সেই ছোটবেলা থেকেই শুনে এসেছি আমরা যে চুলে নারকেল তেল মাখা খুব ভালো। এতে নাকি মাথা ঠাণ্ডা থাকে, চুল পড়া বন্ধ হয়, চুলের অকালপক্কতা কমে, আরও অনেক কিছু। কিন্তু এখন সমস্যা হল যে আজকের দিনটাই হল ভেজালের সময়। কোন ব্র্যান্ডের নারকেল তেল যে ভালো সেটা বোঝাই দায় হয়ে যায়। কিন্তু খাটি জিনিস না বেছে নিলে তো আপনার কোনও লাভই হবে না। তাই আজ আমি আপনাদের জানাবো কোন ব্র্যান্ডের নারকেল তেল আপনাদের জন্য সবচেয়ে ভালো।
নারকেল তেল কেন উপকারী
আপনার স্ক্যাল্প আর চুলের জন্য কিন্তু নারকেল তেল বেশ ভালো। নারকেল তেল কিন্তু ভিটামিন, প্রোটিন আর মিনারেলে সমৃদ্ধ। এতে থাকা ভিটামিন ই আপনার রুক্ষ আর শুষ্ক চুলকে সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে। খুশকি ও চুল পড়ে যাওয়ার সমস্যার থেকেও চুলকে মুক্ত করে। ভালো করে নারকেল তেল চুলে আর স্ক্যাল্পে ম্যাসাজ করলে চুল হবে সিল্কি। এটা চুলের গোড়া ভিতর থেকে শক্ত করে।
১. The Body Shop Rainforest Coconut Hair Oil | রেইনফরেস্ট কোকোনাট হেয়ার অয়েল
এই নারকেল তেল আপনার চুল করে তুলবে নরম আর সিল্কি। আপনি যদি এই তেল রাতে মাথায় ম্যাসাজ করে ঘুমোন আর সকালে ধুয়ে নেন, তাহলে খুব তাড়াতাড়িই আপনি ঝলমলে চুলের মালিক হতে পারবেন। এই তেলে কোনও রকম সিলিকন বা রঙ নেই, আর এটি একদম প্রাকৃতিক।
২. Parachute Pure Coconut Hair Oil Bottle | প্যারাসুট কোকোনাট হেয়ার অয়েল
প্যারাসুট কিন্তু সেই পুরনো কোম্পানিগুলির মধ্যে অন্যতম যারা বিশুদ্ধ নারকেল তেল আমাদের উপহার দিয়ে আসছেন। এই তেল গরম কালে তরল অবস্থায় থাকে আর শীতে জমে যায়। শীতকালে তাই এটি রোদে রাখতে হয়। এটিও কিন্তু এর বিশুদ্ধতার পরিচয় দেয়। এই তেল নিয়মিত ব্যবহার করলে আপনার চুল হবে মজবুত আর খুশকিও হবে না। বর্তমানে এটি প্লাস্টিকের বোতলে আপনারা পাবেন। আর এর বিশুদ্ধতা কিন্তু শতবর্ষ ধরে প্রমাণিত।
৩. Patanjali Coconut Oil | পতঞ্জলি কোকোনাট অয়েল
এটিও বিশুদ্ধ তেল হিসেবে পরিচিত। আপনি এটি ব্যবহার করার আগে এর সঙ্গে ক্যাস্টর অয়েল, জোজোবার তেল বা আমন্ড তেল ব্যবহার করতে পারেন। এটি আপনার স্ক্যাল্প আর্দ্র রাখবে আর চুল ভিতর থেকে শক্তিশালী করবে। এই তেলের গন্ধও কিন্তু বেশ ভালো। আপনি কিন্তু এই নারকেল তেল আপনার বডি ম্যাসাজের জন্যও ব্যবহার করতে পারেন।
৪. Dabur Anmol Gold Pure Coconut Oil | ডাবর আনমল গোল্ড পিওর কোকোনাট অয়েল
ডাবরও একটা পুরনো আর নামী ব্র্যান্ড। বিশুদ্ধ পদ্ধতিতে আপনার জন্য একদম খাঁটি নারকেল তেলই এনেছে ডাবর। এই নারকেল তেল ভিটামিন ই সমৃদ্ধ। নিয়মিত এই নারকেল তেল ব্যবহার করলে আপনার চুলের অকালপক্কতার সমস্যা অনেক কমে যায়।
৫. Parachute Advansed Aloe Vera Enriched Coconut Hair Oil | প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা এনরিচড কোকোনাট হেয়ার অয়েল

অ্যালোভেরা আমাদের চুলের জন্য যে কত্ত ভালো তা আমরা জানি। এবার নারকেল তেলের সঙ্গে যদি সেই অ্যালোভেরা আপনি একসঙ্গে পান! হ্যাঁ, প্যারাসুট এবার সেভাবেই আপনার হাতে তুলে দেবে নারকেল তেল। সাধারণত নারকেল তেল খুব ভারী হয় আর স্টিকি হয়। তাই রাতেই সকলে এই তেল মাখতে চান। কিন্তু প্যারাসুটের এই অ্যালোভেরা তেল আপনি সকালেই ব্যবহার করতে পারেন। এই তেল আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করে আর চুলের বৃদ্ধি করে।
৬. HillDews Virgin Coconut Oil | হিলডিউস ভার্জিন কোকোনাট অয়েল
এই নারকেল তেল কোল্ড প্রেসড পদ্ধতিতে তৈরি হয়েছে। আপনি এই তেল চুল ছাড়া মুখেও ব্যবহার করতে পারেন। এই তেলে রসুনও ব্যবহার করা হয়েছে। এই তেল বানাবার জন্য রসুন থেকে নির্যাস বের করা হয় হাইড্রলিক প্রেসের মাধ্যমে। তারপর নারকেল তেলের থেকে তার দুধের অংশটা বের করে নিয়ে তেলের অংশটা বের করা হবে হাই স্পিডের মাধ্যমে।
মন্তব্য করুন