বিয়ারকে এতদিন তো নিছক মদই ভেবে এসেছেন। একে মদ, তায় আবার কুলীন প্রজাতিরও নয়, দামও কম—বিয়ারকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যও করেছেন নিশ্চয়ই? কিন্তু জানেন কি বিয়ার শুধু মদই নয়, আপনার চুলের জন্যও বিয়ার দারুণ উপকারে লাগতে পারে। চুল রুক্ষ হয়ে যাচ্ছে? বা তার সিল্কিনেস, গ্ল্যামার হারিয়ে ফেলছে? কোই বাত নেহি। আপনার চুলের জন্য দরকার জাস্ট একটুখানি বিয়ার ট্রিটমেন্ট—দেখুন, তাহলেই সব সমস্যার কেমন মুশকিল আসান হয়ে যায়!
বিয়ার কেন চুলের জন্য ভালো
বিয়ার কিন্তু পৃথিবীর সবথেকে বেশী কনজিউম করা পানীয়—জলের পরেই তার স্থান! জানেন কি বিয়ারে কি কি থাকে যা আপনার চুলের সব সমস্যার সমাধান এক মুহূর্তে করে দিতে পারে? আজই জেনে নিন। বিয়ারকে বিউটি এক্সপার্টরা ‘মিনারেল জ্যাকপট’ বলে থাকেন। বিয়ারে থাকে সিলিকা, যা চুলকে ঘন মোটা করতে সাহায্য করে। এজন্য একাধিক হেয়ারকেয়ার শ্যাম্পুর অন্যতম প্রধান উপাদান হিসেবে বিয়ার ব্যবহার করা হয়। তাছাড়া বিয়ারে ফসফরাস, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি মিনারেলস থাকে, যা চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে ও চুল পড়া সমস্যার সমাধান করে নতুন চুল গজাতে সাহায্য করে। বিয়ারে থাকা ভিটামিন বি, মল্টে থাকা প্রোটিন ক্ষতিগ্রস্ত চুলকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনে। বিয়ারের সুক্রোজ ও মল্টোজ চুলের কিউটিকলকে শক্তিশালী করে ও চুলকে সিল্কি করে তোলে। বিয়ার চুলের পি.এইচ. লেভেলকে নিয়ন্ত্রণ করে ও চুলকে অতিরিক্ত শুষ্ক বা তেলতেলে হয়ে যাবার হাত থেকে আটকায়। তাছাড়া বিয়ার ট্রিটমেন্ট মাথায় রক্ত সঞ্চালন বাড়ায় ও চুলের বৃদ্ধিতে সাহায় করে।
বিয়ার ট্রিটমেন্ট করার জন্য বিয়ার রিনজ ট্রিটমেন্ট
একটা পাত্রে এক-দেড় কাপ বিয়ার ঢেলে তাকে সারারাত রেখে দিন। এর ফলে বিয়ারে থাকা কার্বন-ডাই-অক্সাইড উবে বিয়ার অক্সিডাইজ হবে। বিয়ারে কার্বন-ডাই-অক্সাইড থাকলে তা চুলকে রুক্ষ করে দেয়। এরপর স্নানের সময় চুলে যে শ্যাম্পু ব্যবহার করেন তা দিয়ে শ্যাম্পু করুন। আপনার চুল যদি তেলতেলে হয়, তাহলে শ্যাম্পু করার পরে কন্ডিশনার দেবেন না। এরপর বিয়ারটা চুলে ঢেলে ভালো করে মিনিট ১৫ ধরে চুলের গোড়ায়, স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর ঠাণ্ডা জলে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন অন্তত এটা ট্রাই করুন। দেখবেন বিয়ার দিয়ে চুল ধোবার ফলে আপনার চুলও পরিষ্কার হয়েছে আর চুলের কিউটিকলও শক্তপোক্ত হয়েছে। ফলে চুলও অনেক কম পড়ছে। আর দেখবেন চুল কেমন শাইন করছে আর বাউন্সি লাগছে! নিজেই চমকে যাবেন।
বিয়ার দিয়ে শ্যাম্পু
আজ্ঞে অবাক হবেন না। আমরা এখন বিয়ার শ্যাম্পুর কথাই বলব। বিয়ার শ্যাম্পু আপনি ঘরেই সহজে বানাতে পারেন। এটা বানানোর জন্য আপনার লাগবে দেড় কাপ বিয়ার আর এক কাপ শ্যাম্পু। একটা পাত্রে বিয়ার নিয়ে ১৫ মিনিট ধরে ফোটান। ঘরের তাপমাত্রায় বিয়ার আসার পর তাতে শ্যাম্পুটা দিয়ে মিশিয়ে নিন। স্নানের সময় এই মিশ্রণটা মাথায় দিয়ে শ্যাম্পু করুন ও ভালো করে ম্যাসাজ করুন যতক্ষণ না চুলে ফেনা হচ্ছে। এরপর ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এটা করুন, দেখবেন আপনার মাথার ময়লা দূর হয়ে চুল কি সুন্দর কন্ডিশন্ড হচ্ছে। আর চুলের বৃদ্ধিও আস্তে আস্তে হচ্ছে।
আরও কিছু টিপস
তবে সাবধান। বিয়ারে থাকা অ্যালকোহল কিন্তু শুষ্ক চুলকে আরও বেশী শুষ্ক ও রুক্ষ করে দেয়। ফলে আপনার চুল যদি শুষ্ক হয়, তাহলে বিয়ার ট্রিটমেন্ট আপনার জন্য একেবারেই নয়। চুল যদি তেলতেলে হয়, তবেই বিয়ার চুলের জন্য ব্যবহার করুন। আর বিয়ার সপ্তাহে ২ বারের বেশী ব্যবহার করবেন না। তাহলে তা আপনার চুলকে রুক্ষ করে দিতে পারে। অতিরিক্ত বিয়ার ব্যবহার করলে আবার চুল পড়ে যাবার সমস্যা শুরু হয়ে যায়। তাই বিয়ার ট্রিটমেন্ট করুন, কিন্তু বুঝে শুনে।
তাহলে আর দেরী কীসের? এবার বরের বিয়ার এক্সট্রা পড়ে থাকলে চাপ নেবেন না। ফেলেও দেবেন না। সুন্দর করে চুলের উপকারে লাগান। পুজোর আগে সপ্তাহ দুয়েক বাকি আছে। ট্রাই করে দেখুন এই নতুন বিয়ার ট্রিটমেন্ট। পুজোয় দেখবেন চুলের চমকে সব্বাইকে চমকে দিচ্ছেন!
শসার ফেস প্যাক ১০টি ঘরে বানিয়ে নিন, রূপচর্চার ক্ষেত্রে ব্যবহারে।
মন্তব্য করুন