গ্রীষ্ম হোক বা বর্ষা, চুল উঠবে না নেই এমন কোন ভরসা। কিন্তু এবার কিছুটা হলেও ভরসা পাবেন। কারন হেয়ার কেয়ার টিপস দিচ্ছেন স্বয়ং হেয়ার এক্সপার্ট জাবেদ হাবিব। নামটা শুনেই খুশির হাসি দেখতে পাচ্ছি আপনাদের মুখে। তাহলে কথা না বাড়িয়ে জেনে নিন কি করতে বললেন জাবেদ হাবিব, যাতে চুল পড়া বন্ধ হবে ও চুলের বৃদ্ধি হবে গ্যারান্টির সাথে।
স্টেপ বাই স্টেপ কি করতে হবে?
- পেঁয়াজ ও আদার তেল খুব সামান্য পরিমানে নেবেন।
- এবার এর সাথে নারকেল তেল মেশাবেন ১৫ ড্রপ মত।
- ভালো করে তিনটি তেল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন।
- চুলের গোঁড়ায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন।
- ৩০ মিনিট পর রাখার পর শ্যাম্পু করে নিন।
পেঁয়াজ আদার তেল কোথায় পাবেন?
এমনিতে ঘরেই পেঁয়াজ ও আদার তেল বানিয়ে নেওয়া যায়। তবে তা সময় সাপেক্ষ। তাছাড়া হেয়ার এক্সপার্ট জাবেদ হাবিব নিজে রেডিমেড দুটি তেল ব্যবহার করেছেন। তাই আপনাদের জন্য বেছে বেছে ভালো মানের দুটি তেল সাজেস্ট করছি।
Naturals Onion Hair Oil
Ryaal Ginger Oil
আমার কথা যদি বিশ্বাস না হয় নিচের ভিডিওতে স্বয়ং জাবেদ হাবিবের মুখে শুনে নিন। সাথে দেখেও নিন তিনি কিভাবে তেলটি অ্যাপ্লাই করছেন।
ভিডিও ঋণঃ Jawed Habib Hair Expert
Amr chul boro korar sokh. Tobe chul vison patla r rough. Tai boro hoi na
Hair are thin. How I improve it?
আমাদের চুলে Herbal হেনা দিলে কী Dandruff দূর হবে ? কোন shampoo all types hair janno vlo plz comments koris ?