গরমকালে সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বকের। তাই স্পেশাল যত্ন নেওয়া খুবই প্রয়োজন। ঘরে বসে সামান্য কয়েকটি ফেস প্যাক যদি নিয়মিত ত্বকে লাগাতে পারেন তাহলে আর কোন চিন্তা নেই। আজ থাকছে শেহনাজ হুসেনের দেওয়া ৫টি ফেস প্যাক। যাকে বলে গরমকালের বেস্ট কেয়ার।
টম্যাটো, লেবুর রস ও দই
উপকরন
২চামচ টম্যাটোর পাল্প, ১চামচ লেবুর রস ও ১চামচ দই
পদ্ধতি
টম্যাটো পেস্ট করে নিন। এবার এতে লেবুর রস মেশান। তারপর দই মেশান। ভালো করে সব উপকরণ গুলো মেশান। এবার এই পেস্ট মুখে লাগান। ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। ধোবার সময় হালকা ঘষে ঘষে তুলুন প্যাকটা। সপ্তাহে দুদিন করুণ। তবে এটা করে রোদে যাবেন না। মানে এটা লাগানো অবস্থায়। মুখ ধুয়ে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
আলুর প্যাক
উপকরণ
একটা আলু ও কয়েকফোঁটা লেবুর রস
পদ্ধতি
এক্ষেত্রে আলুর পেস্ট করে নিয়েও ব্যবহার করতে পারেন। আবার আলুর রস ও করে নিতে পারেন। পেস্ট বা রসের সাথে কয়েকফোঁটা লেবুর রস মেশান। এবার এটা মুখে গলায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করুণ। তারপর ধুয়ে ফেলুন। লেবু না পেলে, শুধু আলুও লাগাতে পারেন। তাতেও কাজ হবে। এটা রোজই করতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ হবে। স্কিন টেক্সচার উন্নত হবে।
শসার প্যাক
উপকরণ
একটা হাফ শসা ও একচামচ আলভেরা জেল
পদ্ধতি
শসার খোসা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার এই পেস্টের সাথে আলভেরা জেল মেশান। ভালো করে দুটো উপকরণ মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুণ। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এটা রোজই করতে আরেন। তাহলে গরম যতই পড়ুক, স্কিন থাকবে একদম ফ্রেশ।
ডিমের প্যাক
উপকরণ
একটা ডিমের সাদা অংশ, ১চামচ বেসন, ও কয়েকফোঁটা লেবুর রস
পদ্ধতি
ডিমের কুসুম বাদ দিয়ে দিন। এবার ডিমের সাদা অংশে বেসন ও লেবুর রস দিন। ভালো করে মেশান সব উপকরণ গুলো। এবার এই পেস্ট মুখে গলায় লাগান। ১৫ মিনিট মত রেখে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে একদিন করুণ। তাহলেই স্কিন থাকবে নরম, গ্লোয়িং, এটা স্কিনকে কুঁচকে যেতেও দেবেনা।
পুদিনা ফেসপ্যাক
উপকরণ
কয়েকটা পুদিনা পাতা ও একচিমটে হলুদ
পদ্ধতি
পুদিনা পাতা বেটে নিন। এবার এতে একচিমটে হলুদ গুড়ো দিন। কাঁচা হলুদ বেটে দিতে পারলে আরও ভালো। সেক্ষেত্রে হাফ চামচ হলুদ বাটা। নাহলে ভালো মানের গুড়ো হলুদই দিন একচিমটে। ভালো করে দুটো মিশিয়ে নিন। এবার এটা মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। ধোয়ার পরই দেখবেন স্কিন কত ফ্রেশ লাগছে। আর রোদে পোড়া, ঝলসানো ভাব মুহূর্তে যেন উধাউ। আর সপ্তাহে দুদিন করলে রোদের সান ড্যামেজ সহজে আপনাকে আক্রান্ত করতে পারবেন না।
শেহনাজ হুসেনের স্পেশাল স্কিন টিপস তাহলে আজ এই পর্যন্তই। ফলো করুন নিয়ম করে, আর তারপর গ্ল্যামারের জাদুতে চমকে দিন সব্বাইকে।
মন্তব্য করুন