আপনি কি জানেনে রোজ রোজ চুলে শ্যাম্পু করা কিন্তু আপনার প্রিয় চুলের জন্য মোটেই সঠিক নয়| তাহলে উপায়? ড্রাই শ্যাম্পু ব্যবহার করেছেন কখনো? ভাবছেন এ আবার কি? অবাক হওয়ার কিছুই নেই প্রতিদিন আপনি চুল ধোয়ার জন্য যে শ্যাম্পু গুলি ব্যবহার করেন তাতে কম বেশি কেমিক্যাল থাকে| যা আপনার মাথার তেল ও নোংরা পরিষ্কার করলেও চুলের কিন্তু ক্ষতি করে| কাজের চাপে প্রতিদিন ভালো করে চুল ধোয়ার সময় ও অনেক ক্ষেত্রে পাওয়া যায়না, আবার ধরুন হঠাত্ করে আপনাকে কোথাও বেরোতে হচ্ছে কিন্তু তেলচিটে চুলে শ্যাম্পু করার সময় নেই । সেক্ষত্রে আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন| এতে ক্ষতি হওয়ার মত কোনো বস্তু থাকেনা, সময় ও কম লাগে এবং ড্রাই শ্যাম্পু আপনি বাড়িতেই তৈরী করে ফেলতে পারেন|
আগে জেনে নেওয়া যাক ড্রাই শ্যাম্পু ব্যবহারের সুবিধা গুলি কি কি?
১. ড্রাই শ্যাম্পু আপনার মাথার অতিরিক্ত তেল ও ধুলোবালি শুষে নেয়|
২. আপনার কোথাও বাইরে যাবার দরকার পড়লে শ্যাম্পু করে চুল শুকোনোর ঝঞ্ঝাট করতে করতে আপনার অনেক দেরী হয়ে যায়| এক্ষেত্রে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে আপনি নিমেষের মধ্যে সুন্দর চুল পেয়ে যেতে পারেন| কারণ এটি আপনার চুলের ভলিউম বাড়িয়ে তোলে|
৩. দু চার দিন শ্যাম্পু না করে ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল একই রকম সুন্দর ও ম্যানেজেবল থাকে|
৪. এই শ্যাম্পু আপনি সহজেই বাড়িতেই বনিয়ে ফেলতে পারেন| এতে আপনার সময় ও টাকা দুটিই বাঁচে|
এবার দেখে নেওয়া যাক এই শ্যাম্পু আপনি বাড়িতে সহজে কিভাবে বানাবেন?
১. বেবি পাউডার ড্রাই শ্যাম্পু
উপকরণ
এর জন্য শুধু প্রয়োজন বেবি পাউডার ও বেকিং সোডা| বেবি পাউডার যেকোনো হতে পারে যেমন জনসন পাউডার বা হিমালয়া বেবি পাউডার|
পদ্ধতি
প্রথমে আপনার চুলে বেবি পাউডার ও বেকিং সোডা মিশিয়ে ছড়িয়ে নিন| এবার চুলের গোড়ায় ও স্কাল্পে হালকা করে ঘষে নিন| ৪ থেকে ৫ মিনিট পর ভালো করে ব্রাশ করে নিন মানে চিরুনি দিয়ে চুল আঁচরে নিন| মুহুর্তের মধ্যেই আপনার চুল ঘন ও ম্যানেজেবল হয়ে উঠবে|
২. কন্সটার্চ ড্রাই শ্যাম্পু
উপকরণ
কন্সটার্চ
পদ্ধতি
অল্প কন্সটার্চ আপনার চুলের গোড়ায় ভালো করে ছড়িয়ে নিন| কিছুক্ষণ রেখে ভালো করে চিরুনি দিয়ে বা হেয়ার ব্রাশ দিয়ে আপনার চুল আঁচরে নিন| এতে আপনার চুলের তেল ও ধুলো কনস্ট্রার্চ শুষে নেবে| এবং আপনার চুল সুন্দর দেখাবে|
৩. ওটমিল ও বেকিং সোডা ড্রাই শ্যাম্পু
উপকরণ
১ কাপ ওটমিল মিক্সিতে বেটে পাউডার করে নেওয়া| ১ কাপ বেকিং সোডা|
পদ্ধতি
১ কাপ পাউডার ওটমিল ও ১ কাপ বেকিং সোডা ভালো করে মিশিয়ে একটি এয়ার টাইট কন্টেনারে রেখে দিন| এবার প্রয়োজন মত যেদিন আপনি শ্যাম্পু করার সময় পাচ্ছেন না সেদিন ভালো করে চুলের গোড়ায় এই মিশ্রণটি ছড়িয়ে ২-৩ মিনিট পর ভালো করে চিরুনি বা ব্রাশ দিয়ে চুল আঁচরে নিন| এটি ম্যাজিকের মত আপনার চুলের তেলতেলে ভাব বা ধুলোবালি পরিষ্কার করে|
৪. সল্ট ও কর্নমিল ড্রাই শ্যাম্পু
উপকরণ
১ বড় চামচ লবন, ১ কাপ কর্নমিল|
পদ্ধতি
আপনার কাছে কোনো খালি পাউডারের কৌটো বা সল্টসেকার থাকলে তাতে ১ বড় চামচ লবন ও ১ কাপ কর্নমিল ভালো করে মিশিয়ে ওতে ভরে রেখে দিন| আপনার প্রয়োজন মত দিন বা রাত যে কোনো সময়ে এই মিশ্রন টি আপনার চুলের গোড়ায় ছড়িয়ে কিছুক্ষণ পর চুল ভালো করে আঁচরে নিন|
৫. ড্রাই শ্যাম্পু কালার করা চুলের জন্য
উপকরণ
১/২ কাপ কন্সটার্চ, ২ বড় চামচ কোকো পাউডার(কালো চুলের জন্য), ২ বড় চামচ দারচিনি পাউডার(লাল বা বাদামী চুলের জন্য)|
পদ্ধতি
আপনার চুলের রঙ অনুযায়ী আপনি কন্সটার্চ ও তার সঙ্গে কোকো পাউডার বা দারচিনি পাউডার মিশিয়ে আপনার ড্রাই শ্যাম্পু তৈরী করে নিন| এছাড়া আপনি তিনটি উপাদান মিশিয়েও ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন| এটিও একই ভাবে চুলের গোড়ায় দিয়ে কিছুক্ষণ পর চুল আঁচরে নিতে হবে|
দেখছেন তো এখন আপনার চুল ম্যানেজ করা কত সহজ| কাজের চাপে অনেক সময় ই আমরা রোজ রোজ শ্যাম্পু করার সময় পাইনা আবার ছোট করে কোথাও বেরোতে হলেও শ্যাম্পু করার সময় থাকেনা|সেক্ষত্রে নিশ্চই তেলচিটে চুল নিয়ে বাইরে বেরোনোটা আপনি পছন্দ করবেন না| ড্রাই শ্যাম্পু এই সব সমস্যার সমাধান করতে সক্ষম| তবে রোজ রোজ চুলে ড্রাই শ্যাম্পু না করাই ভালো| সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করা ভালো| আর ড্রাই শ্যাম্পু আপনার কাজের দিন গুলিতে বা চট জলদি কথাও বেরোনোর আগে ব্যবহার করুন|
Bappy
Ch up silki krbo kmne
DusBus Staff
চুল সিল্কি করার উপায় জানতে এই লিঙ্কটি চেক করুন