অফিস হোক কি কলেজ, বা এমনি রাস্তায় বেরোনো বা বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোনো—যেখানেই আপনি যান না কেন মেক আপ তো মাস্ট। রাস্তায় যত গরমই থাকুক না কেন, আর যত ঝেঁপেই বৃষ্টি পড়ুক না কেন, অল টাইম পারফেক্ট সেলফি রেডি তো আপনাকে থাকতেই হবে। এদিকে জমিয়ে মেক আপ করবেন কি, হাতে তো টাইমই নেই। সারাক্ষণ চরকির মতো ঘুরে বেড়াতে হচ্ছে। এই রান্না করছেন, তো এই জামাকাপড় ভাঁজ করে রাখছেন। অফিস, কলেজের প্রোজেক্ট সামলে বেরোনোর আগে মেক আপ—হয়েই ওঠে না! তাই আপনার ওই চরম ব্যস্ততার সময় থেকে মাত্র ৫ মিনিট বের করে নিন, আর রেডি হন আমাদের ঝটপট মুশকিল আসান মেক আপের জন্য।
স্টেপ ১: ফাউন্ডেশন আর কনসিলার
মুখের বেস মেক আপ কিন্তু যেকোনো মেক আপের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বেস মেক আপ ঠিক না হলে কিন্তু আপনার পুরো মেক আপটাই চৌপাট হয়ে যেতে পারে। আর বেস মেক আপ মানেই বুঝতে পারছেন ফাউন্ডেশনের কেরামতি। আপনার স্কিন টোনের সাথে ফাউন্ডেশন ম্যাচ করুন, আর ঝটপট লাগিয়ে ফেলুন। এরপর পালা কনসিলারের। মুখে কালো দাগ, ব্রণ, ডার্ক সার্কেল—যেখানে যা দাগ আছে, কনসিলার দিয়ে চাপা দিয়ে দিন। ব্যাস। আপনার মুখের মেক আপ রেডি।
স্টেপ ২: ব্লাশ
বিয়ে বাড়ি তো আর যাচ্ছেন না। তাই গুচ্ছ রঙ-চঙে করে গালে ব্লাশ লাগানোর দরকারই নেই। জাস্ট মিনিমাম বেসিক জিনিসটা করুন। হালকা রঙের কোনো ব্লাশের কালার পছন্দ করুন। দেখবেন, যেখানে যাচ্ছেন, সেখানকার সাথে যেন মানানসই হয়। কলেজে যদি যান, তাহলে সের’মভাবে ব্লাশ লাগানোর দরকারই নেই। আর আপনি যদি না চান, তাহলে ব্লাশ না ব্যবহারও করতে পারেন।
স্টেপ ৩: চোখের যাদু
মুখের বেস মেক আপের পর চোখের মেক আপ করা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার চোখকে কেমন ভাবে সাজাবেন, সেটাই কিন্তু বলে দিতে পারে আপনার পারসোনালিটি। চোখের জন্য আপনি নিশ্চয়ই লিকুইড আই লাইনার ব্যবহার করেন। কিন্তু তাড়াতাড়ি মেক আপে লিকুইড লাইনার ব্যবহার করলে আপনার চোখের পুরো বারোটা বেজে যাবে। তাই পেন্সিল লাইনার ব্যবহার করুন। আর আপনি যদি লাইনারের বদলে কাজলেই কাজলনয়না হয়ে উঠতে চান, তাহলে নিশ্চিন্তে পেন্সিল কাজল ব্যবহার করুন। সময় নেই, তাই আমরা আর শ্যাডো ব্যবহার করার কথা বললাম না।
স্টেপ ৪: ঠোঁটকে সাজান
বুঝতেই পারছেন, যত তাড়াই থাকুক না কেন, ঠোঁটকে তো বাদ দিলে কোনোভাবেই চলবে না। আপনার পারফেক্ট পাউটের জন্য আপনার ঠোঁটকেও তো পারফেক্ট রঙে রাঙিয়ে তুলতেই হবে। এদিকে ঠোঁটকে ময়েশ্চারাইজডও রাখা চাই। চাপ নেই। ভালো ব্র্যান্ডের কালারড লিপবাম লাগিয়ে নিতে পারেন। বা পছন্দসই যেকোনো শেডের লিপস্টিক। ইচ্ছে হলে আর হাতে যদি সময় থাকে, তাহলে লিপ লাইনারও ব্যবহার করতে পারেন।
ব্যাস। এবার আর আপনার চাপ নেবার তো কোনো দরকারও নেই। ৫ মিনিটের যাদু মেক আপ টিপস পেয়েই গেছেন। নিশ্চিন্তে ঘরের কাজকম্ম সারুন। ধীরে সুস্থে রেডি হন। আর তারপর মেক আপের জন্য মাত্র পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট! মেক আপও ডান, আর আপনিও বিন্দাস!
মন্তব্য করুন