সারাদিন তো ত্বকের খুব ভালো করেই যত্ন নিলেন। মুখের ক্লিঞ্জিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে সামান্য মেকআপ করে বাড়ি থেকে বেরোলেন। সারাদিন পর অফিস থেকে ফিরে সামান্য ফেস ওয়াশ করে নিলেন।
কি মনে হয় এইটুকুই কি যথেষ্ট? একেবারেই নয়, এরপরেও প্রয়োজন রয়েছে আরও খানিকটা যত্নের। কারণ এই যত্নের ফলেই আপনার ত্বক থাকবে ভেতর থেকে সতেজ। আর এর জন্য প্রয়োজন নাইট ক্রিমের।
কেন ব্যবহার করবেন নাইট ক্রিম?
যদি ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজড রাখতে চান, তাহলে অবশ্যই ব্যবহার করুন নাইট ক্রিম। কারণ নাইট ক্রিমে থাকা ভিটামিন, কলেজিন এবং অ্যামিনো অ্যাসিড ত্বকের কোষ বৃদ্ধিতে সাহায্য করে। আপনার ত্বকের ধরণ অনুসারে যদি সঠিক নাইট ক্রিম ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার ত্বক কতটা উজ্জ্বল ও দীপ্তিময় হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, নাইট ক্রিম কিন্তু আপনার ত্বকে রিঙ্কল পড়তে দেয় না, ফলে বয়সের ছাপ একেবারেই ফুটে ওঠে না চেহারায়।
ব্যবহার করার সঠিক পদ্ধতি
- প্রথমে প্রয়োজন মতো ক্লিঞ্জিং ও টোনিং করে নিন। তারপর মুখ শুকিয়ে এলে এবার খানিকটা নাইট ক্রিম নিয়ে তা মুখে আলতো হাতে মাসাজ করে নিন।
- মনে রাখবেন, অন্যান্য ক্রিমের তুলনায় নাইট ক্রিম খুব ভারি হয়, তাই অল্প পরিমাণে ক্রিম নিয়ে আলতো হাতে ত্বকে মাসাজ করতে হবে।
- এক্ষেত্রে মনে রাখবেন মাসাজের স্ট্রোক যেন নীচ থেকে উপরের দিকে হয়। চোখের আশেপাশে নাইট ক্রিম লাগানোর প্রয়োজন নেই।
- নিয়মিত ঘুমোতে যাওয়ার ২০-২৫ মিনিট আগে মুখে নাইট ক্রিম অ্যাপ্লাই করুন।
বয়স বুঝে নাইট ক্রিম বেছে নিন
- নাইট ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই বয়স অনুসারে নাইট ক্রিম বেছে নিন।
- আপনার বয়স যদি হয় ২০-৩০এর মধ্যে তাহলে বেছে নিন প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ নাইট ক্রিম। সেক্ষেত্রে এসেন্সিয়াল অয়েল, অ্যালোভেরা জেল মধু-সমৃদ্ধ নাইট ক্রিম বেছে নিন।
- আপনার বয়স যদি হয় ৩০-৪০-এর মধ্যে তাহলে বেছে নিন অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড-সমৃদ্ধ নাইট ক্রিম।
- আর বয়স যদি হয় ৪০ বছর বা তার বেশি তাহলে ভিটামিন-সমৃদ্ধ নাইট ক্রিম আপনার জন্য আদর্শ।
- প্রত্যেকটি ত্বকের ধরণ অনুসারে আলাদা আলাদা নাইট ক্রিম বাজারে পাওয়া।
- এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল শুষ্ক ত্বকের জন্য উপকারি ৫টি নাইট ক্রিমের খোঁজ।
১) হিমালয়া হার্বালস রিভাইটালাইজিং নাইট ক্রিম
শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে আদর্শ হল এই নাইট ক্রিম। এটি আপনার ত্বকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বিশেষভাবে সাহায্য করে। পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করে, ত্বকে পুষ্টি যোগায়। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
- Price: Rs. 185/-
- Buy Here
২) ল্যাকমে নাইন টু ফাইভ ন্যাচরাল নাইট ক্রিম
শুষ্ক ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজড করতে সাহায্য করে এই নাইট ক্রিম। এতে রয়েছে অ্যালোভেরা, যা শুষ্ক ত্বককে সারা রাত পুষ্টি যোগায়। সারা রাত মাখার পর ঘুম থেকে উঠে তফাতটা চোখে পড়বে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
- Price: Rs. 239/-
- Buy Here
৩)আর্থ থেরাপি হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং পাপায়া নাইট ক্রিম
এই নাইট ক্রিমটি আপনার ত্বককে ময়েশ্চারাইজড করার পাশাপাশি ত্বকের মধ্যে জমে থাকা ধুলো-বালিকে টেনে বের করে আনে। ত্বকের যেকোনো রকম দাগ এবং বলিরোখা দূর করে ত্বকের স্বাভাবিক রূপ ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি ব্যবহারে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
- Price: Rs. 291/-
- Buy Here
৪) লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম
ভিটামিন ই-সমৃদ্ধ এই নাইট ক্রিম শুষ্ক ত্বকের আর্দ্রতা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ত্বককে ফর্সা করতেও সাহায্য করে। সারা রাত এই ক্রিম আপনার ত্বকে বসে আপনার ত্বককে করে তুলবে পালকের মতো কোমল। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
- Price: Rs. 385/-
- Buy Here
৫) বায়ো আয়ুর্বেদা নারিশিং লিফ্ট নাইট ক্রিম
ত্বকের ওপর বলিরেখা, ব্রণ, মেচেদার মত দাগ তুলতে বিশেষভাবে সাহায্য করে এই নাইট ক্রিম। সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে সমৃদ্ধ এই নাইট ক্রিমের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুষ্ক ত্বকের যাবতীয় সমস্যাও সমাধান করে এটি।
- Price: Rs. 919/-
- Buy Here
মন্তব্য করুন