ত্বক বয়সের জানান দিচ্ছে? আয়নার সামনে দাড়িয়ে ত্বক আর আগের মত ভালো লাগছে না? বয়স বাড়ার সাথে সাথে ত্বকের বলিরেখা বয়সের জানান দেয়। তবে এর জন্য মন খারাপ করার কিছু নেই, কারণ নিজের একটু যত্ন আর সঠিক লাইফ স্টাইল মেনে চললেই ত্বকের বয়সকে ধরে রাখা যায়। এছাড়াও আছে কিছু ঘরোয়া ফেসপ্যাক যা এই কাজে আপনাকে বেশ সাহায্য করবে। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে তখন আপনার আসল বয়স বুঝবে কার সাধ্য!
১. ভাতের প্যাক ত্বকের বয়স কম দেখাতে
অবাক লাগছে? অবাক লাগলেও ত্বকের বয়স ধরে রাখতে এই ভাতের ফেসপ্যাক জাস্ট ম্যাজিকের মত কাজ করে। জাপানে এটির চল খুব বেশি। জাপানী মেয়েরা বয়স ধরে রাখতে এই ফেসপ্যাক খুব ব্যবহার করেন।
উপকরন:
- ৩ থেকে ৪চামচ ভাত
- দেড় চামচ মধু ও দুধ ২চামচ
পদ্ধতি:
প্রথমে ভাত গরম অবস্থায় ভালো করে চটকে নিন। এরপর এতে মধু ও দুধ দিন। দুধ একটু গরম হলে ভালো হয়। সবকটি ভালো করে মেশান। মুখ ধুয়ে নিন। এবার এই ঘন প্যাকটি মুখে, গলায় লাগান।
শুকিয়ে এলে জল দিয়ে বা ভাতের মাড় দিয়েও মুখ ধুতে পারেন। সপ্তাহে একবার করলেই এটি যথেষ্ট। ভাতে থাকে লিনোলিক অ্যাসিড এবং ভিটামিন ই যা ত্বকের বলিরেখাকে দূরে সরিয়ে ত্বকের বয়সকে ধরে রাখতে সাহায্য করে। এবং ত্বকের গ্লো বাড়াতেও সাহায্য করে।
২. গ্রীনটি প্যাক ত্বকের তারুণ্য ধরে রাখতে
গ্রীনটি তে আছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের তারুণ্য ধরে রাখতে বেশ সাহায্য করে।
উপকরন:
- মধু
- লেবুর রস
- গ্রীনটি পাউডার ১ চামচ করে
- একটা ডিম
- একটা পাকা কলা
পদ্ধতি:
সব উপকরণ গুলি ভালো করে মিশিয়ে ব্লেণ্ড করে নিন। এবার এই মিশ্রণটি মুখ সহ ঘাড় গলায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুদিন করুন। গ্রীনটি, ডিম ত্বকের তারুণ্য ধরে রাখে, লেবুর রস ত্বককে উজ্জ্বল করতে ও ত্বকের যেকোনো দাগ দূর করতে সাহায্য করে এবং কলা বলিরেখা থেকে দূরে থাকতে অনেকটাই সাহায্য করে।
৩. দইয়ের প্যাক স্কিনকে টাইট রাখতে
বয়স বাড়লেই স্কিন ঝুলে যেতে থাকে। দইয়ে আছে প্রচুর ভিটামিন, মিনারেলস, এনজাইমস যেটা ত্বককে হাইড্রেড রাখে ও টাইট রাখতে বেশ সাহায্য করে।
উপকরন:
- দই ২চামচ
- মধু ১চামচ
- একটু লেবুর রস
- একটা ভিটামিন ই ক্যাপসুল
- এক চিমটে হলুদ গুড়ো
পদ্ধতি:
সব উপকরণগুলি ভালো করে মেশান। ঘন পেস্ট বানান। এবার এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিনদিন করতে পারেন।
৪. শসা ও দইয়ের প্যাক চোখের ফোলা ভাব কমাতে
বয়স বাড়লে চোখের চারপাশ আগে কুঁচকে যায়, চোখের তলা ফুলে যায়, ডার্ক সার্কেলের সমস্যা বেড়ে যায়। এই সমস্যা আটকাতে ব্যবহার করুন এই প্যাক।
উপকরন:
- হাফ কাপ দই
- দু চামচ শসা
পদ্ধতি:
আগে শসা ব্লেন্ড করে নিন। দু’চামচ শসার সাথে হাফ কাপ দই মেশান। ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিনদিন করুন। একমাস পর স্কিনের তফাৎ টা নিজেই বুঝতে পারবেন।
৫. আলুর প্যাক ত্বকের গ্লো ফিরিয়ে আনতে
বয়স বাড়ার সাথে সাথেই ত্বকের স্বাভাবিক গ্লো চলে যাচ্ছে? তাহলে ব্যবহার করুন এই প্যাক।
উপকরণ:
- একটা আলু
- ২চামচ আপেল
পদ্ধতি:
একটা আপেলের অর্ধেক নিয়ে ব্লেণ্ড করে নিন। দুচামচ হলেই হবে। এর সাথেই একটা আলু ব্লেণ্ড করে নিন। এবার এই পেস্টটা মুখে গলায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করলেই দেখবেন ত্বক কেমন গ্লো করছে।
৬. দই ও কমলার প্যাক ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাঁচাতে
সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাবের কারণে ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায়। রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচাতে শুধু সানস্ক্রিম নয়, সপ্তাহে একবার এই প্যাকটি করে নিন।
উপকরন:
- দুচামচ দই
- একচামচ কমলা খোসার গুড়ো
পদ্ধতি:
দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার এই পেস্টটি মুখে গলায় ভালো করে লাগান। একটু শুকিয়ে এলে ধুয়ে নিন। সপ্তাহে একবার করুণ। এটা স্কিনকে একটা গ্লো দেবে এবং সূর্যরশ্মির কারণে স্কিন ড্যামেজ হলে স্কিনকে সারিয়ে তুলতেও সাহায্য করবে।
তাহলে বন্ধুরা, বয়সকে আর পাত্তা দেওয়ার দরকার নেই। ওকেও বাড়তে দিন আর আপনার ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্যকেও। তারপর দেখুন, এই দুয়ের দস্তি আপনার কত্তাবাবুর সঙ্গে আপনার দস্তি কেমন জমিয়ে দেয়।
মন্তব্য করুন