স্নানের পর আপনার শরীর ময়েশ্চারাইজড রাখার জন্য কিন্তু ময়েশ্চার লোশন ব্যবহার করা খুব দরকার। কিন্তু আমরা সচরাচর এটি করি না। কারণ এটি ব্যবহার করলে আবারও আমাদের দশ মিনিট সময় চলে যাবে। তাই আমরা এই দরকারি স্টেপটি আর করি না।
কিন্তু যদি এমন হয় যে স্নানের সঙ্গে সঙ্গেই আপনি ময়েশ্চার ব্যবহার করে ফেললেন! তোয়ালে ব্যবহার করার পর আপনাকে আর ময়েশাচারাইজড হওয়ার জন্য সময় ব্যয় করতে হল না? তার জন্যেই তো আজকের এই দশটি ইন-সাওয়ার বডি লোশন যা আপনাকে সহজেই করে তুলবে লাবণ্যময়।
১. ইউসেরিন ইন-সাওয়ার ময়েশ্চারাইজার | Eurecin In-Shower Moisturizer
এই ইন-সাওয়ার বডি লোশন ভিটামিন বি৫ এ সমৃদ্ধ। তাই খুব সহজেই আপনার স্কিন নারিশ করে। এটি একদমই চটচটে নয়, বরং খুব সহজেই মিশে যায় ত্বকে। তাই ব্যবহার করা খুবই সহজ।
সুবিধেঃ
ক. এটি ব্যবহার করার পরামর্শ স্কিন বিশেষজ্ঞ বা ডার্মাটলজিস্টরা দিয়ে থাকেন।
খ. এতে কোনও রকম গন্ধ থাকে না।
গ. এতে কোনও ভাবেই প্যারাবিন বা অন্য রাসায়নিক থাকে না বেশি পরিমাণে।
ঘ. অনেক ক্ষণ ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
অসুবিধেঃ
ক. এটির মধ্যে অ্যালকোহল থাকে। তাই অনেকেই পছন্দ করেন না।
রেটিংঃ ৪.৮/৫
দামঃRs. 13,592/-
২. নিভিয়া ইন-সাওয়ার বডি লোশন | Nivea In-Shower Body Lotion
যাদের খুব শুষ্ক ত্বক তাদের জন্য নিভিয়া ইন-সাওয়ার বডি লোশন খুবই দরকারি। এতে থাকে আমন্ড অয়েল আর ওয়াটার অ্যাকটিভেটেড ফর্মূলা, যা আপনার ত্বক রাখে অনেক ক্ষণ আর্দ্র আর মোলায়েম। এটি ধুয়ে নেওয়ারও প্রয়োজন হয় না।
সুবিধেঃ
ক. ডার্মাটলজিস্টরা এটি পরীক্ষা করেছেন।
খ. ২৪ ঘণ্টা ময়েশ্চার ধরে রাখে।
গ. চিটচিটে নয়, তাড়াতাড়ি মিশে যায়।
ঘ. প্যারাবিন নেই।
অসুবিধেঃ
ক. এটিরও সমস্যা একটিই, এতেও অ্যালকোহল আছে।
রেটিংঃ ৪.৮/৫
দামঃRs. 1,827/-
৩. নিভিয়া ইন-সাওয়ার কোকোয়া বাটার বডি লোশন | Nivea In-Shower Cocoa Butter Body Lotion
যাদের খুবই শুষ্ক ত্বক তাদের জন্য এটি বেস্ট। এতে থাকা কোকোয়া বাটার ত্বক ভিতর থেকে আর্দ্র রাখে। এটিও ত্বকে খুব ভালো ভাবে মিশে যায় এবং অনেক ক্ষণের জন্য ত্বক নরম রাখে।
সুবিধেঃ
ক. চটচটে ভাব নেই।
খ. ২৪ ঘণ্টা ময়েশ্চার ধরে রাখে।
গ. ডার্মাটলজিস্টদের দ্বারা পরীক্ষিত।
ঘ. ত্বকে র্যাসশ বা কিছু হতে দেয় না।
অসুবিধেঃ
ক. এতেও অ্যালকোহল থাকে।
রেটিংঃ ৪.৮/৫
দামঃRs. 1,142/-
৪. হেম্প ইন-সাওয়ার হাইড্রেটিং হার্বাল বডি ময়েশ্চারাইজার | Hempz In-Shower Hydrating Herbal Body Moisturizer
এতে আছে আদার রস, যার ফলে এটি অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ। এছাড়াও এতে আছে শশার রস, শিয়া বাটার আর জিনসিং। তাই ত্বকের যে কোনও ড্যামেজ দূর করে, ফ্রি র্যারডিকেল হতে দেয় না। ত্বক টানটান রাখে আর ময়েশ্চার ধরে রাখে।
সুবিধেঃ
ক. ১০০% ন্যাচারাল হেম্প বীজের তেল আছে এতে।
খ. এতে প্যারাবিন নেই।
গ. এতে গ্লুটেইন নেই।
ঘ. টি.এইচ.সি বা টেট্রাহাইড্রাক্যানাবিনল এতে নেই।
অসুবিধেঃ
ক. এটি খানিক চিটচিটে মনে হতে পারে।
খ. এটি খানিক দামী।
রেটিংঃ ৪.৭/৫
দামঃRs. 4,032/-
৫. কুরেল হাইড্রা থেরাপি ওয়েট স্কিন ময়েশ্চারাইজার | Curel Hydra Therapy Wet Skin Moisturizer
স্নান করার সঙ্গে সঙ্গেই এটি ব্যবহার করার জন্য বেস্ট কারণ এতে আছে ওয়াটার অ্যাক্টিভেটেড উপাদান যা ভিজে শরীরের জন্য ত্বকের খুব গভীরে তাড়াতাড়ি চলে যায়। এটি ত্বক হাইড্রেটেড রাখে আর ময়েশ্চারের একটা শিল্ড তৈরি করে। এর সেরামাইড কমপ্লেক্সের জন্য এটি তাড়াতাড়ি স্কিনে মিশে যায়।
সুবিধেঃ
ক. এটি খুবই হাল্কা।
খ. চিটচিটে ভাব থাকে না।
গ. ডার্মাটলজিস্টরা এটি ব্যবহার করার পরামর্শ দেন।
ঘ. কোনও গন্ধ নেই।
ঙ. খুব ভালো ভাবে হাইজিন মেনে প্যাক করা।
অসুবিধেঃ
ক. এটির মধ্যে আছে মিনারেল তেল।
খ. এতে প্যারাফিনও আছে।
রেটিংঃ ৪.৬/৫
দামঃRs. 1,973/-
৬. ওলে আলট্রা-ময়েশ্চার ইন-সাওয়ার বডি লোশন | Olay Ultra Moisture In-Shower Body Lotion
শিয়া বাটারে সমৃদ্ধ এই লোশন ভিজে ত্বকে ব্যবহার করলে আপনি সঙ্গে সঙ্গেই বুঝবেন আপনার ত্বক কতটা আর্দ্র হতে শুরু করেছে। ময়েশ্চার ধরে রেখে আপনার ত্বক এক সপ্তাহের মধ্যেই ৬০% মোলায়েম করে তোলে।
সুবিধেঃ
ক. স্কিন বিশেষজ্ঞরা এটি তৈরি করেছেন।
খ. ত্বকের হাইড্রেশন ধরে রাখে।
গ. চিটচিটে নয়, তাড়াতাড়ি মিশে যায়।
অসুবিধেঃ
ক. এতে অ্যালকোহল আছে।
খ. এর গন্ধ অনেক সময়ে খুব ভারী মনে হয়।
রেটিংঃ ৪.৫/৫
দামঃRs. 1,675/-
৭. জার্গেন ওয়েট স্কিন ময়েশ্চারাইজার উইথ রেস্টরিং আর্গন অয়েল | Jergens Wet Skin Moisturizer With Restoring Argan Oil
এই বডি লোশনে থাকা আর্গন অয়েল আপনার ত্বক খুব শুষ্ক হলেও তার থেকে আপনাকে রেহাই দেবে। ভিজে শরীরে লাগানোর ক্ষেত্রে জলের সঙ্গে মিশে এটি সহজে স্কিনের ভিতরে যেতে পারে আর ময়েশ্চার শিল্ড তৈরি করে। সারা দিন আপনার ত্বকে এই ময়েশ্চার থেকে যায়।
সুবিধেঃ
ক. তাড়াতাড়ি মিশে যায়।
খ. চটচটে নয়।
গ. ব্যবহার করতে সহজ।
ঘ. কোনও রকম চুলকানি থাকলে তা কমায়।
অসুবিধেঃ
ক. কিছু ত্বকের সমস্যা থাকলে এটি ব্যবহার না করাই ভালো।
রেটিংঃ ৪.৫/৫
দামঃRs. 2,715/-
৮. আলবেরটিনি ইন্টারন্যাশনাল ডিভাইন স্কিন হাইড্রেটর | Albertini International Divine Skin Hydrator
আপনার ত্বকের ন্যাচারাল ময়েশ্চার বা পি.এইচ লেভেল ধরে রাখে এই লোশন। যাদের ত্বক খুবই শুষ্ক আর অতিরিক্ত আর্দ্রতার দরকার তাদের জন্য এটি বেস্ট। এটি ত্বক সহজেই নরম করে।
সুবিধেঃ
ক. এতে অতিরিক্ত গন্ধ নেই।
খ. চটচটে ভাবও নেই এতে।
অসুবিধেঃ
ক. এটি ত্বকে মিশতে খানিক সময় নেয়।
খ. খানিক দামী।
রেটিংঃ ৪/৫
দামঃRs. 3,489/-
৯. নিউট্রিজিনা শির অয়েল লোশন | Neutrogena Sheer Oil-Lotion
এটি একটি অনবদ্য প্রোডাক্ট। এর মধ্যে থাকা সিসাম অয়েল অতিরিক্ত হাইড্রেশন দেয় আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এটি ত্বকের গভীরে ঢুকে ত্বকের ময়েশ্চার ধরে রাখে। খুব ভালো ফল পেতে স্নান করার সঙ্গে সঙ্গে ব্যবহার করুন।
সুবিধেঃ
ক. এটি খুবই হাল্কা।
খ. তাড়াতাড়ি আপনার স্কিনে মিশে যায়।
অসুবিধেঃ
ক. এতে প্যারাবিন রয়েছে।
খ. এটির মধ্যে অ্যালকোহলও আছে।
রেটিংঃ ৪/৫
দামঃRs. 3,809/-
১০. জার্গন ওয়েট স্কিন ময়েশ্চারাইজার ফর ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন | Jergens Wet Skin Moisturizer For Fair To Medium Skin Tones
আপনি কী আপনার স্কিনে হাল্কা ম্যাট ফিনিসড লুক চান? তাহলে এটি কিন্তু আপনার জন্য বেস্ট। এটি আপনার ত্বকে ব্যবহার করুন স্নানের পর। ময়েশ্চার ধরে রেখে স্কিন করে তোলা নারিশড।
সুবিধেঃ
ক. ২৪ ঘণ্টা ময়েশ্চার ধরে রাখে।
খ. এটি চটচট করে না।
গ. খুবই হাল্কা এটি।
ঘ. কোনও অতিরিক্ত গন্ধ নেই এতে।
অসুবিধেঃ
ক. এটি মিনারেল তেল দ্বারা তৈরি।
খ. এছাড়া এতে প্যারাবিনও আছে।
রেটিংঃ ৪/৫
দামঃRs. 2,239/-
Reduce Red Spots: মুখের লালচে দাগ দূর করার জন্য ছটি বেস্ট ক্রিম
মন্তব্য করুন