জানেন তো, মেকাপ করা একধরনের শিল্প| আর এই শিল্প আপনার সৌন্দর্য্য ২ গুণ বাড়িয়ে তোলে আপনার চোখের মেকাপ| চোখের মেকাপটি যদি ঠিক মত করে ফেলতে পারেন, তাহলেই কিন্তু কেল্লা ফতে| সামান্য কাজলের একটি স্ট্রোক আপনার চোখকে মোহময়ী করে তুলতে যথেষ্ট| তাহলে বুঝতেই পারছেন ভালো মত সাজগোজ করতে হলে চোখের সাজ কিন্তু হতে হবে পারফেক্ট| আর এই পারফেক্ট চোখের মেকাপ তখনই সম্পন্ন হবে যখন আইশ্যাডোর শেডস ঠিক মতো হবে|
আপনি নিশ্চই ভাবছেন এত রকম শেডসের মধ্যে কোন কোনটি আপনার জন্য পারফেক্ট? গুলিয়ে যাচ্ছেন তো? কোনটি ছেড়ে কোনটি পছন্দ করবেন বুঝতে পারছেন না? কোনো চিন্তা নেই। আপনাদের সুবিধার্থে আমি নিয়ে চলে এসেছি ৫ টি দারুণ শেডস যেগুলি কিন্তু আপনার কালেকশনে থাকা মাস্ট| কারণ যেকোনো সাজের সাথে বা যে কোনো ড্রেসের সাথে এই আই শ্যাডোগুলি হবে একেবারে পারফেক্ট ম্যাচ|
১. গোল্ড
গোল্ড এমন একটি কালার যেটি যে কোনোরকম স্কিন কালারের সাথে এবং মোটামুটি যেকোনো কালারের পোশাকের সাথে বেশ ভালো ম্যাচ করে| শাড়ি বা সালোয়ার এমন কি ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশ ভালো রকম ভাবেই মানিয়ে যায়| ব্রাইডাল মেকাপের জন্য কিন্তু এই কালারের আই শ্যাডো বেস্ট| তবে গোল্ড আই শ্যাডোর আবার কিছু আলাদা আলাদা শেডস আছে, যেমন মিডিয়াম গোল্ড, লাইট গোল্ড, ইয়েলোইশ গোল্ড ইত্যাদি| এই নির্বাচনটি কিন্তু আপনার হাতে| স্কিন কালারের সাথে যেটি ম্যাচ করবে সেটি কিনে ফেলুন|
২. ব্লু
নাম শোনেন নি তো? বুল আই শ্যাডো কিন্তু এখন লেটেস্ট ট্রেন্ড| আপনি ইন্ডিয়ান ড্রেস পরুন বা যেকোনো ওয়েস্ট্রান ড্রেস, ব্লু আই শ্যাডো দুটি ক্ষেত্রেই আপনার স্টাইল স্টেটমেন্ট বাড়িয়ে তোলে| আমরা যেকোনো পার্টি বা অনুষ্ঠানে সলিড কালারের পোশাক পরা পছন্দ করি। আর তার সাথে চোখে ব্লু আইশ্যাডো কিন্তু আপনার সাজে আলাদা মাত্রা এনে দেয়| টারকোয়াইজ ব্লু হোক বা লাইট ব্লু, দুটোই কিন্তু আপনার চোখকে মোহময়ী করে তোলে| তাই এই আই শ্যাডো আপনার কাছে থাকা কিন্তু খুব জরুরী|
৩. ব্রাউন
এই কালারটি সবথেকে সেফ কালার| মানে কোনো চিন্তা ভাবনা না করে যেকোনো ড্রেসের সাথেই ব্রাউন কালারের আই শ্যাডো দিয়ে আপনি আপনার চোখ সাজিয়ে তুলতে পারেন| এটা সব থেকে কমন কালার এবং যেকোনো স্কিন কালারের সাথে খুব ভালো লাগে|
৪. ব্রোঞ্জ
ব্রোঞ্জ আই শ্যাডো আমাদের রেগুলার আই মেকাপের জন্য কিন্তু বেশ ভালো| দিনে হোক বা রাতে, যেকোনো কালারের পোশাকের সাথে ব্রোঞ্জের হালকা স্ট্রোক আপনার লুকসে পারফেকশন এনে দিতে পারে| অফিস বা কলেজ, যে কোনো সাজের সাথেই কিন্তু ব্রোঞ্জ বেশ ভালো মানাবে| ল্যাকমে বা মেবিলাইন নিউইয়র্ক এর ব্রোঞ্জ শেডসগুলি বেশ ভালো|
৫. গ্রীন
আপনি যদি সাজগোজের ক্ষেত্রে একটু সাহসী, ট্রেন্ডি হন, তাহলে কিন্তু গ্রীন আপনার জন্য পারফেক্ট| বিশেষ করে ডার্ক গ্রীন এবং এমার্যাল্ড গ্রীন কিন্তু আপনার সাজকে সকলের থেকে আলাদা করে দেবে| গ্রীন ও ব্লু কম্বিনেশন বা গ্রীন-ব্রাউন কম্বিনেশন আপনি ট্রাই করে দেখতে পারেন| দিনের বেলার যেকোনো অনুষ্ঠানে চোখকে সাজিয়ে তুলতে এই কম্বিনেশন বেশ ভালো|
এই সব কটি কালারের বিভিন্ন শেডস আপনি ল্যাকমে বা মেবিলাইন নিউইয়র্ক প্রোডাক্টস গুলিতে পেয়ে যাবেন| তবে যদি মনে হয় একসাথে একটু বেশি খরচা হয়ে যাচ্ছে তাহলে আমাজন বা ফ্লিপকার্টে ট্রাই করুন| এই ফেস্টিভ সিজনে কিন্তু ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন| এখনি কিনে ফেলুন, কারণ সামনেই ক্রিসমাস, নিউ ইয়ার আরো না জানি কত কিছু| আর ভালো করে সাজার জন্য শীতের মরশুমের থেকে ভালো সময় কিন্ত আর কিছু হতে পারে না|
মন্তব্য করুন