“এসো মা লক্ষ্মী, বসো ঘরে”- কন্যা সন্তান লক্ষ্মীর আর এক রূপ। সেই লক্ষ্মী-কে এই বিশ্বসংসারের মাঝে প্রতিষ্ঠিত করতে হলে একটা সুন্দর নামের দরকার। আর সেই নামটা যদি “ক” দিয়ে হয়, তাতে খুব একটা মন্দ হয় না। দেখুন তো, নিম্নলিখিত কুড়িটি নামের তালিকা থেকে, আপনার ছোট্ট সোনামনির কোন নাম পছন্দ হয় কিনা?
কঞ্চিকা- বেনু শাখা বিশেষ
কণ্যকা- তনয়া বা কন্যা
কনকাঞ্জলি- প্রতিমা বিসর্জন এর পূর্বে দান বিশেষ
কথাকলি- ভারতীয় নৃত্য বিশেষ
কন্যাপ্রিয়া- যে গাইতে ভালোবাসে
কবরী- কেশবিন্যাস
কুহেলি- কুয়াশা
কস্তি- অগ্নি উপাসক
কমলিনী- পদ্মের ঝাড় বা পদ্ম সমূহ
কনকচাঁপা- একটি বিশেষ ফুল
কাশিকা- কালী মন্দিরের অপর নাম
কনীলা- চাঁদের রাজা
কিমিমেলা- প্রজাপতি
কৌশিকা- রেশম
কৃত্তিকা- একটি তারার নাম
ক্যামেলিয়া- একটি ফুলের নাম
কিঙ্কিণী- একটি নাচের অর্নামেন্ট
কনিকা- পদার্থের অতি ক্ষুদ্রতম কণা
কৌশিকী- আদ্যা শক্তির রূপ বিশেষ
কল্পারম্ভ- পূজা বিধির সূচনা। দুর্গাপূজার ১৫ দিন পূর্ব হইতে নিত্য পালনীয় কর্মানুষ্ঠান।
উপরিউক্ত প্রত্যেকটা নাম, কিছু না কিছু অর্থ বহন করে। সদ্যোজাত শিশু ভূমিষ্ঠ হবার পরে, প্রিয়জনের দেওয়া নামটি কে নিয়েই, তাকে সারা জীবন চলতে হয়।
https://dusbus.com/bn/penut-oil-skin-hair-tips/
মন্তব্য করুন