হ্যালো ফ্রেন্ডস! মুখের দাগছোপ থেকে মুক্ত থাকতে নিশ্চয়ই অনেক কিছু ট্রাই করেছেন এতো দিনে? কিন্তু ‘নো মার্ক্স’ ক্রিম কি ব্যবহার করেছেন? নাম তো নিশ্চয়ই শোনা হয়েই গেছে। কিন্তু হয়তো এখনো ভাবছেন, সত্যি কি ‘নো মার্ক্স’ ক্রিম মুখের এই জেদি দাগগুলো সরিয়ে ফেলতে পারবে? নাকি উল্টে স্কিন আরও ড্রাই হয়ে যাবে। এই কনফিউশন কাটাতে যেনে নিন ‘নো মার্ক্স’ ক্রিম ব্যবহারের ফায়দা ও কীভাবে ব্যবহার করবেন।
উপকারিতা
স্কিনে নানারকম প্রবলেম হতে পারে। ব্রণ, সান ট্যান, ব্ল্যাক স্পট এছাড়াও অন্যান্য দাগ। ‘নো মাস্ক’ ক্রিম এগুলো সব থেকেই মুক্তি দিতে পারে। মানে একটা ক্রিম থেকেই পাওয়া যায় অনেক ফায়দা।সেই ভাবেই তৈরি করা হয় ক্রিমগুলি। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়।তার ফলে স্কিনের কোন ক্ষতিও করে না। বিভিন্ন উপকারী প্রাকৃতিক উপাদান যেমন,লেবুর রস, হলুদ ছাড়াও বিভিন্ন উপাদান আছে এতে। যেখানে হলুদ স্কিনকে ফর্সা, রেডিয়েন্ট করতে সাহায্য করে, লেবুর রস যে কোনো দাগ ওঠাতে দারুণ সাহায্য করে। স্কিনের অতিরিক্ত তেল কন্ট্রোল করতে সাহায্য। এছাড়াও স্কিন পাবে ভিটামিন ই এর পুষ্টি।
এই ক্রিম স্কিনকে ডি-টক্সিফাই করে। স্কিনকে শুকিয়ে যেতে দেয় না।স্কিন থাকে নরম ও কোমল।আর এই ক্রিম নিয়মিত ব্যবহার করলে, মোটামুটি স্কিনের সবরকম প্রবলেম থেকেই মুক্তিপাওয়া সম্ভব, যেমন ব্রণ ও ব্রণর জেদি দাগ। এছাড়াও সান ট্যান কমিয়ে স্কিন টোন লাইট করতে সাহায্য করে। স্কিন ড্যামেজের হাত থেকে স্কিনকে বাঁচায়।
কীভাবে ব্যবহার করবেন
এটা রোজ দিনে একবার করে ব্যবহার করলেই যথেষ্ট। দু’বারও ব্যবহার করতেই পারেন। তবে নিয়মিত ব্যবহার করতে হবে। রোজ ব্যবহার করলে দু’সপ্তাহ পর থেকেই স্কিনের তফাৎ চোখে পড়বে। তবে মুখে লাগাবার আগে অবশ্যই মুখ ধুয়ে নেবেন। হাতও যেন পরিষ্কার থাকে। নোংরা হাতে লাগাবেন না। আর চোখকে এড়িয়ে যাবেন। চোখের চারপাশটা লাগানোর দরকার নেই। আর এই ক্রিম লাগানোর সময় মুখে অন্য কিছু লাগাবেন না।
বাজাজ নো মার্ক্স ক্রিম প্যাকেজিং
ড্রাই স্কিন, অয়েলি স্কিন ও নর্মাল স্কিনের জন্য আলাদা আলাদা ক্রিম আছে। যার যেমন চাহিদা সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন। হালকা টেক্সচার ফলে স্কিনে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। সাদা রঙ ও হালকা একটা হলুদ ও আমলকীর মিষ্টি গন্ধ। এটা আগেই বলেছি স্কিনকে ডি-টক্সিফাই করে।স্কিনকে রাখে হাইড্রেটেড, ময়েশ্চারাইজড। স্কিন টেক্সচার উন্নত করে। এক কথায় বলা যায়, দেয় দাগ মুক্ত ফর্সা ত্বক। ড্রাই স্কিনের জন্য ক্রিমটি আকাশী রঙের টিউবে পাবেন। অয়েলি স্কিনের জন্য স্পেশাল ক্রিমটি হলুদ রঙের টিউবে পাবেন। আর নর্মাল স্কিনের জন্য স্পেশাল ক্রিমটি পাবেন গোলাপি রঙের টিউবে।
তাহলে এবার আর কোনো কনফিউশন রইল না নিশ্চয়ই,এবার দাগ মুক্ত গাল পেতে, নিশ্চিন্তে ব্যবহার করুন ‘নো মার্ক্স’ ক্রিম।
মন্তব্য করুন