আজকাল তো আমরা সবাই অনলাইনে শপিং করতে অভ্যস্থ।হাতের কাছে স্মার্ট ফোন থাকতে কেনই বা সবসময় বাইরে গিয়ে কেনাকাটা করবো।শুধু একটু অ্যামাজনে পছন্দের জিনিসটা টাইপ করা আর সার্চ করে অর্ডার দেওয়ার অপেক্ষা।ব্যাস,তারপরেই আপনার পছন্দের জিনিস আপনার কাছে চলে আসবে।তাহলে আগে দেখে নিন কিভাবে আপনি আপনার পছন্দের জিনিস সার্চ করবেন অ্যামাজনে।
মূল সাইটে যাওয়া
প্রথমে তো আপনাকে আপনার স্মার্ট ফোনে অ্যামাজন অ্যাপটা নামাতে হবে।কিভাবে আপনি আপনার মোবাইলে ইন্সটল করবেন অ্যামাজন অ্যাপ আর অ্যাকাউন্ট খুলবেন সেটা আশা করি দাশবাসের সৌজন্যে জেনে গেছেন।এবার মূল সাইটে গিয়ে ‘What are you looking for?’এই অংশে আপনার পছন্দের জিনিসটি লিখুন।যেমন ধরুন আপনি যদি খোঁজেন বিষ্ণুপুরী সিল্ক শাড়ি,তাহলে সেটাই লিখুন ইংরাজিতে।দেখবেন লিস্ট পেয়ে যাচ্ছেন।সেখান থেকে সিলেক্ট করে নিন।দেখবেন অনেক শাড়ি চলে এসেছে।
‘শপ বাই ক্যাটাগরি’ করুন
দেখুন একদম বাঁদিকে ‘Shop by Category’ অপশন আছে।সেখানে ক্লিক করলে আপনি একটা বড় তালিকা পাবেন।সেখান থেকে আপনি আপনার যা দরকার তা বেছে নিন।আসুন আজ দেখাই শাড়ি,জুয়েলারী আর কিচেন সেট কিভাবে নিতে পারেন।
শাড়ি কিনতে হলে
প্রথমে ‘Women’s Fashion’ অপশনে ক্লিক করুন।দেখবেন তালিকা পাবেন।সেখান থেকে ‘Clothing’ অপশনে যান।সেখানে দেখবেন শাড়ি,কুর্তি,নাইটওয়্যার সব পাবেন।এবার ‘Sarees’ অপশনে ক্লিক করুন।ওপরে দেখবেন ‘What are you looking for?’ অপশন পাচ্ছেন।সেখানে লিখুন কি শাড়ি চান।ধরুন কাতান সিল্ক চান।তাহলে ইংরাজিতে সেটাই লিখুন।দেখবেন অনেক শাড়ি চলে এসেছে।এবার পছন্দের শাড়িতে ক্লিক করুন।শাড়ির ডিটেইল দেখুন।তারপর কিনতে হলে ‘Buy Now’ অপশনে ক্লিক করুন।এবার লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে ঢুকুন।সেখান থেকে আপনি এবার আপনার নাম,ঠিকানা,কিভাবে টাকা দেবেন সব অপশন সিলেক্ট করে ‘Place your Order’ অপশনে ক্লিক করুন।আপনার অর্ডার হয়ে যাবে।
জুয়েলারী কিনতে হলে
একইভাবে গয়না কিনতে হলে ‘Women’s Fashion’অপশনে গিয়ে ‘Jewellery’ অপশনে ক্লিক করুন।কানের দুল থেকে শুরু করে গলার হার, নোজ রিং সব পাবেন।দুল চাইলে ‘Earrings’ অপশনে ক্লিক করুন।আপনি এখানেও ‘What are you looking for?’এই অপশনে গিয়ে আরও নির্দিষ্ট জিনিস দেখতে পারেন।যেটা পছন্দ তাতে ক্লিক করুন আর ‘Buy Now’ করে,লগ ইন করে,পাসওয়ার্ড দিয়ে ঢুকে নাম-ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দিন।
কিচেন সেট কিনতে হলে
এইক্ষেত্রে আপনি ‘Women’s Fashion’ এর পরেই পাবেন ‘Kitchen and Dining’ অপশন।সেখানে ক্লিক করুন।দেখবেন রান্নাঘরের জন্য দরকারী অনেক জিনিস পাচ্ছেন।ধরুন থালা চাই সুন্দর সুন্দর।তাহলে ‘Tableware’ অপশনে ক্লিক করুন।এবার পছন্দ করার পালা আপনার।দাম আর ডিজাইন দেখুন।তারপর একই পদ্ধতিতে ‘Buy Now’ করে অর্ডার দিয়ে দিন।
তাহলে আজ আপনারা জেনে গেলেন কত্ত সহজে সার্চ করে অ্যামাজন থেকে জিনিস পেয়ে যেতে পারেন আপনারা।আর চিন্তা কিসের।অর্ডার দিয়েই দিন এবার।
মন্তব্য করুন