ভাবুন তো, উঠতে বসতে যখন খুশি যদি আয়নার দিকে তাকালেই আপনার চোখের নীচের ওই বিচ্ছিরি ডার্ক সার্কেলগুলো আপনার মুড অফ করে দেয়, তাহলে কি বাজেই না হয়! অনেক চেষ্টা করে, দোকান থেকে নানা নামীদামী ডার্ক সার্কেল রিমুভার ক্রিম কিনেও চোখের তলার কালি দূর করতে পারেননি তো? চাপ নেবেন না, আজকের হট আর্টিকলে রইলো দইয়ের তিন তিনটি প্যাক যা আপনার চোখের কালি এক মুহূর্তে দূর করে দেবে।
চোখের তলায় কালি কেন পড়ে ?
রাতে নিশ্চয়ই আপনার কম ঘুম হয়? তাহলে চোখের তলায় কালি পড়তে কিন্তু বাধ্য। আবার বেশী ঘুমোলেও কিন্তু চোখের তলায় কালি পড়ে। তাছাড়া স্ট্রেস, ক্লান্তি, কড়া রোদে ঘুরে বেড়ানো, বয়স—ইত্যাদিও কিন্তু আপনার চোখের তলায় ডার্ক সার্কেলের কারণ হতে পারে।
➡ ডার্ক সার্কেল দূর করতে সেরা ক্রিম
কেন দই ?
দইতে থাকা ল্যাক্টিক অ্যাসিড আর প্রো-বায়োটিকস আপনার চোখের তলার ডার্ক সার্কেল কিন্তু নিমেষে দূর করে ফেলতে পারে। আপনার স্কিন টোনকে হালকা করে ব্লিচিং এজেন্ট হিসেবেও কিন্তু দই কাজ করে। তাছাড়া ল্যাক্টিক অ্যাসিড কিন্তু ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। আর আপনার ত্বকের টোন যদি অসমান হয়, তাহলেও প্রাকৃতিক ভাবে উজ্জ্বল সমান ত্বক পেতে চাইলে দই আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে। এখন জেনে নিন, দইয়ের তিনটি দারুণ প্যাকের সন্ধান যা আপনার ডার্ক সার্কেল এক নিমেষে দূর করবে।
১. দই আর মধুর প্যাক
উপকরণ
দই ১ চামচ, মধু ১ চামচ।
পদ্ধতি
দই আর মধু একসাথে মিশিয়ে চোখের তলায় লাগিয়ে ফেলুন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। রোজ একবার করে করুন। দেখবেন ডার্ক সার্কেল এক সপ্তাহের মধ্যে গায়েব।
২. দইয়ের প্যাক
শুধু দই কিন্তু আপনার চোখের তলার কালিকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে পারে। তাছাড়া আপনার চোখের তলা যদি ফোলা ফোলা হয়, তাহলেও কিন্তু দই ব্যবহার করতে পারেন অনায়াসে।
উপকরণ
দই ১ চামচ।
পদ্ধতি
দই নিয়ে আপনার চোখের তলায় এমনিই লাগিয়ে ফেলুন। তারপর ২০-২৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দিনে দু’বার করে এটা করুন। দেখবেন ডার্ক সার্কেল কাকে বলে ভুলেই গেছেন।
৩. দই আর কাঁচা হলুদের প্যাক
কাঁচা হলুদ কিন্তু আপনার ত্বকের সব কালো দাগ দূর করে ত্বককে পরিষ্কার আর উজ্জ্বল করতে কিন্তু এক নম্বর। তাই আপনার ডার্ক সার্কেলকে তাড়াতে এটা ব্যবহার করতেই পারেন।
উপকরণ
কাঁচা হলুদ বাটা ১ চামচ, দই ১ চামচ।
পদ্ধতি
কাঁচা হলুদ আর দই একসাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনার চোখের নীচে ভালো করে মাখিয়ে ফেলুন হালকা ম্যাসাজ করে। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নিয়ম করে এটা করুন, উপকার পাবেন।
তাহলে আজ দেখে নিলেন চোখের নীচের কালি দূর করার দারুণ সহজ টিপস। এবার দেরী না করে শিগগিরি কাজে লাগান দইকে, আর ডার্ক সার্কেলকে বাই বাই বলুন মাত্র কয়েকদিনে।
মন্তব্য করুন