আপনার বগলে কি কালো দাগ আছে? কি করে দূর করবেন ভেবে পাচ্ছেন না? এদিকে এই জন্য স্লিভলেস জামা পড়ে স্টাইলও করতে পারছেন না? চিন্তা নেই। আপনার টেনশন দূর করতে হাজির হয়েছি আমরা। জাস্ট লেখা পড়ুন আর সহজে দূর করুন আপনার বগলের কালো দাগ।
বগলে কালো দাগ কেন হয়?
বগলে কালো দাগ নানা কারণে হতে পারে। বগলে শেভিং, হেয়ার রিমুভিং ক্রিমের অত্যধিক ব্যবহার, বগলে হাওয়া-বাতাস না লাগা, বগলে মৃত কোষ জমা হওয়া, বা বেশী করে অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করলে এই সমস্যা হতে পারে। তাছাড়া হরমোনাল ডিসঅর্ডার, ওবেসিটি ইত্যাদির কারণেও আপনার বগলে কালো দাগ হতে পারে।
শসা দিয়ে দাগ দূরঃ
শসার মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে যা ত্বকের রঙকে হালকা করতে সাহায্য করে।
উপকরণ:
- শসার স্লাইস বা শসার রস
পদ্ধতি:
শসার টুকরো নিয়ে তার রস আপনার বগলে ঘষুন। নিয়ম করে দিনে একবার বা দুবার করে রোজ এটা করে যান, দেখবেন উপকার পাচ্ছেন। তাছাড়া শসার রসের সাথে কাঁচা হলুদবাটাও লাগিয়ে আধ ঘণ্টা মতো লাগিয়ে রাখুন বগলে। দেখবেন খুব সহজেই কালো দাগ দূর হয়ে যাচ্ছে।
আলুর কেরামতিঃ
আলুর মৃদু অ্যাসিড ভাব আপনার ত্বকের জন্য প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। ফলে আপনার বগলের কালো দাগ দ্রুত দূর করতে আলু খুবই কার্যকরী।
উপকরণ:
- ১ টা পাতলা আলুর টুকরো বা আলুর রস
পদ্ধতি:
আলুর রস নিয়ে আপনার বগলের কালো দাগে লাগান। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে একে ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যে তফাৎ বুঝতে পারবেন।
বেকিং সোডাঃ
আপনার বগলের কালো দাগ দূর করার জন্য বেকিং সোডা কিন্তু দারুণ এক্সফোলিয়েটিং উপাদান হিসেবে কাজ করে। ত্বকের মরা চামড়া, মৃত কোষ দূর করতে বেকিং সোডা দারুণ উপকার দেয়। তাছাড়া ত্বকের পোরসকে খুলতেও বেকিং সোডা সাহায্য করে।
উপকরণ:
- ২ চামচ বেকিং সোডা
- ২ চামচ জল
পদ্ধতি:
বেকিং সোডা আর জল নিয়ে একটা স্ক্রাব বানিয়ে আপনার বগলে ভালো করে ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে জায়গাটাকে শুকিয়ে নিন। সপ্তাহে বার তিনেক মতো করলে উপকার আপনি নিজেই বুঝতে পারবেন।
পাতিলেবুঃ
পাতিলেবুর রস অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। তাছাড়া এটা একটা প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবেও কাজ করে।
উপকরণ:
- ১ টুকরো পাতিলেবু
পদ্ধতি:
পাতিলেবুর টুকরোটি নিয়ে আপনার বগলের কালো দাগে ভালো করে ঘষুন। তারপর মিনিট ১০-১৫ রেখে ধুয়ে ফেলুন। আপনার বগলের মরা চামড়া দূর করার জন্য বগলে লেবুর রসের সাথে চিনি মিশিয়ে সেটা দিয়েও এক্সফোলিয়েট করতে পারেন। ভালো উপকার পাবেন। নিয়ম করে করে গেলে দেখবেন একমাসে আপনার বগলের কালো দাগ ভ্যানিশ হয়ে গেছে। তবে লেবু কিন্তু আপনার ত্বককে রুক্ষ, শুষ্ক করে দিতে পারে। তাই লেবুর রস ধুয়ে ফেলার পর বগলে ময়েশ্চারাইজার লাগান।
নারকেল তেল
নারকেল তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা আপনার বগলের কালো দাগ দ্রুত দূর করতে সাহায্য করে। তাছাড়া নারকেল তেল কিন্তু প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবেও কাজ করে।
উপকরণ:
- ২ চামচ নারকেল তেল
পদ্ধতি:
নারকেল তেল নিয়ে আপনার বগলে ভালো করে ম্যাসাজ করুন। এরপর ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জলে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার করে টানা নিয়ম করে এটা করে যান। তফাৎ নিজেই বুঝতে পারবেন।
কমলালেবুর খোসাঃ
কমলালেবুর খোসায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা আপনার বগলের কালো দাগকে হালকা করতে সাহায্য করে ও এক্সফোলিয়েট করতেও সাহায্য করে।
উপকরণ:
- ২ চামচ কমলালেবুর খোসা গুঁড়ো করা
- ১ চামচ দুধ
- ১ চামচ গোলাপ জল
পদ্ধতি:
কমলালেবুর খোসা, দুধ ও গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট বানান। এটা এবার আপনার বগলে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। পরে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে প্রতিদিন এটা নিয়ম করে করলে উপকার পাবেন।
তাহলে জেনে নিলেন আপনার বগলের কালো দাগ দূর করার সহজ, ঘরোয়া উপায়! আর দেরী কীসের? জলদি ট্রাই করুন আর বগলের কালো দাগ দূর করুন নিমেষে। দেখবেন এবার থেকে আপনিও কেমন স্লিভলেস জামা পড়ে স্টাইল করতে পারছেন!
মন্তব্য করুন