ব্রণ ভর্তি গাল? কিছুতেই এই সমস্যা যাচ্ছে না? আর তাই পার্টনারও খুব একটা কাছে আসছে না, তাই না? তা ব্রণ থেকে মুক্তি পাবার জন্য অনেকতো বাইরের নানারকম প্রোডাক্ট ব্যবহার করলেন। এবার কিছু এমন জিনিস ব্যবহার করুন, যা সত্যি ভেতর থেকে কাজ করবে। তখন ব্রণ মুক্ত গাল পাওয়া জাস্ট আপনার হাতের মুঠোয়, সঙ্গে পার্টনারকেও। দেখে নিন।
১। বরফ
খুব তাড়াতাড়ি ব্রণ কমাতে চাইলে ব্যবহার করুন বরফ। এটা রক্তসঞ্চালন উন্নত করে এবং ব্রণ কমায়।
উপকরণ
৪ থেকে ৫টা আইস কিউব ও একটু পাতলা সুতির কাপড়
পদ্ধতি
আইস কিউব গুলো কাপড়ের ভেতর মুড়ে নিন। এবার ওটা ব্রণর জায়গায় ধরে থাকুন কিছুক্ষণ। এইভাবে ১৫ থেকে ২০ মিনিট করুন। সপ্তাহে দু থেকে তিনদিন করুন। ব্রণ কমবে।
২। লেবুর রস
লেবুর রসে রয়েছে ভিটামিন সি এর গুণ। যা তাড়াতাড়ি ব্রণ শুকোতে সাহায্য করে।
উপকরন
১ থেকে ২চামচ লেবুর রস ও তুলোর বল
পদ্ধতি
লেবুর রসে তুলো ভিজিয়ে মুখে লাগান। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। দেখবেন কত তাড়াতাড়ি ব্রণ থেকে মুক্তি পাচ্ছেন। তবে সেনসিটিভ স্কিন হলে লেবুর রস লাগাবেন না। ওপরের পদ্ধতিটি ব্যবহার করুন।
৩। রসুন
রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান, যা রক্ত পরিষ্কার করে ও ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করে।
উপকরণ
দু কোয়া রসুন
পদ্ধতি
রসুন একটু থেঁতলে নিন। এবার ওটা ব্রণর জায়গায় লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন করুন। পারলে সপ্তাহে দুদিন এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান। এতে রক্ত পরিষ্কার হবে। যা বার বার ব্রণর ফিরে আসাও আটকাবে। তবে রোজ খাবেন না।
৪। টুথপেস্ট
শুনতে অবাক লাগলেও এটা কিন্তু ম্যাজিকের মত কাজ করে ব্রণর সমস্যায়। তবে এর জন্য সাধারণ সাদা টুথপেস্ট ব্যবহার করবেন। কোন জেল বা স্পেশাল টুথপেস্ট নয়।
উপকরণ
হাফ চামচ মত টুথপেস্ট
পদ্ধতি
রোজ সকালে দাঁত পরিষ্কার করার সাথে সাথে টুথপেস্টকে কাজে লাগান ব্রণর সমস্যায়। ব্রণর জায়গায় লাগান। একঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। সারারাতও রাখতে পারেন। সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি কাজ করবে। সপ্তাহে দু থেকে তিনদিন করুন আর ম্যাজিক দেখুন।
৫। পেঁপে
পেঁপে অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এবং ব্রণ কমাতে বেশ উপকারি। জাস্ট ব্যবহার করুণ পেঁপের পেস্ট।
উপকরণ
২চামচ কাঁচা পেঁপের পেস্ট
পদ্ধতি
জাস্ট কাঁচা পেঁপে ভালো করে ব্লেণ্ড করে নিন। এবার এটি ব্রণর জায়গায় লাগান। গোটা মুখেও লাগাতে পারেন। ১৫ মিনিট মত রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুদিন করুন। এছাড়াও একই ভাবে ব্যবহার করতে পারেন গ্রীন টির লিকার। গ্রীনটির লিকার মুখে লাগিয়ে রাখতে পারেন। এতেও কাজ হবে।
তাহলে ব্রণর জন্য আর মন খারাপ করে বসে না থেকে এই জিনিস গুলো ব্যবহার করুন। আর মেনে চলুন একটু হেলদি ডায়েট আর ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন। ব্যাস তাহলেই ব্রণ মুক্ত পরিষ্কার গাল আর সেই গালে বরের সোহাগ পাওয়া কোনটাই অসম্ভব নয় সত্যি!
মন্তব্য করুন