সৌন্দর্যও তাহলে আজকাল চীনে তৈরি হচ্ছে!আজ্ঞে আজকের এই লেখা পড়ে কিন্তু আপনার এহেন কথা মনে হতেই পারে।চীনা মেয়েদের তো দেখেইছেন।কেউ বা ছবিতে,কেউ বা কাছ থেকে।আর তাদের ওই অমন সুন্দর ফ্ল’লেস,পরিষ্কার,নিদাগ স্কিন দেখে তাঁদের সৌন্দর্যের প্রেমে পড়েননি,এমন বোধহয় আপনাদের মধ্যে খুবই কম আছে।নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে চাইনিজ মেয়েদের ওই অপূর্ব সৌন্দর্যের রহস্য কী?তার জন্যেই আজ রইলো আজকের লেখা।
চীনা মেয়েদের অধ্যাবসায় !
অবাক হবেন না।সুন্দর স্কিন পাবেন,অথচ একটু খাটা-খাটনি করবেন না,এ তো আর হয় না!চাইনিজ মেয়েরা কিন্তু তাদের ত্বকের যৌবন ধরে রাখার জন্য প্রচুর খাটা-খাটনি করে।আর সৌন্দর্যের জগতে বিউটি সিক্রেটের জন্য চাইনিজ টিপস তো জগত বিখ্যাত!বহু প্রজন্ম ধরে এই বিউটি সিক্রেট তারা বহন করে নিয়ে আসছে।আজকে আপনাদের জন্য রইলো তারই কিছু টুকরো টিপস।
১. স্কিনকে টোন করুন রাইস ওয়াটার দিয়ে
রাইস ওয়াটার শুনে নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন!সুন্দর আর নিদাগ, উজ্জ্বল ত্বক যদি পেতে চান,তাহলে স্কিন টোনিং কিন্তু মাস্ট।আর এই জন্যই চীনারা কাজে লাগান রাইস ওয়াটারকে।
উপকরণ
পালিশ না করা চাল।
পদ্ধতি
পালিশ না করা চালকে নিয়ে এক বাটি জলে ভিজিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না জল সাদা দুধের মতো রঙ হচ্ছে।এবার ওই জলটা ফ্রিজে রেখে দিন,আর তুলোর বল দিয়ে টোনার হিসেবে দিব্যি ব্যবহার করুন।আপনি কিন্তু ৩-৪ দিন আরামসে ওই জল ব্যবহার করতে পারেন।নিয়ম করে ব্যবহার করুন,তারপর দেখবেন চাইনিজ সিক্রেট কাকে বলে!আর হ্যাঁ,সস্তায় এমন কাজের টোনার কিন্তু পাবেন না!
২. ত্বককে রিজুভিনেট করুন
ত্বকের যত্নের জন্য এটা করা কিন্তু মাস্ট।এর জন্য চীনারা কিন্তু পার্ল মানে মুক্তোর গুঁড়ো ব্যবহার করেন!উজ্জ্বল ত্বক পেতে এটা কিন্তু দারুণ কার্যকরী।
উপকরণ
অয়েস্টার শেল পাওডার ১ চামচ,মধু ১ চামচ,ডিমের কুসুম ১ টা।
পদ্ধতি
সব উপকরণ একসাথে মিশিয়ে মুখে মেখে ফেলুন।সময়মত ধুয়ে ফেলবেন।দেখবেন ত্বকের প্রদাহ থেকে শুরু করে ইরিটেশন—সমস্ত কমে গেছে।আর আপনার মুখও মুক্তোর মতোই উজ্জ্বল হয়ে উঠেছে।তবে আমাদের দেশে এই অয়েস্টার শেল পাওডার পাওয়া কিন্তু কঠিন ব্যাপার।তাই সেরকম বুঝলে আপনি VLCC-র পার্ল ফেস মাস্কও স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন।
৩. ত্বকের যৌবন বাঁচিয়ে রাখুন
ওজন কমানো থেকে শুরু করে ত্বকের বয়স কমানো—চাইনিজ মেয়েদের বিউটি রুটিনে গ্রিন টি কিন্তু মাস্ট।এতে প্রচুর থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট আপনার ত্বকের বয়স তো কমায়ই,তাছাড়া আপনার অনাক্রম্যতা বাড়িয়েও আপনাকে ‘যুবতী’ রাখে।তাই দিনে অন্তত কাপ দুয়েক গ্রিন টি আপনি নিশ্চিন্তে খেতে পারেন।চিনি ছাড়া খান।তবে একান্তই যদি না পারেন,মধু দিন।
৪. ত্বকের ঔজ্জ্বল্যের চাবিকাঠি!
চাইনিজ মেয়েদের উজ্জ্বল গ্লোয়িং স্কিনের প্রেমে পড়েননি,এবং তাদের মতো স্কিন চাননি,আপনাদের মধ্যে এমন কিন্তু কমই আছেন।আর এই বিউটি সিক্রেটের রহস্য কিন্তু কোনো কেমিক্যাল যুক্ত ক্রিম না।সিম্পল কিছু হার্ব।
উপকরণ
পরিমাণ মতো পুদিনা পাতা।
পদ্ধতি
পুদিনা পাতার পেস্ট বানান।তারপর এটা মুখে মেখে নিন।ধুয়ে ফেলার পর দেখবেন আপনার স্কিনের উজ্জ্বলতা হাজার গুণে চমকাচ্ছে।নিয়ম করে করুন,আপনাকে তো আর চেনাই যাবে না।
৫. বলিরেখা কমাবেন ?
ভাবুন তো,চাইনিজ মেয়েদের মতো সফট,বলিরেখাহীন রিঙ্কল ফ্রি মুখ!ভেবেই নিশ্চয়ই লোভ হচ্ছে?ভাবছেন তো,কী করে পাবেন অমন ত্বক?চাপ নেই।দেখে নিন।
উপকরণ
ডিমের সাদা অংশ ১ টা।
পদ্ধতি
ডিমের সাদা অংশ মুখে মাখুন।মিনিট ২০ পর ধুয়ে ফেলুন।আপনার ত্বককে টানটান আর উজ্জ্বল রাখতে এর কিন্তু জুড়ি নেই।তাই নিয়ম করে ব্যবহার করেই দেখুন।
৬. ব্রণ?
ব্রণ যদি কমাতে চান,তাহলে কিন্তু মুগ খুবই উপকারী।রানী থেকে সাধারণ লোক—বহু প্রাচীন কাল থেকেই চীনা মহিলারা এই মুগ বিনস নিজেদের রূপচর্চায় ব্যবহার করে এসেছেন।
উপকরণ
মুগ বিনস পরিমাণ মতো।
পদ্ধতি
মুগ বিনস মিক্সিতে পেস্ট করে মুখে মেখে ৩০ মিনিট মতো রাখুন।তারপর ধুয়ে ফেলুন।এটা নিয়ম করে করবেন।মুগ বিনস কিন্তু মুখের ফোলা ভাব কমাতে আর ব্রণকে দূরে রাখতে দারুণ কাজে দেয়।
৭. ফোলা মুখের জ্বালা?
সারা গায়ে ভালো করে ম্যাসাজ।আজ্ঞে এটাই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার অব্যর্থ ওষুধ।মুখে ভালো করে তাই ফেসিয়াল ম্যাসাজ করুন, দেখবেন রক্ত সঞ্চালনও ভালো হচ্ছে,আর ফোলা ভাবও কমছে।
কীভাবে করবেন?
১.কান থেকে শুরু করে কলার বোন অবধি করুন।
২.সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন।তবে পুলিং আর স্ট্রেচিং কিন্তু একদম করবেন না।
৩.থুতনির কাছে ভালো করে এবার ম্যাসাজ করুন।
৪.তারপর সারা মুখে আপওয়ার্ড ভাবে ম্যাসাজ করবেন।খেয়াল রাখবেন ডাউনওয়ার্ড ম্যাসাজ কিন্তু একদম করবেন না।
চোখের তলার ফোলা ভাব কমাতে আপনার অনামিকাকে ব্যবহার করুন। আঙুল দিয়ে আস্তে করে ম্যাসাজ করবেন।মনে রাখবেন,চোখের তলা কিন্তু খুব নরম জায়গা।তাই এখানে পুলিং আর স্ট্রেচিং করলে কিন্তু রিঙ্কল দেখা দিতে পারে।আর এই ম্যাসাজ কিন্তু রোজ রোজ করবেন না।১৫ দিন ছাড়া ছাড়া করার চেষ্টা করুন।
৮. স্কিন টোনকে সমান করুন
এটার জন্য চাইনিজ মেয়েরা কিন্তু হলুদ ব্যবহার করে থাকেন।এটা খুবই সোজা একটা জিনিস।
উপকরণ
কাঁচা হলুদ ২ চামচ,মধু ১ চামচ,আমন্ড মিল্ক ১ চামচ।
পদ্ধতি
সব উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে একটা ফেস মাস্ক বানান। তারপর এটা আপনার মুখে মেখে মিনিট ২০ রাখুন।পরে ধুয়ে ফেলুন।নিয়ম করে করেই দেখুন।ত্বকের কালো দাগ ভ্যানিশ হয়ে আপনার ত্বক একেবারে ঔজ্জ্বল্যে ফেটে পড়বে।
৯. টুকরো টিপস
আর সুস্থ থাকার জন্য আপনার ডায়েট তো ঠিক করতে হবেই।চীনা মেয়েরা কিন্তু প্রচুর মাশরুম আর সয়াবিন খান।তাই আপনার ডায়েটেও এই দুটো জিনিস রাখুন।আর তাছাড়া ফল বা ফলের রস খাওয়া তো মাস্ট।বেশী করে জল খান।নিয়ম করে ঘুমোন সময় মেনে।
তাহলেই দেখবেন বিউটি আর চীনে তৈরি হবে না।আমার-আপনার ঘরেও এবার তৈরি হবে!
মন্তব্য করুন