শীতের আরাম প্রায় গেল বলে, আবার সেই গরমে ঘামে প্যাচপ্যাচে হবার জন্য তৈরি হয়ে যান। আর প্যাচপ্যাচে ঘামের সাথেই বাড়তি পাওনা, প্যাচপ্যাচে স্কিন, রোদের ট্যান। তাই এই সময় স্কিনে দরকার বাড়তি যত্ন যাতে গরমেও স্কিন থাকে ফ্রেশ, গ্লোয়িং। তাই আজ রইলো গরমের স্পেশাল ফেসপ্যাক। যেগুলো গরমেও স্কিনকে রাখবে গ্লোয়িং ও ফ্রেশ লুকিং।
১. তৈলাক্ত ত্বকের জন্য স্পেশাল মাস্ক
যাদের তৈলাক্ত ত্বক, গরমকালে তাঁদের স্কিনের অতিরিক্ত তেল যন্ত্রণা তাঁরাই বোঝেন। সেই সঙ্গে ব্রণর আক্রমণ। এক্ষেত্রে কাজে লাগান টম্যাটোকে। স্কিন থাকবে ফ্রেশ অয়েল ফ্রী।
উপকরণ
একটা হাফ টম্যাটো, ২ থেকে৩ চামচ চালের গুঁড়ো, ১ চামচ মধু।
পদ্ধতি
প্রথমে টম্যাটো পেস্ট করে নিন। সময় বেশী থাকলে এর থেকে শুধু রস বার করে নিতে পারেন। না হলে টম্যাটোর পেস্টই কাজে লাগান। এতে এবার চালের গুঁড়ো ও মধু মেশান। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে, মুখে লাগান। হালকা হাতে সার্কুলার মোশনে ১০মিনিট ম্যাসাজ করুন। এরপর আরও ১০মিনিট এটা মুখে রেখে দিন। তারপর ঠাণ্ডা জলে মুখে ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন করুন। স্কিনের অতিরিক্ত তেল কন্ট্রোল হবে। ব্রণর সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন।
২. গরমে স্কিনকে এক্সফোলিয়েট করতে
শীতের মতো গরমেও কিন্তু স্কিনকে এক্সফোলিয়েট করা খুব দরকার। আর এক্ষেত্রে কাজে লাগান শসাকে। কারণ শসার মত ভালো গরমকালে স্কিনের জন্য আর কিছু হতে পারে না। শসা যেমন টোনারের কাজ করে, তেমনই স্কিনকে ঠাণ্ডা, ফ্রেশ রাখে।
উপকরণ
একটা হাফ শসা ও ১ চামচ চিনি।
পদ্ধতি
শসা পেস্ট করে নিন। এবার এটার সাথে চিনি মেশান। মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এবার এই ঠাণ্ডা মিশ্রণটা মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এটা লাগিয়ে রাখার সময়, চোখের ওপরও দুটুকরো শসা রাখতে পারেন। এতে চোখের তলার কালি থাকলে উঠে যাবে। এবং চোখের চারপাশের স্কিনও ফ্রেশ থাকবে। ১৫ মিনিট পর হালকা ৫ মিনিট ঘষে, মুখ ধুয়ে ফেলুন। মুখে সবসময় সার্কুলার মোশনে ঘষবেন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এটাও সপ্তাহে দু’দিন করুন। গরমেও স্কিন থাকবে ফ্রেশ গ্লোয়িং। এটা বেশী করে করে, ফ্রিজে রেখে দিতে পারেন।
৩. সান ড্যামেজ থেকে মুক্তি পেতে
গরমে যতই ছাতা, সানস্ক্রিন ব্যবহার করুন না কেন, একটু আধটু রোদে পোড়া ভাব, সান ড্যামেজ তো হবেই। আর সেটা থেকেই মুক্তি দেবে আপনাকে বেসন ও টক দই। টক দই এবং বেসন দুটোই খুব ভালো রোদে পোড়া ভাব থেকে মুক্তি দিতে। এবং গরমে স্কিনের হারানো গ্লো ফিরিয়ে আনতে।
উপকরণ
২ চামচ বেসন ও ২ চামচ টক দই।
পদ্ধতি
বেসন ও টক দই মিশিয়ে নিন। এবার মুখে লাগান। বেশী করে হাতে ও পায়েও লাগাতে পারেন। কারণ এটা অসাধারণ ডি-ট্যান ফেসপ্যাক। লাগিয়ে হালকা শুকিয়ে এলে ধুয়ে নিন। একদম যেন শুকিয়ে টানটান না হয়ে যায়। একটু শুকিয়ে মতো এলে ধুয়ে নেবেন। এটা সপ্তাহে দু’দিন করুন ট্যান ও সান ড্যামেজ থেকে মুক্তি পেতে। এখানে বেসন ও দই দুটোই স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে। দই স্কিনকে ময়েশ্চারাইজড রাখে।
➡ সান ট্যান থেকে মুক্তি পান সহজেই।
৪. পুদিনা ফেসপ্যাক
পুদিনা যে বেশ ঠাণ্ডা এটা আর নতুন করে বলার কিছু নেই। গরমে ত্বকের পোড়া, জ্বালা থেকে মুহূর্তেই মুক্তি দিতে জাস্ট অসাধারণ এই প্যাক।
উপকরণ
কয়েকটা পুদিনা পাতা ও একচিমটে হলুদ।
পদ্ধতি
পুদিনা পাতা বেটে নিন। এবার এতে একচিমটে হলুদ গুঁড়ো দিন। কাঁচা হলুদ বেটে দিতে পারলে আরও ভালো। সেক্ষেত্রে হাফ চামচ হলুদ বাটা। নাহলে ভালো মানের গুঁড়ো হলুদই দিন একচিমটে। ভালো করে দুটো মিশিয়ে নিন। এবার এটা মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। ধোয়ার পরই দেখবেন স্কিন কত ফ্রেশ লাগছে। আর রোদে পোড়া, ঝলসানো ভাব মুহূর্তে যেন উধাও। আর সপ্তাহে দু’দিন করলে রোদের সান ড্যামেজ সহজে আপনাকে আক্রান্ত করতে পারবে না।
৫. স্কিনকে রাখুন টাইট, অয়েল ফ্রী ও গ্লোয়িং
স্কিনকে টাইট, অয়েল ফ্রী ও গ্লোয়িং রাখতে কাজে লাগান ডিমকে। ডিম জাস্ট অসাধারণ অ্যান্টি-এজিং হিসাবে। সাথে স্কিনকে রাখে হাইড্রেটেড ও গ্লোয়িং।
উপকরণ
একটা ডিম, ১ চামচ মধু ও ১ চামচ লেবুর রস।
পদ্ধতি
ডিমের কুসুম আলাদা করে দিন। শুধু সাদা অংশ নিন। এর সাথে মধু ও লেবুর রস মেশান। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে, গলায় মুখে লাগান। ২০ মিনিট মত লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পরই স্কিন কেমন, গ্লোয়িং ও অয়েল ফ্রী লাগবে। এছাড়াও স্কিন কুঁচকে বা ঝুলে যাবার হাত থেকে ডিম রক্ষা করবে।
এই এক একটা প্যাক এক এক সপ্তাহে ট্রাই করুন। ব্যাস গরম রোদ যতই থাকুক, স্কিন থাকবে ফ্রেশ, গ্লোয়িং ও অয়েল ফ্রী।
মন্তব্য করুন