ওপরের লেখা দেখে নিশ্চয়ই ভাবছেন এত কিছু থাকতে হঠাৎ মৌরি দিয়ে ফেসপ্যাক কেন বানাতে যাব। কারণ মৌরির ফেসপ্যাক এমনই কিছু সাহায্য করে, যা খুব কম ফেসপ্যাকের থেকেই পাওয়া যায়।
মৌরিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ফাইবার, ফলেট ও পটাশিয়াম, যা স্কিনকে নরম কোমল বানায়। স্কিনের ময়েশ্চারকে ধরে রাখতে সাহায্য করে।রিঙ্কেল কমায়। চোখের নীচের ফোলা ভাব কমায়। এছাড়াও রয়েছে আরও গুণ। তাহলে চলুন দেখে নাওয়া যাক।কিভাবে কাজে লাগানো যেতে পারে মৌরিকে।
স্কিন করে তুলবে গ্লোয়িং
স্কিনকে গ্লোয়িং করতে মৌরির ভূমিকা অপরিসীম। কারণ এতে আছে প্রচুর ভিটামিন সি, যা স্কিনে থাকা অন্যান্য দাগ হালকা করে যা স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে তোলে।
উপকরণঃ
১ চামচ মৌরি, ২চামচ ওটমিল, ১চামচ অলিভ তেল ও ১চামচ মধু
পদ্ধতিঃ
প্রথমে মৌরি ও ওটমিল গুঁড়ো করে নিন। এবার এই গুঁড়োর সাথে বাকি উপকরণগুলো মেশান। ভালো করে মেশান যাতে একটা ঘন পেস্ট তৈরি হয়। মৌরিটা ভালো করে গুঁড়ো করতে হবে । এবার এই পেস্টটা মুখে লাগান। ১০ মিনিট রাখুন।
প্যাক খুব বেশি যেন শুকিয়ে না যায়। তাই ১০ মিনিটের বেশি রাখার দরকার নেই। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুদিন করলে ভালো। একান্তই সময় না থাকলে একদিন করুন।
চোখের নীচে ফোলা ভাব? চিন্তা কি আছে যখন মৌরি
চোখের নীচ ফোলা থাকলে কি যে অস্বস্তি লাগে জানি সে কথা। চোখের নীচ ফোলা থাকলে, শুধু যে ক্লান্ত দেখতে লাগে তাই নয়। অনেক বেশি বয়স্ক লাগে। আর দেরি না করে, কাজে লাগান মৌরিকে।
উপকরণঃ
২চামচ মৌরি, একটা পরিষ্কার কাপড়
পদ্ধতিঃ
প্রথমে ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন। তারপর গুঁড়ো করে নিন। এবার এই গুঁড়ো একটা পরিষ্কার কাপড়ে রাখুন। কাপড়ে হালকা একটু জল দিন। কাপড়ের মুখ বন্ধ করে দিন।ওটা চোখের নীচের ফোলা জায়গায় চেপে ধরুন কিচ্ছুক্ষণ। পুরো চোখেই এই ভাবে আস্তে আস্তে দিন। অবশ্যই চোখ বন্ধ করে দেবেন। সপ্তাহে তিনদিন করুন এভাবে। এটা চোখের অ্যালার্জি, চোখ লাল হয়ে যাওয়া ও চোখের ফোলা ভাব কমাতে অনেকটাই সাহায্য করবে।
স্কিন থাকবে ফ্রেশ
হেলদি স্কিনের একটা গুরুত্বপূর্ণ শর্ত হল, স্কিন টোনিং।স্কিনকে টোনিং না করলেই স্কিনে ওপেন পোরসের সমস্যা হয়। আর মৌরি এক্ষেত্রে খুব ভালো কাজ করে। স্কিনকে খুব সুন্দর টোনিং করে।
উপকরণঃ
২চামচ মৌরি, একটু জল ও তুলোর বল।
পদ্ধতিঃ
জল গরম করুন। জল ফুটলে তাতে মৌরিগুলো দিয়ে দিন। ভালো করে ফোটান মৌরি সমেত। দেখবেন জলটা পুরো হলুদ হয়ে যাবে। তখন নামিয়ে নিন। এবার এতে চাইলে কয়েক ফোঁটা মৌরির তেলও যোগ করতে পারেন। না হলে এই জলই ঠাণ্ডা হলে, একটা বোতলে ঢেলে রাখুন। এবার তুলোয় করে এটা মুখে লাগান ভালো করে। এটা খুব ভালো একটা প্রাকৃতিক টোনার। ফ্রিজে রেখে দিন। আর রোজ এই টোনার লাগান। দেখবেন স্কিন কেমন ফ্রেশ লাগছে।
স্কিনকে এক্সফোলিয়েট করতে
স্কিনকে এক্সফোলিয়েট করতে মৌরি কিন্তু খুব উপকারী। আর সুন্দর স্কিন পেতে মাঝে মাঝে স্কিনকে এক্সফোলিয়েট করাও খুব দরকার। কিভাবে করবেন দেখে নিন।
উপকরণঃ
১চামচ মৌরি, ২চামচ ওটমিল ও ১কাপ হালকা গরমজল
পদ্ধতিঃ
মৌরি আগে পেস্ট করে নিতে হবে। এবার এর সাথে ওটমিল মেশাতে হবে। ওটমিলগুলো গুঁড়ো করে নিতে হবে তার আগে। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন, ২০মিনিট।তারপর হালকা গরমজলটা দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে একদিন করুন।
তাহলে জেনে নিলেন তো কিভাবে কাজে লাগাবেন মৌরিকে। এবার শুধু শরীরকে ভালো রাখতে নয়, ত্বকের যত্ন নিতেও আজ থেকেই কাজে লাগান মৌরিকে। আর প্রতিদিন পান গ্লোয়িং ময়েশ্চারাইজড স্কিন।
মন্তব্য করুন