মেহেন্দি যেকোনো আনন্দের উৎসবে মহিলারা হাতে লাগিয়ে থাকেন। প্রথম দুদিন সুন্দর দেখালেও, যখন থেকে মেহেন্দির রঙ ফিকে হতে শুরু করে তখনই সমস্যা। অনেকে দুদিনের জন্য লাগাতে চাইলেও মেহেন্দি লাগাতে পারেন না। কারন তোলার সমস্যার জন্য।
এবার থেকে যখন খুশি ইচ্ছে মত ডিজাইনের মেহেন্দি লাগান আর তুলুন। কারন হাত থেকে মেহেন্দি তোলার অপেক্ষায় আপনাকে আর থাকতে হবে না। ঘরোয়া ১০টি উপায়ের যেকোনো একটি ব্যবহার করে এই মেহেন্দি আপনারা সহজে তুলতে পারবেন।
১. লেবুর কামাল
লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচের উপাদান। যা ক্ষতিকর নয় আপনার নরম হাতের জন্য। একফালি লেবু নিয়ে মেহেন্দির উপর ভালো করে ঘষতে থাকুন। দুদিন ২০ মিনিট মত এটি করুন। দেখবেন মেহেন্দি উঠে যাচ্ছে খুব জলদি।
২. টুথপেস্টের সাফ সাফাই
মুম্বাই নিবাসী আমার এক ভাই আমায় এই টিপসের কথা বলেছিল। প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু মজা করতে করতে একবার ট্রাই করে দেখালাম। বিশ্বাস করুন আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম!
সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় এটি। মেহেন্দি লাগানো হাতে ভালো করে টুথপেস্ট লাগিয়ে দুহাত দিয়ে তা ঘষতে থাকুন। ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে রঙ উঠে যেতে শুরু করবে।
৩. অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান
অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান দিয়ে হাত ধুলে মেহেন্দি জলদি উঠে যায়। এটি সবচেয়ে সহজ এবং নিরাপদ সমাধান। প্রতিদিন ১২ থেকে ১৫ বার সাবান দিয়ে হাত ধুতে থাকুন, এটি শীঘ্রই মেহেন্দির রঙ হালকা করে তুলে দেবে।
৪. নুনের গুন
নুনের গুন এবার নতুন ভাবে গাইবেন আপনারা। একটি বাটিতে জল নিয়ে তাতে দু চা চামচ নুন মিশিয়ে নিন। এবার ২০ থেকে ২৫ মিনিট মত মেহেন্দি লাগানো হাত তাতে চুবিয়ে বসে থাকুন। ২৫ মিনিট হয়ে যাওয়ার পর হাত ভালো করে ঘষে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিন।
৫. নুন ও জলপাইয়ের তেল
নুন আর জলপাইয়ের তেল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এটি ভালো করে হাতে লাগিয়ে ৫ মিনিট হাত ঘষুন তারপর ১৫ মিনিট রেখে হাত ধুয়ে নিন। এই উপায়েও মেহেন্দি হাত থেকে তোলা যায়।
৬. ফেস স্ক্রাবের কেরামতি
ফেস স্ক্রাব দিয়ে খুব সহজে মেহেন্দি তোলা যায়। হাতে ফেস স্ক্রাব লাগিয়ে ভালো করে কয়েক মিনিট হাত ঘষুন। ধীরে ধীরে রঙ উঠতে শুরু করে দেবে। এটি সহজ ও সুরক্ষিত একটি উপায়।
৭. ব্লিচের জাদু
ব্লিচ দিয়েও মেহেন্দি তোলা সম্ভব। তবে আপনার স্কিন খুব সেনসিটিভ হলে এটি ব্যবহার করবেন না। নর্মাল স্কিনের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। হাতে ব্লিচ লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে দিন, মেহেন্দি উঠে যাবে।
৮. বেকিং সোডা
বেকিং সোডাতেও লেবুর মত প্রাকৃতিক ব্লিচের উপাদান আছে। যা মেহেন্দির মত গাঢ় রঙ তুলতে সক্ষম। এক চা চামচ বেকিং সোডা ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে মেহেন্দি করা হাতে লাগান। ১৫ মিনিট পর হাত ধুয়ে নিন।
৯. ক্লোরিন
ক্লোরিন দিয়েও তোলা যেতে পারে মেহেন্দি। সামান্য জল ও ক্লোরিন মিশিয়ে একটি পাত্রে মিনিট ২০ হাত চুবিয়ে বসুন। তারপর ঠাণ্ডা জলে হাত ধুয়ে নিন।
১০. ডিটারজেন্ট পাউডার
ডিটারজেন্ট পাউডার দিয়ে মেহেন্দি তোলা খুবই সহজ ও সুরক্ষিত। জলে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর হাত ধুয়ে নিন। মেহেন্দি উঠে যাবে কয়েকবার করলে।
বিশেষ দ্রষ্টব্যঃ
- একবার করে উপরের ১০টি উপায়ের যেকোনো একটি ব্যবহার করলেই মেহেন্দি উঠে যাবে না। ৪ থেকে ৫ বার করে নিয়মিত ২দিন করলে তবেই তা তোলা সম্ভব।
- যে মেহেন্দি উঠতে ৯ থেকে ১০ দিন লাগে তা ৩ থেকে ৪ দিনে তোলার জন্য এই ঘরোয়া উপায়গুলির কথা বললাম।
- আপনার স্কিনের ধরন আমরাদের জানা নেই। তাই ব্যবহারের আগে হাতে সামান্য লাগিয়ে নিয়ে দেখুন কোন সমস্যা হচ্ছে কিনা। যদি হয় তবে ব্যবহার করবেন না।
মন্তব্য করুন