শীতকাল মানেই আপনাকে নিশ্চয়ই রোজই মোজা পরে বেরোতে হয়?আর সেই কারণেই আপনার পায়েও নিশ্চয়ই বিচ্ছিরি গন্ধ হয়?রোজই মোজা পালটে পালটে পরেও গন্ধ আটকাতে পারছেন না?টেনশন নেবেন না।আপনার পায়ের বিচ্ছিরি গন্ধের জন্য আপনাকে যাতে অপ্রস্তুতে পড়তে না হয়,তার জন্য ঘরোয়া উপায় নিয়ে হাজির আমরা।
পায়ে গন্ধ কেন হয়?
পায়ে গন্ধ কিন্তু নানা কারণে হতে পারে।এমনিতে ঘাম জমে জমে গরমকালে পায়ে দুর্গন্ধ তো হতেই পারে।আর শীতকালে ঘাম না জমলেও মোজা পরে থাকতে থাকতে পায়ে খানিক হলেও ঘাম তো জমেই।আর সেই ঘামই মোজা শুষে নেয়।তারপর আপনি যদি শীতকালে একই মোজা না কেচে দিনের পর দিন পরে যান,তাহলে ব্যাকটেরিয়া জমে আপনার পায়ে গন্ধ হতে পারে।কিন্তু এই পচা গন্ধ যাতে না হয়,তার জন্য আজ স্পেশাল টিপস।
১.আদা
পায়ে পচা গন্ধ?তাহলে নিশ্চিন্তে আদা ব্যবহার করুন।পায়ে থাকা ব্যাকটেরিয়া আর টক্সিন যদি তাড়াতে চান,তাহলে আদা কিন্তু আপনার বেস্ট অপশন হতেই পারে।
উপকরণ
আদা ২ ইঞ্চি বাটা।
পদ্ধতি
একটা কাপে গরম জলে আদা বাটা দিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন।এবার মিশ্রণটা ছেঁকে নিন।তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পায়ে ভালো করে মাখিয়ে নিন।এটা রোজ করুন।দেখবেন পায়ের গন্ধ ভ্যানিশ।
২.বেকিং সোডা
ঘামের পি.এইচ.-কে নিউট্রিলাইজ করতে আর পায়ের ব্যাকটেরিয়াকে তাড়াতে কিন্তু বেকিং সোডার জুড়ি নেই।
উপকরণ
বেকিং সোডা ৩ চামচ,১ মগ জল।
পদ্ধতি
জল গরম করে জলের মধ্যে বেকিং সোডা গুলে তাতে আপনার পা ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন।তাছাড়া আপনার জুতোর মধ্যেও বেকিং সোডা ছড়িয়ে দিতে পারেন অল্প করে।দেখবেন উপকার পাচ্ছেন।
৩.ল্যাভেন্ডার অয়েল
ল্যাভেন্ডার অয়েলের গন্ধ যে খুব সুন্দর,তা আপনি জানেনই।আর ল্যাভেন্ডার অয়েল কিন্তু ব্যাকটেরিয়া তাড়াতেও সাহায্য করে।এর অ্যান্টি-অক্সিড্যান্ট আর অ্যান্টি-ফাঙ্গাল গুণ পায়ের গন্ধও দূর করে।
উপকরণ
ল্যাভেন্ডার অয়েল ২ ফোঁটা।
অরগ্যানিক্স মন্ত্র ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল,১৫ মি.লি.
দাম ৩৪৯/-
অফারে দাম ২৪৯/-
পদ্ধতি
গরম জলে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে আপনার পা ১৫-২০ মিনিট ধরে ভিজিয়ে রাখুন।রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে এটা করুন।দেখবেন পায়ের গন্ধ তো ভ্যানিশ হচ্ছেই,সেই সাথে আপনার পায়ের সুন্দর গন্ধে দেখবেন নিজেরই মন ভালো লাগছে।
৪.ব্ল্যাক টি
চায়ের নেশা যে আপনার মারাত্মক তা জানি।কিন্তু জানেন কি,মোজা থেকে হওয়া পায়ের গন্ধ তাড়াতে চা বেস্ট অপশন।চায়ে থাকা ট্যানিক অ্যাসিড পায়ে গন্ধ তৈরি করে এমন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।আপনার পায়ের পোরসকে এটা বন্ধ করতে সাহায্য করে,তার ফলে পায়ে ঘামও কম হয়।
উপকরণ
কালো চা পাতার ব্যাগ ২ টো,৩ কাপ গরম জল।
পদ্ধতি
গরম জলে টি ব্যাগ খানিকক্ষণ ভিজিয়ে রাখুন।এবার জলের তাপমাত্রা কমানোর জন্য আরও জল দিন।এবার ওতে আপনার পা মিনিট ২০ ভিজিয়ে রাখুন।একদিন ছাড়া একদিন করুন।ফল পাবেন।
৫.ভিনিগার
ভিনিগারে থাকা অ্যাসিড কিন্তু ব্যাকটেরিয়া তাড়ানোর জন্য আপনার ফার্স্ট চয়েস হতেই পারে।যে কোনো ভিনিগারই আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
উপকরণ
১/২ কাপ ভিনিগার,৮ কাপ গরম জল।
পদ্ধতি
গরম জলে ভিনিগার দিয়ে আপনার পা ওতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।এরপর পা হালকা সাবান দিয়ে ঘষে পরিষ্কার করুন।দেখবেন মোজার বিচ্ছিরি গন্ধ আর কোনো সমস্যাই নয়।
এছাড়া দেখে নিন দুটো প্রোডাক্ট,যা আপনার পায়ের গন্ধ সহজেই তাড়াতে পারবে।
১.হেলিওস ফুট ফ্রেশ ওডার কন্ট্রোল ফুট স্প্রে
পায়ের গন্ধ দূর করে আপনার পা-কে ফেশ রাখে।
দাম ১৭৫/-
২.VLCC পেডি গ্লো ফুট কেয়ার কিট
এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট।ব্যবহার করে দেখতেই পারেন।
দাম ৫০৫/-
অফারে দাম ৪৪৭/-
তাহলে এবার শীতে মোজা পরেও বিন্দাস থাকুন।দেখবেন বিচ্ছিরি গন্ধ আর আপনার পায়ের ধারে কাছেও ঘেঁষতে পারছে না!
মন্তব্য করুন