ধনী এবং মধ্যবিত্তের একটি বিশাল পার্থক্য হল, মধ্যবিত্তদের স্বপ্নই ধনীদের বাস্তব। আর সেটা যদি হয় শাড়ির ক্ষেত্রে, তাহলে কেমন হয় বলুন তো ! আজ আমরা এমনি আকাশচুম্বী দামের শাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাবো। যা দেখে আপনাদের চক্ষু, কপালে উঠতে বাধ্য।
চেন্নাই সিল্কের সবচেয়ে দামী শাড়ি
পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এই শাড়িটি বিক্রি হয় দিল্লিতে, ৫ই জানুয়ারি ২০০৮ তারিখে। মূল্য ৩,৯৩১,৬২৭ টাকা। ভারতীয় শিল্পী, রাজা রবি ভার্মার অসাধারণ শিল্প নৈপুণ্যতার নিদর্শন, এই সিল্ক শাড়ি। ইতিমধ্যেই “গিনেস বুক অফ ওয়ার্ল্ড” এর পক্ষ থেকে এই শাড়িটিকে বিশ্বের সবচেয়ে দামি শাড়ি সম্মান দেয়া হয়েছে।
![চেন্নাই সিল্ক](https://dusbus.com/wp-content/uploads/2018/12/chennai-silk-saree.jpg)
কুয়েতের এক ব্যবসায়ীর অনুরোধেই এই শাড়িটি তৈরি করা হয়েছে। চেন্নাই সিল্ক এর ডিরেক্টর শিবলিঙ্গম নিজে এই শাড়িটি ডিজাইন করেছেন। ৮ কেজি ওজন হলেও এই শাড়িটি পড়লে নাকি এর ওজন বোঝাই যাবে না।
কাঞ্জিভারাম শাড়ির দাম ১৭ কোটি!
১৭কোটি টাকা মূল্যের এই শাড়িটি, জনার্দন রেড্ডির কন্যার বিবাহ অনুষ্ঠানে পরিহিত ছিল। লাল রঙের এই শাড়িটির অধিকাংশই সোনার মোড়কে মোড়া। ২০১৬ এর ১৬ নভেম্বর বেঙ্গালুরু প্যালেস গ্রাউন্ডে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
![শাড়িটি, জনার্দন রেড্ডির কন্যার বিবাহ অনুষ্ঠানে পরিহিত ছিল](https://dusbus.com/wp-content/uploads/2018/12/janardhan-reddy-daughter-wedding.jpg)
৪০ কোটি মূল্যের শাড়ি
মুকেশ-নিতার পুত্রবধূ, শ্লোক-এর জন্য এই শাড়িটি নির্মাণ করা হয়েছিল।যার ভারতীয় মুদ্রায় মূল্য ৪০ কোটি টাকা। সোনার জরি ও নবরত্নের ঘন ঘন নকশা, এই শাড়ির বিশেষত্ব। শাড়িটির ওজন ৮ কেজি। সঙ্গে থাকছে দেখার মত ব্লাউজ। যার চোখ ধাঁধানো অভিনব নকশা হীরের তৈরি। কাঞ্জিভারাম গোত্রের এই শাড়িটি তৈরি করা হয়েছিল চেন্নাইতে।
![শ্লোক-এর জন্য এই শাড়িটি নির্মাণ করা হয়েছিল যার ভারতীয় মুদ্রায় মূল্য ৪০ কোটি টাকা](https://dusbus.com/wp-content/uploads/2018/12/saree-8.jpg)
নীতা আম্বানির ৪ মিলিয়ন শাড়ি
অনিল এবং নিতা আম্বানি পুত্র, আকাশ আম্বানির এনগেজমেন্ট অনুষ্ঠানে, নিতা আম্বানি এই শাড়িটি পরিধান করেছিলেন। মূল্য ৪ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রা-তে ৪০ লাখ। চেন্নাই সিল্ক এর ডিরেক্টর শিবলিঙ্গম, এই শাড়িটি ডিজাইন করেছিলেন। সোনার তারে মোরা এই বিস্ময়কর শাড়ি-টি তে রয়েছে এমারল্ড, রুবি, টোপেজ, পার্লের মত মূল্যবান রত্ন গুলি। কাঞ্জিভারাম গোত্রের এই শাড়িটি, ৩৬ জন তরুণ দক্ষ কারিগর, প্রায় এক বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন।
![নীতা আম্বানির ৪ মিলিয়ন শাড়ি](https://dusbus.com/wp-content/uploads/2018/12/nita-ambani-saree.jpg)
শিল্পা শেট্টির ৫০ লাখ-ই শাড়ি
শিল্পা শেট্টি বলিউডের অত্যাশ্চর্য মহিলার মধ্যে একজন। বিবাহের দিনে শিল্পা শেট্টির পরিধেয় শাড়িটি মূল্য, ভারতীয় মুদ্রায় ৫০ লাখ টাকা। রেড কালারের এই শাড়িটি ৪ হাজার সোয়ারভস্কি স্ফটিক দিয়ে সজ্জিত। সোনার মোড়কে মোড়া এই শাড়িটি নির্মাতা তরুণ তাহিলিয়ানি, যিনি ভারতবর্ষের একজন শীর্ষ ডিজাইনার।
![শিল্পা শেট্টির ৫০ লাখ-ই শাড়ি](https://dusbus.com/wp-content/uploads/2018/12/shilpa-shetty-wedding-saree.jpg)
ঐশ্বর্য রাইয়ের ওয়েডিং শাড়ি
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই এর বিবাহের কথা মনে আছে আপনাদের? জানেন কি ! ঐশ্বর্য রাই এর বিয়ের শাড়িটির মূল্য? উজ্জ্বল হলুদ এবং গোল্ডেন কালারের এই শাড়িটি মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা। ফেমাস ডিজাইনার, নীতা লুল্লা-এর তত্ত্বাবধানে শাড়িটি তৈরি হয়েছিল। গোল্ড থ্রেড এমব্রয়ডারির বর্ডার সমন্বিত এই শাড়িটি সোয়ারভস্কি স্ফটিক এর সাথে সজ্জিত ছিল।
![ঐশ্বর্য রাইয়ের ওয়েডিং শাড়ি](https://dusbus.com/wp-content/uploads/2018/12/aishwarya-rai-wedding-saree.jpg)
মন্তব্য করুন