অ্যাই মেকআপটা ঠিক মত না হলে, যতই সাজি না কেন পুরো সাজটাই মাটি। আমার সঙ্গে তোমরাও নিশ্চয়ই একমত। আর যারা চোখকে হাইলাইট করতে বেশি ভালোবাসো, তারা পুজোতেও কি সারাবছরের মতই একই স্টাইলে সাজবে? তাহলে পুজো স্পেশাল লুক আর কি হল। পুজোতে চোখকে সাজাও একদম নিউ লুকে। যাতে তোমার চোখে আটকে যায় সবাই। তাই দেখে নাও অ্যাইলাইনার পরার খুব সুন্দর কিছু স্টাইল।
সাধারন স্টাইল
প্রথমে ওপরের পাতার মাঝখানে সরু করে লাইনার লাগাও। তারপর চোখের কোনে ওপরের দিকে সরু করে লাইনার লাগাও। তারপর নাকের সামনের চোখের কোন থেকে আস্তে আস্তে লাইনার টানো। এবং চোখের শেষ প্রান্তে যে দাগটি তুলেছো সেই পর্যন্ত টানুন। আস্তে আস্তে একটু মোটা করুন।
ক্যাট অ্যাই স্টাইল
চোখের ওপরের পাতার শেষ অংশ থেকে একটু বেঁকিয়ে ওপর দিকে লাইনারের একটা দাড়ি তোলো। খুব বেশি না একটু। তারপর চোখের মাঝখান থেকে, লাইন টানো ওই দাড়ি অবধি। এমনভাবে লাইন টানো যাতে দাড়িতে জোরে। তারপর চোখের শুরুর কোন থেকে আস্তে আস্তে ভরাট করো।
উইঞ্জড স্টাইল
প্রথমে চোখের শুরুর কোন থেকে শেষ প্রান্ত অবধি লাইন টানো। তারপর চোখের শেষ কোনের ওপরের দিকে একটু লাইন তোলো। এমনভাবে করো যেন আগের লাইনটিকে যুক্ত করে। তারপর লাইন অনুযায়ী আস্তে আস্তে ভরাট করুন।
রেট্র লুক
প্রথমে ওপরের পাতার শেষ প্রান্তের ওপরের দিকে একটি লাইন তোলো। ছোট করে, বেশি বড় না। এরপর চোখের মাঝখান থেকে লাইন টানো। ওপরের দিকে যে লাইনটি তুলেছো, সেটি জুড়ে দাও। এবার চোখের ওই কোন থেকে লাইন টানো শেষ প্রান্তের ওই অংশ পর্যন্ত। ওই অংশে জুড়ে দাও।
ফিশটেইল স্টাইল
প্রথমে যেমন লাইনার পড়েন তেমনি করে পড়ে নিন। কিছুটা ক্যাট অ্যাই স্টাইলের পড়ে নিন ওপরের পাতায়। এরপর নীচের পাতার শেষের কোনে মোটা করে একইভাবে পড়ুন।
বোল্ড লুক
যারা খুব ফর্সা তারা ট্রাই করে দেখতে পার এই বোল্ড লুক। চোখ হয়ে উঠবে ঘন কালো। এরজন্য পেসসিল অ্যাইলাইনার সবথেকে ভালো। ছবি অনুযায়ী পুরটা পেনসিল দিয়ে করে নিতে পার। বা প্রথমে লিকুইড লাইনার দিয়ে ওপরের পাতায় আগে আউটলাইনটা করে নাও। তারপর কাজল দিয়ে ভরাট করে নাও। এরপর নীচের পাতায় কাজল পড়ে নাও।
রেগুলার স্টাইল
যারা একদম এক্সপেরিমেন্ট করতে চাও না তাদের জন্য আছে রেগুলার লুক। প্রথমে ওপরের পাতায় সরু করে লাইন টেনে নাও। তারপর নীচের পাতায় সরু করে পরো। এরপর ওপরের আস্তে আস্তে মোটা করে পরো।
স্মকি অ্যাই
চোখকে ওপরের পাতায় মোটা করে লাইনার পড়ে নিন। স্মকি লুকের জন্য পেনসিল লাইনার দরকার। পেনসিল দিয়ে ওপরের পাতা করে নাও। তারপর নীচের পাতায় পরো।
মন্তব্য করুন