আপনার চুল কি খুব ড্রাই হয়ে গেছে?নাকি হেয়ার ফলের জ্বালায় আপনার খুব খারাপ অবস্থা?চিন্তা নেই,খুশকি টু হেয়ার ফল,রাফনেস টু চুলের আগা ফেটে পাওয়া—আপনার চুলের সব রকম সমস্যাতে কিন্তু মধু দারুণ কাজে দিতে পারে।

চুলে মধু কেন লাগাবেন?
মধু কিন্তু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।তাই আপনার চুলের ড্রাই হয়ে যাওয়া বা অন্যান্য সমস্যায় কিন্তু মধু অনায়াসে ব্যবহার করতেই পারেন।মধু আপনার চুলের ময়েশ্চারাইজারকে ধরেও রাখবে,আর আপনাকে সিল্কি,সফট আর শাইনি চুলের মালকিন করে তুলবে।তাছাড়া চুলের বৃদ্ধি ঘটাতে আর মাথার স্ক্যাল্পকে হেলদি,ইনফেকশন ফ্রি রাখতে হলে মধু ব্যবহার করুন।
১. গরম মধু আর অলিভ অয়েলের ট্রিটমেন্ট
চুলে মধু এমনি ব্যবহার করলে খুব স্টিকি লাগতে পারে।তাই একে অলিভ অয়েলের সাথে মিশিয়ে লাগান।স্মুদ,শাইনি হেয়ার পেয়ে এই হেয়ার ট্রিটমেন্ট কিন্তু দারুণ কাজের।
উপকরণ
১/২ কাপ অরগ্যানিক মধু, ১/৪ কাপ অলিভ অয়েল।
পদ্ধতি
মধু আর অলিভ অয়েল একসাথে মিশিয়ে হালকা করে গরম করে নিন।তারপর মাথার স্ক্যাল্পে আর চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান।২৫-৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।সপ্তাহে একদিন করুন।দেখবেন ড্রাই হেয়ারের সমস্যা একদম ভ্যানিশ।আপনাদের জন্য একটা ভালো অলিভ অয়েলের সন্ধানও রইল।অ্যামাজনে কিনে নিন।
সোল ফ্লাওয়ার কোল্ড প্রেসড অলিভ ক্যারিয়ার অয়েল, ২২৫ মি.লি.

দাম ২৬৫/-
২. মধু,নারকেল তেল আর দইয়ের হেয়ার মাস্ক
এই হেয়ার মাস্ক কিন্তু আপনার চুলকে কন্ডিশনিং করতে দারুণ সাহায্য করে।কারণ দইতে থাকা ল্যাক্টিক অ্যাসিড আপনার স্ক্যাল্পকে পরিষ্কার রাখবে,আর এতে থাকা প্রোটিন আপনার চুলকে তার স্বাভাবিক পুষ্টির যোগান দিয়ে চুলকে শক্তিশালীও করবে।তাছাড়া নারকেল তেলে থাকা একগুচ্ছ নিউট্রিয়েন্টস আপনার চুলকে শাইনি আর স্মুদ রাখে।
উপকরণ
২ চামচ টক দই,১ ১/২ অরগ্যানিক মধু,১/২ চামচ নারকেল তেল।
পদ্ধতি
একটা বাটিতে দই,মধু আর নারকেল তেল একসাথে মিশিয়ে নিন।চুল বেশী বড় হলে নারকেল তেলের পরিমাণ বাড়িয়ে নেবেন।স্ক্যাল্পে আর চুলে ভালো করে ম্যাসাজক করুন।১৫ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন।সপ্তাহে ১ দিন করে কিন্তু করতেই পারেন যদি উপকার চান।
৩.কলা আর মধুর হেয়ার প্যাক
আপনার স্ক্যাল্প খুব ইচি হলে আপনি এই হেয়ার মাস্ক নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।এটা আপনার চুলকে ময়েশ্চারাইজডও করবে।
উপকরণ
১/২ কাপ অরগ্যানিক হানি,২ টো পাকা কলা,১/২ কাপ অলিভ অয়েল।
পদ্ধতি
সব উপকরণ একসাথে মিক্সিতে পিউরি করে নিন।তারপর ভালো করে মাথায় ম্যাসাজ করুন।শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন মিনিট পনেরো।এরপর ভালো করে মাথা ধুয়ে শ্যাম্পু করে নিন।দু সপ্তাহে ১ বার করুন।ফল পাবেন।
৪.মধু আর ডিমের প্রোটিন প্যাক
আপনার চুল যদি খুব বেশী ড্রাই থাকে,তাহলে এই হেয়ার প্যাকটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।আপনার চুলে প্রয়োজনীয় প্রোটিনের পুষ্টির যোগান দিতে সাহায্য করে ডিম আর এতে থাকা বাদাম তেল আর মধু চুলকে কন্ডিশন করতে সাহায্য করে।
উপকরণ
১ টা ডিমের কুসুম,১ চামচ মধু,১ চামচ বাদাম তেল।
পদ্ধতি
একটা বাটিতে সবকিছু ভালো করে মিশিয়ে নিন যাতে স্মুদ হয়।আপনার মাথার চুলে ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করুন ও ২০-২৫ মিনিট রেখে দিন।এরপর ঠাণ্ডা জলে মাথা ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে ২ দিন করে নিয়ম করে একমাস করেই দেখুন।উপকার পাবেন।তবে আপনার চুল যদি অয়েলি হয়,তাহলে কিন্তু এই হেয়ার প্যাক আপনার না ব্যবহার করাই ভালো।
৫.মধু আর দুধের হেয়ার প্যাক
শুষ্ক চুলকে হাইড্রেট করতে কিন্তু এই হেয়ার প্যাকের জুড়ি নেই।
উপকরণ
মধু ৩ চামচ,দুধ ৫ চামচ।
পদ্ধতি
মধু আর দুধ একসাথে মিশিয়ে আপনার স্ক্যাল্পে আর চুলে ভালো করে মেখে নিন।তারপর ১৫ মিনিট পরে হালকা গরম জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।সপ্তাহে একদিন করলেই উপকার পাবেন।
আর ইচ্ছে হলে আপনি আপনার শ্যাম্পুতেও কিন্তু মধু ব্যবহার করতে পারেন।চমকাবেন না।সে উপায়ও নাহয় আমরাই বলে দিচ্ছি।
১.খাদি হানি শ্যাম্পু, আয়ুর্বেদিক,২১০ মি.লি.,এনরিচড উইথ অ্যালোভেরা অ্যান্ড জোজোবা

দাম ১৫০/-
২. জোভিস হানি অ্যান্ড অ্যাপল হেয়ার কন্ডিশনিং শ্যাম্পু, ২৫০ মি.লি.

দাম ২৪৫/-
অফারে দাম ২০৮/-
তাহলে এবার আপনার চুলের এ টু জেড যত্নে ব্যবহার করুন মধুকেও আর হয়ে উঠুন শাইনি চুলের মালকিন সহজ উপায়ে।
আমার মাথার চুল খুব পাতলা।।।। প্রচন্ড চুল ঝরে পড়ে।।।। আমার মাথার দুই সাইট টাঁক হয়েছে অল্প করে।।। আমাকে বলুন কী তেল কী শ্যাম্পু ব্যবহার করা দরকার
Amar chul khub porchhe. Samner dike tak pore jachhe r chuler growth o kome jachhe..doya kore bolun ami er jonno ki use korbo??
Amar mathar chul khub patla. Ghono ki kore korbo? R sit kale khub khuski hy. Samner dike tak pore jache.