পুদিনা পেটের জন্য তো অনেক খেলেন। কখনও মুখের জন্য ব্যবহার করেছেন? না করলে আজই ট্রাই করে নিন। বেশ কাজের জিনিস। দুদিন আগে আমিও পুজোর স্পেশাল কেয়ার নিতে ট্রাই করে দেখলাম। পুরো ফ্রেশ হয়ে গেল স্কিন। তাই ভাবলাম আপনাদের সাথে জলদি শেয়ার করে দেওয়া যাক।
পুদিনা নিম ও তুলসী ফেস প্যাক
মুখের যেকোনো রকম ফোঁড়া, এলার্জি বা যে কোনরকম স্কিন ইনফেকশন সারানোর জন্য এই ফেস প্যাকটি অত্যন্ত কার্যকরী। সমান পরিমানে পুদিনাপাতা, নিমপাতা, ও তুলসীপাতা ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে পেস্ট মত বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টের সাথে টক ভালো করে মিশিয়ে মুখে ও গলার অংশে এল করে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট মত রেখে হালকা গরম জলে ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে।
পুদিনা, শসা, দই ও গ্রীন টি ফেস প্যাক
স্কিন টোন হালকা করার জন্য এই ফেস প্যাকটি অত্যন্ত কার্যকরী। এটি আমাদের স্কিনটোন হালকা করার সাথে সাথে ত্বক গভীর ভাবে পরিষ্কার করে মৃত কোষগুলিকেও পরিষ্কার করে। ১০০ গ্রাম পুদিনা পাতার পেস্ট, একটি ছোটো মাপের শসা পেস্ট একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এর সাথে ২ থেকে ৩ চামচ টক দই, ও ২ চা চামচ লেবুর রস মিশিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। এবার প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুছে এবার এই মিশ্রণ টি মুখে ভালো করে লাগিয়ে নিন। পুদিনা পাতার মিশ্রণটি আপনার মুখে শুকিয়ে গেলে তুলে ফেলুন। তবে তোলার সময় জল ব্যবহার করবেন না বা মুছবেন না। এবার ১ কাপ হালকা গরম গ্রীন টি মুখে লাগিয়ে নিন। গ্রীন টি আপনার মুখে শুকিয়ে গেলে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাকটি মাসে দুবার ব্যবহার করলে ভালো ফল পেয়ে যাবেন।
মুলতানি মাটি, দই ও পুদিনা ফেস প্যাক
এর জন্য ড্রাই পুদিনা পাউডার ব্যবহার করতে পারেন বা পুদিনা পাতা বাটা ব্যবহার করা যেতে পারে। ২ বড় চামচ মুলতানি মাটি ও ২ চা চামচ পুদিনা পাউডার ১/৪ কাপ দইয়ের মধ্যে ২৫ থেকে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পর ভালো করে মিশিয়ে পেস্ট মত বানিয়ে নিন। যদি পুদিনা পাউডার না থাকে তবে সম পরিমান পুদিনা পাতার পেস্ট দইয়ের সাথে মিশিয়ে নিন। এবার এই পেস্ট টি সমান ভাবে মুখে ও গলার অংশে লাগিয়ে নিন। চোখের পাতায় না লাগানোই ভালো। এবার শুয়ে থাকুন এবং এই পেস্ট টি মুখে মাখার পর মুখের মাংসপেশী গুলিকে স্থির রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর প্রথমে হালকা গরম জল্ দিয়ে মুখ ধুয়ে তার পর ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটিও ত্বকের যে রকম ইনফেকশন সরিয়ে তুলতে অত্যন্ত কার্যকরী।
পুদিনা, ডিম আপেল এবং শসার ফেস প্যাক
এই ফেস প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত উপকারী। একটি শসার অর্ধেক অংশ, ১০ থেকে ১২ টি ভালো করে ধোয়া, একটি ডিমের সাদা অংশ, ১ চা চামচ আপেল জুস, এবং ১/২ চামচ লেবুর রস একসাথে মিক্সিতে ভালো করে বেটে নিন। এবার এই মিশ্রণটি ভালো করে সারা মুখে ও গলার অংশে লাগিয়ে নিন চোখের পাতা বাদ দিয়ে.। ১ ঘন্টা চোখ বুজে চুপচাপ শুয়ে থাকুন।এক ঘন্টা পর প্রথমে একটি টাওয়াল হালকা গরম জলে ভিজিয়ে মুখ পরিষ্কার করে মুছে নিন। এবার হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে একটি টাওয়াল ঠান্ডা জলে ভিজিয়ে মুখের ওপর ৩-৪ মিনিট রেখে শুকনো টাওয়াল দিয়ে মুখ মুছে নিন। এবার মুখে আপনার রোজকার ব্যবহৃত ক্রিম মেখে নিন।
পুদিনা ও গোলাপ জলের ফেস প্যাক
এই ফেস প্যাকটি আপনার ত্বককে ভেতর থেকে নমনীয়তা দান করে। এছাড়া এটি সানট্যানের ফলে মুখে যে লাল লাল ছোপ বা এলার্জি হয় তা দূর করতে সাহায্য করে। ১০ থেকে ১৫ টি পুদিনা পাতা এবং কয়েক ফোঁটা গোলাপ জল ভালো করে বেটে পেস্ট মত বানিয়ে মুখে মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
পুদিনা,মিল্ক পাউডার, মধু ও ওটস ফেস প্যাক
এটি স্ক্রাব হিসেবে ব্যবহার আপনার স্কিনপোর গুলিকে পরিষ্কার করে। একটি পাত্রে প্রথমে একটি ছোটো শসা গ্রেট করে করে নিন। এবার এর সাথে ১০ থেকে ১২ টি পুদিনা পাতার পেস্ট, ২ চামচ মিল্ক পাউডার, ২ চামচ ওটস ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে মেখে ১০ মিনিট পর হাত জলে ভিজিয়ে ভালো করে হালকা করে ঘষে মুখ পরিস্কার করে নিন। এবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মন্তব্য করুন