অনেক সময় নখের ওপর সাদা দাগ পরতে দেখা যায়। মনে করা হয় ক্যালসিয়ামের অভাবে এই দাগ পরে। কিন্তু এই দাগ হওয়ার আরও কিছু কারন আছে। চলুন জেনে নেওয়া যাক এই সাদা দাগ হবার কারন।
নখের ওপর সাদা দাগ
নখের ওপর সাদা দাগ হওয়া সামান্য ব্যপার। সাধারণত প্রায় সবার নখে কম বেশি এরকম সাদা দাগ দেখা যায়। যা হয়ে আবার মিলিয়েও যায়। এতে কোন ভয়ের ব্যপার নেই। কিন্তু এরকম সাদা দাগ যদি বারবার পরতে থাকে তাহলে তা পরার কারন জানা জরুরী।ফলে সঠিক সময়ে যদি দরকার হয় প্রয়োজনে তা চিকিৎসা করে তা সমাধানের উপায় পাওয়া যাবে।
আঘাত
সাধারণত নখের ওপর কোন ছোটখাটো আঘাত থেকে অনেক সময় সাদা দাগ হয়ে থাকে। কখনো নখ কাটার সময় বা নখের সাহায্যে কোন কাজ করার সময় নখে আঘাত লেগে গেলে সাদা দাগ হয়ে যায়। অনেক সময় এই সাদা দাগ আঘাত লাগার কিছুদিন পর নখের ওপর ফুটে ওঠে ফলে তখন কারন বুঝে উঠতে অসুবিধা হয়।
ইনফেক্সান
অনেক সময় নখে কোন কারণে ইনফেক্সান হলে এই সাদা দাগ পরে। সাধারণত ফাঙ্গাস পরে অনেক সময় নখে। তার জন্য এরকম সাদা দাগ দেখা যায়। ইনফেক্সানের ফলে সাদা দাগ নখের ওপরে প্রথমে হালকা ভাবে পর। এটা বেড়ে গেলে নখ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।
ভিটামিনের অভাব
শরীরে ভিটামিনের অভাব হলে এরকম সাদা দাগ নখের ওপর পরে থাকে। অধিকাংশ মহিলাদের ক্যালসিয়ামের অভাবে নখে সাদা দাগ দেখা দেয়। জিঙ্কের অভাবেও এরকম হয়। ভিটামিনের অভাব হলে খেয়াল করবেন চুল ড্রাই হয়ে যাচ্ছে।
এলারজির প্রতিক্রিয়া
কোন প্রকার এলারজির প্রতিক্রিয়া থেকে সাদা দাগ হয়ে থাকে। কোন নেলপেন্ট বা রিমুভার থেকে এলারজির জন্য অনেক সময় নখে সাদা দাগ দেখা যায়।
কখনও কখনও কোন গম্ভীর শারীরিক সমস্যার জন্য এরকম হয়ে থাকে।
অ্যানিমিয়ার কারণে অনেক সময় এই সমস্যা দেখা দেয়। আনিমিয়া হল শরীরে রক্ত কমে যাওয়া। ফলে শরীর ফ্যাকাসে হয়ে যায়। নখে সাদা দাগ দেখা যায়। কিডনির সমস্যার জন্য এরকম হয়ে থাকে।
তাই সাদা দাগ নখে দেখলে সাধারন দাগ ভেবে ফেলে রাখবেন না। চিকিৎসকের থেকে এর কারন জানার চেষ্টা করেবেন।
মন্তব্য করুন