপনার ত্বককে এক্সফোলিয়েট করে ত্বকের মরা চামড়া দূর করে অয়েলি ত্বকের অয়েল ব্যালান্সেও মুলতানি মাটি আপনার বেস্ট ফ্রেন্ড। আর এহেন মুলতানি মাটিকেই পতঞ্জলি ব্যবহার করেছে তার বডি ক্লিনজার সাবানে। আর বুঝতেই পারছেন, কম দামে এত সুন্দর প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবান—পতঞ্জলির অন্যান্য প্রোডাক্টগুলোর মতো এটাও বাজারে হিট।
কী কী আছে এই সাবানে?
পতঞ্জলি মুলতানি মাটির সাবানে মুলতানি মাটি তো আপনি পাবেনই প্রধান উপকরণ হিসেবে, তাছাড়াও পাবেন অ্যালোভেরা, আজোয়ান, ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, হলুদ, কর্পূর, নিম, পুদিনা, রিঠা, সাদা চন্দন—মানে একগাদা এক সে বড়কর এক ভেষজ উপকরণ। বুঝতেই পারছেন সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদানে তৈরি কেমিক্যাল ফ্রি এই সাবান আপনার ত্বকের যত্নে কতটা উপকারী হতে পারে।
কেন ব্যবহার করবেন?
পতঞ্জলির প্রোডাক্ট যারা ব্যবহার করেছেন, তাঁরা জানেনই এই প্রোডাক্টের গুণাগুণ। আর এত কম টাকায় এমন সুন্দর আয়ুর্বেদিক উপাদানে তৈরি জিনিস তো পাওয়াই যায় না। তাই মুলতানি মাটির এই সাবানই বা কেন ব্যবহার করবেন, সেটাও আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
বডি স্ক্রাব করবেন?
আর শুধু সাবান হিসেবেই বা কেন, আপনি যদি আপনার বডি স্ক্রাব করতে চান, তাহলেও কিন্তু এই সাবানের মাটি মাটি টেক্সচার আপনাকে দারুণ সাহায্য করবে।
ব্রণর সমস্যা?
তাছাড়া অন্যান্য সাবানের মতো এই সাবান আপনার স্কিনকে কিন্তু ড্রাই করে দেবে না। বরং খুব স্মুদ আর সফট একটা ফিলিংস দেবে। অনেকেরই গরমকালে হাতে, পিঠে ব্রণ হয়। সেগুলো কিন্তু পরে খুব বিচ্ছিরি দাগ হয়ে যায়। তাই সেগুলো থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে নিশ্চিন্তে এই সাবান ব্যবহার করুন। আপনার স্কিনকে খুব সুন্দর করে এক্সফোলিয়েট করে ব্রণর দাগ দূর করতে আর স্কিনের অয়েল ব্যালান্স বজায় রাখতে এই সাবান বেস্ট।
সান ট্যানের জ্বালা!
রোজই নিশ্চয়ই আপনাকে রাস্তায় বেরোতে হয়? আর রাস্তায় বেরোনো মানেই সান ট্যানের জ্বালা। সান স্ক্রিন তো অনেক ব্যবহার করেছেন, এবার পতঞ্জলি মুলতানি মাটি সাবান ব্যবহার করেই দেখুন। দেখবেন সান ট্যান কয়েকদিনেই ভ্যানিশ হয়ে গেছে। তাই গ্লোয়িং স্মুদ স্কিন যদি পেতে চান কম খরচে, তাহলে পতঞ্জলির মুলতানি মাটির সাবান আপনাকে কিন্তু ব্যবহার করতেই হবে।
তবে বুঝে করুন
কিন্তু আপনার স্কিন যদি খুব ড্রাই হয়, তাহলে কিন্তু এই সাবান বুঝে-শুনে ব্যবহার করাই ভালো। কারণ মুলতানি মাটি এমনিতেই ত্বককে হালকা করে ড্রাই করে দেয়। তাই ড্রাই স্কিন যাদের, তাঁদের স্কিন আরও ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে আপনার স্কিন যদি ড্রাই হয়, তাহলে এই সাবান সপ্তাহে দু’দিনের বেশী কিন্তু ব্যবহার করবেন না।
রেটিং
৩.৭/ ৫
পতঞ্জলি মুলতানি মিট্টি বডি ক্লিনজার,৭৫ গ্রাম
দাম ৩৫/-
তাই পতঞ্জলি মুলতানি মিট্টি সাবান ব্যবহার করুন আজ থেকেই, আর কম দামে আপনার ত্বককে দিন আয়ুর্বেদের ন্যাচারাল পুষ্টি।
ঘরোয়া ভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পেঁপের ফেস মাস্ক, ৪ টি উপায়
patanjali multani mitti soap