পলিউশানের চক্করে দিন দিন মুখে জেল্লা কমে আসছিলো। অনেক কিছু ট্রাই করেও ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। তবে এখন আর সেই সমস্যা নেই। কেন? কারন প্রাকৃতিক উপাদানের সাহায্যে সমাধান পেয়ে গিয়েছি।
মুখের নানা দাগ তো দূর হয়েছেই সাথে সাথে হারানো জেল্লাও ফিরে পেয়েছি। কি ভাবে? নীচে শেয়ার করলাম টিপস।
পাকা পেঁপের ফেস প্যাক
পাকা পেঁপে মুখের নানা দাগ দূর করার যম বলতে পারেন। কারন এতে থাকা প্যাপেইন উৎসেচক ব্রণর দাগ থেকে শুরু করে নানা দাগ সরাতে সাহায্য করে। আর ত্বকের গ্লো বজায় রাখে সহজেই।
কিভাবে বানাবেন ফেস প্যাক
খুবই সহজ এই প্যাকটি বানানো। সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন। আমি সময় পেলে প্রায় রোজই এটি লাগাই। দিনে সময় না থাকলে রাতে মুখে লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন। সকালে উঠে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নেবেন।
উপকরণ
• পাকা পেঁপের পেস্ট হাফ বাটি
• গোলাপজল ২ চা চামচ
• চন্দনের পেস্ট ৩ চা চামচ
কিভাবে ব্যবহার করবেন
• প্রথমে ভালো করে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে শুকিয়ে নিন।
• এবার একটি বাটিতে পেঁপে, গোলাপজল, চন্দন ভালো ভাবে মিশিয়ে নিন।
• মুখে লাগিয়ে নিয়ে আসতে আসতে হাত দিয়ে ম্যাসাজ করুন ৫ থেকে ৬ মিনিট।
• এক ঘণ্টা পর মুখ ধুয়ে নিন। মুখ ধুয়ে যে ক্রিম আপনি সাধারণত ব্যবহার করেন তা লাগিয়ে নিন।
• এক থেকে দু মাসের মধ্যে দেখবেন মুখের দাগ ভ্যানিশ ও স্বাভাবিক জেল্লা বজায় রয়েছে।
মন্তব্য করুন